
বিনোদন রিপোর্টার

জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। ‘পোড়ামন ২’ দিয়ে পরিচালক হিসেবে যাত্রা শুরু। সেই সিনেমাই আলোচনায় এনে দেয় রাফিকে, পাশাপাশি নায়ক সিয়াম আহমেদকেও। এরপর একসঙ্গে কাজ করেছেন ‘দামাল’-এ, যা বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। তিন বছর পর আবার এ সফল জুটি ফিরছে নতুন সিনেমা ‘আন্ধার’ নিয়ে। অবশ্য সিয়াম ছাড়াও সিনেমাটিতে কারা অভিনয় করছেন, তা কিছুটা আগে থেকেই জানা ছিল।
এরই মধ্যে সিনেমার শুটিং শেষ করে শিল্পীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন নির্মাতা রায়হান রাফি। সোমবার রাতে তিনি জানান, সচরাচর সিনেমা শুরুর আগে শিল্পীদের নাম ঘোষণা করা হয়, কিন্তু তার সিনেমার ক্ষেত্রে বেশিরভাগ সময়ই সেটি হয় শুটিংয়ের পর। ‘আন্ধার’-এর ক্ষেত্রেও তা-ই হয়েছে।
নির্মাতা বলেন, ‘অনেকদিন ধরেই সিনেমা-সংশ্লিষ্ট অনেক কিছু লুকিয়ে রেখেছি। কত দিন আর লুকিয়ে রাখা যায়! এরই মধ্যে শুটিং শেষ করেছি। আগের সিনেমাগুলোর সময়ও শুটিংয়ের আগে তেমন কিছু জানাইনি, এবারও তা-ই করেছি। তবে শুটিং শেষ হলেও আরো অনেক কাজ বাকি। ধীরে ধীরে সবাই জানতে পারবেন।’
জানা গেছে, ‘আন্ধার’ সিনেমায় গোয়েন্দা অফিসার দেলোয়ারের চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। শমসের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। নায়িকা নাজিফা তুষি অভিনয় করেছেন নাদিয়া চরিত্রে। হাজরা খাতুন চরিত্রে রয়েছেন অভিনেত্রী আফসানা মিমি। গাজী রাকায়েতকে দেখা যাবে জালাল চরিত্রে। এছাড়া মোস্তফা মনোয়ার, ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতী অভিনয় করেছেন যথাক্রমে ইন্সপেক্টর মনোয়ার, হিমেল ও মায়া চরিত্রে।
‘আন্ধার’-এর গল্প লিখেছেন সাইদুস সালেহীন সুমন (বেজবাবা সুমন, অর্থহীন ব্যান্ড), শাকিব চৌধুরী ও আদনান আদিব খান।
রায়হান রাফী বলেন, ‘আমি এতদিন যেসব সিনেমা করেছি, সবই ছিল আমার নিজের স্ক্রিপ্টে। পরে অন্য কেউ যুক্ত হয়েছেন। কিন্তু এই প্রথম অন্য কারো গল্পে কাজ করলাম এবং সেটা করেছি মুগ্ধ হয়ে। সেই সিনেমার নাম আন্ধার। এটা আমার জীবনের অন্যতম সেরা একটি জার্নি হতে যাচ্ছে। আমি খুব খুশি।’
সিয়াম আহমেদ বলেন, ‘যতদিন ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তার মধ্যে এই সিনেমার গল্পই সবচেয়ে বেশি সময় নিয়ে শুনেছি। পুরো সাড়ে পাঁচ ঘণ্টা ধরে! সাধারণত এক থেকে দেড় ঘণ্টায় গল্প শোনা হয়। যা-ই হোক, সব বাধা পেরিয়ে আমরা শুটিং শেষ করতে পেরেছি। আমি বলব, আমার ফিল্মক্যাম্প জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে এ সিনেমা।’

জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। ‘পোড়ামন ২’ দিয়ে পরিচালক হিসেবে যাত্রা শুরু। সেই সিনেমাই আলোচনায় এনে দেয় রাফিকে, পাশাপাশি নায়ক সিয়াম আহমেদকেও। এরপর একসঙ্গে কাজ করেছেন ‘দামাল’-এ, যা বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। তিন বছর পর আবার এ সফল জুটি ফিরছে নতুন সিনেমা ‘আন্ধার’ নিয়ে। অবশ্য সিয়াম ছাড়াও সিনেমাটিতে কারা অভিনয় করছেন, তা কিছুটা আগে থেকেই জানা ছিল।
এরই মধ্যে সিনেমার শুটিং শেষ করে শিল্পীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন নির্মাতা রায়হান রাফি। সোমবার রাতে তিনি জানান, সচরাচর সিনেমা শুরুর আগে শিল্পীদের নাম ঘোষণা করা হয়, কিন্তু তার সিনেমার ক্ষেত্রে বেশিরভাগ সময়ই সেটি হয় শুটিংয়ের পর। ‘আন্ধার’-এর ক্ষেত্রেও তা-ই হয়েছে।
নির্মাতা বলেন, ‘অনেকদিন ধরেই সিনেমা-সংশ্লিষ্ট অনেক কিছু লুকিয়ে রেখেছি। কত দিন আর লুকিয়ে রাখা যায়! এরই মধ্যে শুটিং শেষ করেছি। আগের সিনেমাগুলোর সময়ও শুটিংয়ের আগে তেমন কিছু জানাইনি, এবারও তা-ই করেছি। তবে শুটিং শেষ হলেও আরো অনেক কাজ বাকি। ধীরে ধীরে সবাই জানতে পারবেন।’
জানা গেছে, ‘আন্ধার’ সিনেমায় গোয়েন্দা অফিসার দেলোয়ারের চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। শমসের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। নায়িকা নাজিফা তুষি অভিনয় করেছেন নাদিয়া চরিত্রে। হাজরা খাতুন চরিত্রে রয়েছেন অভিনেত্রী আফসানা মিমি। গাজী রাকায়েতকে দেখা যাবে জালাল চরিত্রে। এছাড়া মোস্তফা মনোয়ার, ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতী অভিনয় করেছেন যথাক্রমে ইন্সপেক্টর মনোয়ার, হিমেল ও মায়া চরিত্রে।
‘আন্ধার’-এর গল্প লিখেছেন সাইদুস সালেহীন সুমন (বেজবাবা সুমন, অর্থহীন ব্যান্ড), শাকিব চৌধুরী ও আদনান আদিব খান।
রায়হান রাফী বলেন, ‘আমি এতদিন যেসব সিনেমা করেছি, সবই ছিল আমার নিজের স্ক্রিপ্টে। পরে অন্য কেউ যুক্ত হয়েছেন। কিন্তু এই প্রথম অন্য কারো গল্পে কাজ করলাম এবং সেটা করেছি মুগ্ধ হয়ে। সেই সিনেমার নাম আন্ধার। এটা আমার জীবনের অন্যতম সেরা একটি জার্নি হতে যাচ্ছে। আমি খুব খুশি।’
সিয়াম আহমেদ বলেন, ‘যতদিন ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তার মধ্যে এই সিনেমার গল্পই সবচেয়ে বেশি সময় নিয়ে শুনেছি। পুরো সাড়ে পাঁচ ঘণ্টা ধরে! সাধারণত এক থেকে দেড় ঘণ্টায় গল্প শোনা হয়। যা-ই হোক, সব বাধা পেরিয়ে আমরা শুটিং শেষ করতে পেরেছি। আমি বলব, আমার ফিল্মক্যাম্প জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে এ সিনেমা।’

বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ) প্রবর্তিত ‘বিসিআরএ অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন অভিনেতা মো. এরশাদ হাসান। মঞ্চ ও টেলিভিশন নাটকে অভিনয়ের ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
১ ঘণ্টা আগে
কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীর রেখে যাওয়া অসমাপ্ত সিনেমা ‘এই তুমি সেই তুমি’র নির্মাণকাজ শেষ করেন তাঁর ছেলে শাকের চিশতী। এবার মুক্তির মিছিলে হাঁটছে সিনেমাটি। তবে দেশে নয়, বিদেশের কোনো উৎসবে এর প্রথম প্রিমিয়ার হবে।
২ ঘণ্টা আগে
আরটিভিতে প্রচার চলছে তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’র। ২৫০ পর্বের ধারাবাহিকটির এরই মধ্যে ৫০ পর্ব প্রচার হয়েছে। রোববার থেকে বুধবার রাত ৮টা ১০ মিনিটে ধারাবাহিকটি প্রচার হচ্ছে। গত পহেলা আগস্ট থেকে ধারাবাহিকটি প্রচারে আসতেই দর্শকমহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
৬ ঘণ্টা আগে
পাওয়ার ভয়েজখ্যাত সুকণ্ঠী গায়িকা ‘ইসমত আরা ইভা’ ইতিমধ্যে তার গান দিয়ে শ্রোতাদের হৃদয়ে শক্তিশালী আসন গড়েছেন। অন্যদিকে ‘হাবিব মোস্তফা’ মরমি গান, সুফি গান, ফোক গানের রচয়িতা-সুরকার হিসেবে মিউজিক ইন্ডাস্ট্রিতে স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন।
১ দিন আগে