জুলাই গণঅভ্যুত্থান দিবস

শিল্পকলায় আজ নিথর মাহবুবের ‘রক্তে আগুন লেগেছে’

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০৯: ০০

প্রথম জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল ৫ আগস্ট বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মূকাভিনয়ের দল মাইম আর্ট। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে এ আয়োজন।

আয়োজনের উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিএনপির সাবেক তথ্য-গবেষণা সম্পাদক ও জাসাস এর সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী।

বিজ্ঞাপন

আয়োজনে থাকছে জুলাইয়ের কবিতা আবৃত্তি, মুক্ত আলোচনা ও মূকাকু নিথর মাহবুব এর একক মূকাভিনয়ে মাইম আর্ট এর প্রযোজনা ‘রক্তে আগুন লেগেছে’ এর মঞ্চায়ন। এটি ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত ‘রক্তে আগুন লেগেছে’ এর তৃতীয় মঞ্চায়ন।

অভিনয়ের পাশাপাশি এটির রচনা ও নির্দেশনায় আছেন নিথর মাহবুব । এ পারফরম্যান্স উৎসর্গ করা হয়েছে, ২৪-এর আন্দোলনের সব যোদ্ধাদের, যারা অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছিল, কণ্ঠে আওয়াজ তুলেছিল এবং ইতিহাসের পাতায় নিজেদের জায়গা করে নিয়েছে। এর নেপথ্যে সহকারী নির্দেশনায় ফয়সাল মাহমুদ, মিউজিক পরিকল্পনা ও প্রয়োগে শুভাশীষ দত্ত তন্ময়। আলোক পরিকল্পনায় মোখলেস, মঞ্চে সার্বিক সহযোগিতায় লেমন।

নিথর মাহবুব বলেন, ‘বাংলাদেশে প্রথম ‘জুলাই গণ গণঅভ্যুত্থান দিবস’ কে স্মরনীয় করে রাখতে আমাদের এ আয়োজন। আর ‘রক্তে আগুন লেগেছে’ কেবল একটি পারফরম্যান্স নয়, বরং সময়ের বাস্তবতা, প্রতিবাদ, বঞ্চনা ও আশার এক মৌন ভাষ্য। এ আন্দোলন যেন সমাজের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে এক নির্ভীক উচ্চারণ হয়ে উঠেছিল। সেই সত্যকে তুলে ধরা হয়েছে নির্বাক অভিনয়ে। এটি অন্যায়ের বিরুদ্ধে মৌন চিৎকার, বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা মানুষের মননচিত্র। তাই বিশেষ দিনে এটি মঞ্চায়ন করতে যাচ্ছি।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত