গাজা গণহত্যার ২ বছর

ফিলিস্তিনের জন্য দৃকের সাংস্কৃতিক প্রতিরোধ

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১৭: ৩৫

আগামীকাল ৭ অক্টোবর ২০২৫ গাজায় ইসরাইলের গণহত্যার ২ বছর হবে। এই দিনে সারা পৃথিবীর মানুষের সাথে কণ্ঠ মিলিয়ে ফিলিস্তিন মুক্তির দাবিতে একটা সাংস্কৃতিক প্রতিবাদের আয়োজন করেছে দৃক।

ফিলিস্তিনি ভাই-বোন-শিশুদের পক্ষে, জায়নবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, আওয়াজ তুলা হবে গান, কবিতা, পারফরমেন্স এর মাধ্যমে।

বিজ্ঞাপন

সাংস্কৃতিক এই আয়োজনে গান শোনাবেন ফারজানা ওয়াহিদ সায়ান, অরূপ রাহী, মুয়ীজ মাহফুজ, সূচী মারমা, অর্জুন কর ও সমগীত। কবিতা শোনাবেন ফেরদৌস আরা রুমী, রওশন আরা মুক্তা, রুম্মানা জান্নাত, মুনিমাহ মাহরিন, জাহিদ জগৎ, হাসান রোবায়েত, সৈকত আমীন ও তাহমীদ চৌধুরী। চিত্রশিল্পী হিসেবে থাকছেন সুমন হালদার ও জান্নাতুল ইসলাম বিপা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত