আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশ থেকে অস্কারে জমা পড়েছে ৫ সিনেমা

বিনোদন রিপোর্টার
বাংলাদেশ থেকে অস্কারে জমা পড়েছে ৫ সিনেমা

চলচ্চিত্রের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার। এ বছর হতে যাচ্ছে এর ৯৮তম আসর। বাংলাদেশসহ বিশ্বের নানা দেশ অংশগ্রহণ করবে এই আয়োজনে। আসবেন সিনেমার বিখ্যাত সব মানুষেরাও। এরই মধ্যে অস্কারের জন্য সিনেমার আহ্বান করা হয়েছে। সেখানে বাংলাদেশ থেকে জমা পড়েছে পাঁচটি সিনেমা। এর মধ্যে থেকে একটি চলচ্চিত্র বাছাই করা হবে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতার জন্য।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস) এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে মুক্তি পাওয়া পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো এই বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। সেই শর্ত অনুযায়ী জমা পড়েছে ‘নকশিকাঁথার জমিন’, ‘সাবা’, ‘প্রিয় মালতী’, ‘বাড়ির নাম শাহানা’ এবং ‘ময়না’ সিনেমা।

বিজ্ঞাপন

‘নকশিকাঁথার জমিন’ জয়া আহসান অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক একটি সিনেমা। দুই বোন রাহেলা ও সালেহার সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। এতে আরো অভিনয় করেছেন ইরেশ যাকের, রওনক হাসান ও সেঁওতি।

এবার অস্কারে জমা পড়েছে মেহজাবীন চৌধুরীর দুটি সিনেমা ‘সাবা’ এবং প্রিয় মালতী। ‘সাবা’ মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা। বিদেশের নানা চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর বাংলাদেশেও মুক্তি পাচ্ছে দ্রুতই। এতে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, মোস্তফা মনোয়ার প্রমুখ।

শঙ্খ দাসগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’র গল্প একজন নারীর সংগ্রামকে ঘিরে। মেহজাবীন চৌধুরী ছাড়াও এতে অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালামসহ আরও অনেকে।

লীসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি ছবি। নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে এক নারীর বাঁচার লড়াই নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

এছাড়াও আছে রাজ রিপা অভিনীত ‘ময়না’। ছবিটি নির্মাণ করেছেন মঞ্জুরুল ইসলাম মেঘ। এতে আরও রয়েছেন মোমেনা চৌধুরী, সুব্রত, সুচনা, নাদের চৌধুরীসহ অনেকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন