তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে আয়োজন

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১৪: ০০

আজ ১৩ আগস্ট, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরের ১৫তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) উদ্যোগে আজ বিকেল সাড়ে ৫টায় রাজধানীর বীর উত্তম মীর শওকত সড়কের গ্রাউন্ড জিরোতে থাকছে স্মরণ আয়োজন।

আয়োজকরা জানান, এই শ্রদ্ধাঞ্জলি আয়োজনটি তারেক মাসুদ ও মিশুক মুনীরের অসাধারণ জীবনযাত্রা, সৃজনশীল সহযোগিতা এবং স্থায়ী উত্তরাধিকারের প্রতি সম্মান জানাবে। এটি শুধু তাদের প্রয়াণের স্মৃতিচারণ নয়, বরং আমাদের সঙ্গে ভাগ করে নেওয়া তাদের জীবন, দৃষ্টি ও অবদানের এক উদযাপন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রদর্শিত হবে তারেক মাসুদের প্রামাণ্যচিত্র ‘আদম সুরত’, যার চিত্রগ্রহণ করেছেন মিশুক মুনীর এবং প্রসূন রহমান পরিচালিত তারেক মাসুদকে নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ফেরা– রিটার্ন জার্নি’।

এছাড়া তারেক মাসুদ ও মিশুক মুনীরকে নিয়ে ব্যক্তিগত স্মৃতিচারণ করবেন প্রসূন রহমান, নাহিদ মাসুদ ও আসিফ মুনীর। এরপর দর্শকদের সঙ্গে হবে মুক্ত আলোচনা।

এছাড়াও প্রতি বছরের মতো এই বিয়োগান্তক দিনটির স্মরণে এবারো ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজন করেছে ‘স্মৃতিতে ও চলচ্চিত্রে: তারেক মাসুদ ও মিশুক মুনীর’ শীর্ষক অনুষ্ঠান।

সন্ধ্যা ০৬টায় টিএসসি সংলগ্ন তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মৃতিতে নির্মিত ‘সড়ক দুর্ঘটনা স্মৃতিস্থাপনা’ প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলন করা হবে। সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে তারেক মাসুদ পরিচালিত 'নারীর কথা' (২০০০), এবং 'রানওয়ে' (২০১০)।

উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট ‘কাগজের ফুল’ নামে একটি চলচ্চিত্রের লোকেশন দেখে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান তারেক মাসুদ এবং তাঁর সহযাত্রী মিশুক মুনীরসহ পাঁচজন।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত