সবাই পেছনে ফেলে নবাগত আনানের ছবিটিই এবার অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। ‘বাড়ির নাম শাহানা’ ছবিটি পরিচালনা করেছেন লিসা গাজী।
চলচ্চিত্রের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার। এ বছর হতে যাচ্ছে এর ৯৮তম আসর। বাংলাদেশসহ বিশ্বের নানা দেশ অংশগ্রহণ করবে এই আয়োজনে। আসবেন সিনেমার বিখ্যাত সব মানুষেরাও।
এমি অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আলোচনায় এসেছেন অস্কারজয়ী স্প্যানিশ অভিনেতা হাভিয়ার বারদেম। ভ্যারাইটি লিখেছে, ফিলিস্তিনের সমর্থনে কেফিয়াহ (আরবের স্কার্ফ) পরে এবারের এমি অ্যাওয়ার্ডসের লাল গালিচায় হাজির হন এই অভিনেতা।