বিনোদন রিপোর্টার
জীর্ণশীর্ণ গ্রামীণ ঘর। চুলায় লাকড়ি জ্বালানো। কড়াইতে রান্না হচ্ছে মাছ। কালো সানগ্লান পরা রাঁধুনি আর কেউ নন, বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের অন্যতম জনপ্রিয় ও দাপুটে নায়িকা রোজিনা। সত্তর থেকে নব্বই দশক পর্যন্ত অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকমনে জায়গা করে নিয়েছেন তিনি। শুধু অভিনয়শৈলীতেই নয়, ইন্ডাস্ট্রির ব্যবসায়িক সাফল্যেও রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সময়ের পরিক্রমায় হয়তো লাইমলাইট থেকে খানিক দূরে, তবে দর্শকের ভালোবাসায় একটুও ভাটা পড়েনি এই বর্ষীয়ান নায়িকার প্রতি।
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মেয়ে রোজিনা এবারের ঈদের ছুটি কাটাচ্ছেন নিজ গ্রামে। সেখানে তার ঘুরে বেড়ানো, নিজ হাতে রান্না করা, এমনকি এক অনুরাগীর গান শোনা-এসব মুহূর্তের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
একটি ভিডিওতে দেখা যায়, মাথায় কালো ওড়না, চোখে সানগ্লাস পরে গ্রামের একটি টং দোকানের বেঞ্চে বসে এক অনুরাগীর গান শুনছেন রোজিনা। তার গানের প্রশংসাও করেন তিনি। তার এমন সহজ-সরল উপস্থিতি যে মুগ্ধ করেছে নেটিজেনদের, তা বলার অপেক্ষা রাখে না।
এদিকে সামাজিক মাধ্যমে কিছু ছবি ভাগ করে নিয়েছেন রোজিনা। যেখানে দেখা যায়-চুল খোঁপা করে বাঁধা, হাতে খুন্তি, মাটির চুলায় বসানো কড়াইয়ে রান্না করছেন। ক্যাপশনে লেখেন, ‘দেশের বাড়িতে রান্না করছি ছোট মাছের চচ্চরি আর বোয়াল মাছের ঝোল।’ প্রবাদ আছে-‘যে চুল বাঁধতে জানে, সে রাঁধতেও জানে’ আর তারই বাস্তব উদাহরণ দিলেন রোজিনা। বলা বাহুল্য, নায়িকার এই সরল জীবনের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ অনুরাগীরা।
শুধু ঈদ করতেই গ্রামে গেছেন বিষয়টি এমন না। গুণী এই নায়িকার শৈশব-কৈশোর কেটেছে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়া গ্রামে। শৈশবের স্মৃতিবিজড়িত গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়ায় প্রায় পৌনে দুই কোটি টাকা ব্যয়ে রোজিনা নির্মাণ করেছেন একটি দশ গম্বুজ বিশিষ্ট দৃষ্টিনন্দন মসজিদ। তুরস্কের নকশায় করা মসজিদটির নাম দিয়েছেন তিনি নিজের মায়ের নামে। নাম রাখা হয়েছে ‘দশ গম্বুজ মা খাদিজা জামে মসজিদ’। টানা দুই বছর নির্মাণকাজ শেষে ২০২২ সালের ১ এপ্রিল জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে এ মসজিদের উদ্বোধন করা হয়। এখন প্রতিদিন এখানে পাঁচ ওয়াক্ত নামাজ হয় ও শিশুদের কোরআন শিক্ষা দেওয়া হয়।
জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুরে চিত্রনায়িকা রোজিনার বাবার বাড়ি। আর গোয়ালন্দে তার নানার বাড়ি। বাবার বাড়ি রাজবাড়ীতে হলেও তার শৈশব-কৈশোর কেটেছে গোয়ালন্দে নানাবাড়িতে। বাড়ির বড় সন্তান হিসেবে ওই জমিটি রোজিনার মায়ের নামে দেন তার নানা। মায়ের সূত্র ধরে সেই জমির মালিক হন রোজিনা। রোজিনার ইচ্ছা ছিল তার মায়ের দেওয়া জমিতে তিনি একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করবেন।
তাই ২০১৯ সালে মসজিদের জন্য জমিটি ওয়াক্ফ করে দেন তিনি। ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি নির্মাণকাজ শুরু হয়। দুটি মিনারসহ ১০টি গম্বুজ দিয়ে মসজিদটি বানানো হয়েছে। প্রায় ৭ শতাংশ জায়গার ওপর ১ হাজার ৬০০ বর্গফুটের দৃষ্টিনন্দন এ মসজিদটি নির্মাণে খরচ হয়েছে প্রায় পৌনে দুই কোটি টাকা।
অসাধারণ নির্মাণশৈলী, মসজিদের রং, লাইটিং ও এর অবস্থান দূর থেকে কাছে টানে দর্শনার্থী ও মুসল্লিদের। নির্মাণের পর থেকে প্রতিদিন এই মসজিদ দেখতে দূর-দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। বিকাল থেকে রাত পর্যন্ত মসজিদের ভেতরে ও বাইরে জ্বলে দৃষ্টিনন্দন আলো।
চার দশকের বেশি সময়ের ক্যারিয়ারে প্রায় ৩০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন রোজিনা। পেয়েছেন দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শুধু তা-ই নয়, তার সফলতার গণ্ডি ছাড়িয়েছে দেশের বাইরেও। ভারতের পশ্চিমবঙ্গ, নেপাল ও পাকিস্তানের চলচ্চিত্রেও দেখিয়েছেন নিজের অভিনয়শৈলী।
জীর্ণশীর্ণ গ্রামীণ ঘর। চুলায় লাকড়ি জ্বালানো। কড়াইতে রান্না হচ্ছে মাছ। কালো সানগ্লান পরা রাঁধুনি আর কেউ নন, বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের অন্যতম জনপ্রিয় ও দাপুটে নায়িকা রোজিনা। সত্তর থেকে নব্বই দশক পর্যন্ত অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকমনে জায়গা করে নিয়েছেন তিনি। শুধু অভিনয়শৈলীতেই নয়, ইন্ডাস্ট্রির ব্যবসায়িক সাফল্যেও রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সময়ের পরিক্রমায় হয়তো লাইমলাইট থেকে খানিক দূরে, তবে দর্শকের ভালোবাসায় একটুও ভাটা পড়েনি এই বর্ষীয়ান নায়িকার প্রতি।
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মেয়ে রোজিনা এবারের ঈদের ছুটি কাটাচ্ছেন নিজ গ্রামে। সেখানে তার ঘুরে বেড়ানো, নিজ হাতে রান্না করা, এমনকি এক অনুরাগীর গান শোনা-এসব মুহূর্তের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
একটি ভিডিওতে দেখা যায়, মাথায় কালো ওড়না, চোখে সানগ্লাস পরে গ্রামের একটি টং দোকানের বেঞ্চে বসে এক অনুরাগীর গান শুনছেন রোজিনা। তার গানের প্রশংসাও করেন তিনি। তার এমন সহজ-সরল উপস্থিতি যে মুগ্ধ করেছে নেটিজেনদের, তা বলার অপেক্ষা রাখে না।
এদিকে সামাজিক মাধ্যমে কিছু ছবি ভাগ করে নিয়েছেন রোজিনা। যেখানে দেখা যায়-চুল খোঁপা করে বাঁধা, হাতে খুন্তি, মাটির চুলায় বসানো কড়াইয়ে রান্না করছেন। ক্যাপশনে লেখেন, ‘দেশের বাড়িতে রান্না করছি ছোট মাছের চচ্চরি আর বোয়াল মাছের ঝোল।’ প্রবাদ আছে-‘যে চুল বাঁধতে জানে, সে রাঁধতেও জানে’ আর তারই বাস্তব উদাহরণ দিলেন রোজিনা। বলা বাহুল্য, নায়িকার এই সরল জীবনের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ অনুরাগীরা।
শুধু ঈদ করতেই গ্রামে গেছেন বিষয়টি এমন না। গুণী এই নায়িকার শৈশব-কৈশোর কেটেছে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়া গ্রামে। শৈশবের স্মৃতিবিজড়িত গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়ায় প্রায় পৌনে দুই কোটি টাকা ব্যয়ে রোজিনা নির্মাণ করেছেন একটি দশ গম্বুজ বিশিষ্ট দৃষ্টিনন্দন মসজিদ। তুরস্কের নকশায় করা মসজিদটির নাম দিয়েছেন তিনি নিজের মায়ের নামে। নাম রাখা হয়েছে ‘দশ গম্বুজ মা খাদিজা জামে মসজিদ’। টানা দুই বছর নির্মাণকাজ শেষে ২০২২ সালের ১ এপ্রিল জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে এ মসজিদের উদ্বোধন করা হয়। এখন প্রতিদিন এখানে পাঁচ ওয়াক্ত নামাজ হয় ও শিশুদের কোরআন শিক্ষা দেওয়া হয়।
জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুরে চিত্রনায়িকা রোজিনার বাবার বাড়ি। আর গোয়ালন্দে তার নানার বাড়ি। বাবার বাড়ি রাজবাড়ীতে হলেও তার শৈশব-কৈশোর কেটেছে গোয়ালন্দে নানাবাড়িতে। বাড়ির বড় সন্তান হিসেবে ওই জমিটি রোজিনার মায়ের নামে দেন তার নানা। মায়ের সূত্র ধরে সেই জমির মালিক হন রোজিনা। রোজিনার ইচ্ছা ছিল তার মায়ের দেওয়া জমিতে তিনি একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করবেন।
তাই ২০১৯ সালে মসজিদের জন্য জমিটি ওয়াক্ফ করে দেন তিনি। ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি নির্মাণকাজ শুরু হয়। দুটি মিনারসহ ১০টি গম্বুজ দিয়ে মসজিদটি বানানো হয়েছে। প্রায় ৭ শতাংশ জায়গার ওপর ১ হাজার ৬০০ বর্গফুটের দৃষ্টিনন্দন এ মসজিদটি নির্মাণে খরচ হয়েছে প্রায় পৌনে দুই কোটি টাকা।
অসাধারণ নির্মাণশৈলী, মসজিদের রং, লাইটিং ও এর অবস্থান দূর থেকে কাছে টানে দর্শনার্থী ও মুসল্লিদের। নির্মাণের পর থেকে প্রতিদিন এই মসজিদ দেখতে দূর-দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। বিকাল থেকে রাত পর্যন্ত মসজিদের ভেতরে ও বাইরে জ্বলে দৃষ্টিনন্দন আলো।
চার দশকের বেশি সময়ের ক্যারিয়ারে প্রায় ৩০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন রোজিনা। পেয়েছেন দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শুধু তা-ই নয়, তার সফলতার গণ্ডি ছাড়িয়েছে দেশের বাইরেও। ভারতের পশ্চিমবঙ্গ, নেপাল ও পাকিস্তানের চলচ্চিত্রেও দেখিয়েছেন নিজের অভিনয়শৈলী।
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ও সমালোচনা। প্রতারণার অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছেন এক নারী উদ্যোক্তা।
২ ঘণ্টা আগেবিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
২ ঘণ্টা আগেজাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
৩ ঘণ্টা আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
৩ ঘণ্টা আগে