অস্কারে অফিসিয়াল এন্ট্রি পেল ফিলিস্তিনি চলচ্চিত্র ‘প্যালেস্টাইন ৩৬’

এই প্রথম কোনো আরব চলচ্চিত্র টরন্টোর মর্যাদাপূর্ণ গালা সেকশনে স্থান পাচ্ছে

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ২০: ১৮
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ২০: ৪৬

২০২৫ সালের অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে ফিলিস্তিনের পক্ষ থেকে অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে ফিলিস্তিনি নির্মাতা ও লেখিকা অ্যানমারি জাসিরের নির্মিত চলচ্চিত্র ‘প্যালেস্টাইন ৩৬’।

১৯৩০-এর দশকের ফিলিস্তিনের দুর্লভ আর্কাইভাল ফুটেজ সমৃদ্ধ এই চলচ্চিত্রটি আগামী মাসের ৫ তারিখ টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। এই প্রথম কোনো আরব চলচ্চিত্র টরন্টোর মর্যাদাপূর্ণ গালা সেকশনে স্থান পাচ্ছে।

বিজ্ঞাপন

সিনেমাটিতে ইউসুফ নামে এক তরুণ গ্রামবাসীর কাহিনি তুলে ধরা হয়েছে, যিনি জেরুজালেমের রাজনৈতিক অস্থিরতার মধ্যে তার গ্রামীণ বাড়িতে আটকা পড়েছিলেন।

এতে অভিনয় করেছেন হিয়াম আব্বাস, কামেল এল বাশা, ইয়াসমিন আল মাসরি, জালাল আলতাউইল, রবার্ট আরমায়ো, সালেহ বাকরি, ইয়াফা বাকরি, করিম দাউদ আনায়া, মো'মিন সোয়াইতাত, ওয়ার্দি ইলাবুনি, ওয়ার্ড হেলু, বিলি হাউল, ধফের ল'আবিদিনিং এবং জেমিউনিনিং, জেইম্যারনিং।

‘প্যালেস্টাইন ৩৬’ ফিলিস্তিনের ১৮তম চলচ্চিত্র এবং অ্যানমারি জাসিরের চতুর্থ চলচ্চিত্র। অ্যানমারি জাসির বহু বছর ধরে ফিলিস্তিনি গল্প নিয়ে কাজ করছেন, এর আগে নির্মাণ করেছেন ‘সল্ট অফ দ্য সী' (২০০৮), ‘হোয়েন আই সও ইউ' (২০১২), এবং ‘ওয়াজিব' (২০১৭)।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত