আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

একঝাঁক তারকা নিয়ে শুরু হলো ‘গিট্টু’

বিনোদন রিপোর্টার
একঝাঁক তারকা নিয়ে শুরু হলো ‘গিট্টু’

শুরু হচ্ছে নতুন কমেডি ধারাবাহিক ‘গিট্টু’। সুস্ময় সুমনের রচনা ও রুমান রুনির পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন একঝাঁক তারকা।

তাদের মধ্যে রয়েছেন আবদুল্লাহ রানা, শারাফ আহমেদ জীবন, নাজিয়া হক অর্ষা, মাহমুদুল ইসলাম মিঠু, সেমন্তী সৌমি, সাদ্দাম মাল, হোসাইন নীরব, শবনম পারভীন, রেশমা আহমেদ, জান্নাত সূচি, সিদ্দিক মাস্টার, কামরুন নাহার রুমা, শামীম আহমেদ মনা, ঊর্মী আহমেদ, পরিচালক রুমান রুনিসহ আরো অনেকে।

বিজ্ঞাপন

নাটকটির সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানের রয়েছেন উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। চিত্রগ্রহণে রফিকুল ইসলাম, শামসুল ইসলাম লেলিন, সংগীত পরিচালনা করছেন মোহাম্মদ আপেল মাহমুদ এমিল।

নাটকের কাহিনি সম্পর্কে বলতে গিয়ে সুস্ময় সুমন বলেন, ‘খন্দকার পরিবার আর মির্জা পরিবারÑএ দুই পরিবারের প্রধান একসময় বন্ধু ছিল। একসঙ্গে ব্যবসা করতে গিয়ে তাদের মধ্যে বিরোধ শুরু হয়, যাকে নাটকের ভাষায় বলতে গেলে বলতে হয় ‘গিট্টু লাগে’। সেই গিট্টু আর খোলে না। এখন দুই পরিবারের কেউ কাউকে দেখতে পারে না। খন্দকারের মেয়ে মিতা আর মির্জার ছেলে রাতুল দুজন দুজনের চোখের বিষ। কিন্তু দেখা যায় কে বা কারা যেন এলাকার দেয়ালে ভালোবাসার চিহ্ন দিয়ে তাদের দুজনের নাম লিখে রাখে। এটা দেখে রাতুল ক্ষেপে যায়। মিতা মেয়ে হলেও গুণ্ডা প্রকৃতির। সে লাঠিসোটা নিয়ে রাতুলকে আক্রমণ করতে যায়। কিন্তু রাতুলকে না পেয়ে তার চামচাদের গিয়ে মেরে আসে। গল্পের প্রয়োজনে হাজির হয় একের পর এক চরিত্র। নানা হাস্যরস আর মজার মজার ঘটনা উপস্থাপন করার মধ্য দিয়ে গল্প এগিয়ে যায়।’

সুস্ময় সুমন আরো বলেন, ‘আসলে মির্জা এবং খন্দকার পরিবারকে মিলিত করতে চায় মিতা ও রাতুল। তারা দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু পরিবারকে দেখানোর জন্য তারা শত্রু হিসেবে নানারকম কর্মকাণ্ড করতে থাকে, যা দেখে দর্শক কিছুটা হলেও বিনোদন পাবে বলে আমার বিশ্বাস।’

উল্লেখ্য, গতকাল থেকে সপ্তাহে তিনদিন মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হচ্ছে এই নতুন ধারাবাহিকটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন