বিনোদন রিপোর্টার
বিতর্ক যেন পিছু ছাড়িছে না অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের। উপস্থাপনা অনুষ্ঠানে অতিথিকে বিতর্কিত প্রশ্ন করায় বা অপমান করার কারণেও বারবার কটাক্ষের স্বীকার হয়েছেন। এ ছাড়া নানা বিতর্কের কারণে শোবিজাঙ্গনেও কাজ হারাচ্ছেন তিনি।
এবার গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নিয়ে বিতর্কিত পোস্ট করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
গতকাল রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। যদিও তিনি বর্তমানে স্থিতিশীল আছেন, তবে চিকিৎসকেরা তাকে এখনও শঙ্কামুক্ত বলতে পারছেন না।
এমন অবস্থায় আহত নুরের জন্য দোয়া চেয়েছেন তার পরিবার ও নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নুরের প্রতি সহানুভূতি জানিয়ে অনেকে পোস্ট করেছেন, তার সুস্থতা কামনা করেছেন।
অন্যদিকে, শনিবার ভোরে এক স্ট্যাটাসে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সাক্ষাৎকার নেয়ার ইচ্ছে পোষণ করেন শাহরিয়ার নাজিম জয়। সেখানে তিনি লেখেন, ‘ভিপি নুর ভাইয়ের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, আউটডোরে। কিন্তু টানা বৃষ্টির কারণে তা ক্যান্সেল হয়েছে। আপনি সুস্থ হয়ে ওঠেন। এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ।’
জয়ের এই পোস্ট নেটিজেনদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জুয়েল মাহমুদ নামে একজন লিখেছেন, ‘মিয়া মানুষের দুঃসময়ে মজা লন।’
এন এস হাসান নামে একজন লিখেছেন, ‘আরেক সুবিধাবাদী আছে ধান্ধা নিয়া, মানুষ হইলেন না।’
একজন লিখেছেন, ‘এই সময়ে ইন্টারভিউয়ের চাইতে দোয়া দরকার নুর ভাইয়ের জন্য।’ কারো মন্তব্য, ‘আপনার লেখা দেখে মনে হচ্ছে, মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে আসলেই।’
চৌধুরি ইকবাল নামে একজন লিখেছেন, ‘সবসময় আলোচনায় থাকতেই এসব পোস্ট দেন জয়।’
আবার কারো মতে, তাকে এখনো গ্রেফতার করা হয়নি কেন সেই প্রশ্ন।
বিতর্ক যেন পিছু ছাড়িছে না অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের। উপস্থাপনা অনুষ্ঠানে অতিথিকে বিতর্কিত প্রশ্ন করায় বা অপমান করার কারণেও বারবার কটাক্ষের স্বীকার হয়েছেন। এ ছাড়া নানা বিতর্কের কারণে শোবিজাঙ্গনেও কাজ হারাচ্ছেন তিনি।
এবার গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নিয়ে বিতর্কিত পোস্ট করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
গতকাল রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। যদিও তিনি বর্তমানে স্থিতিশীল আছেন, তবে চিকিৎসকেরা তাকে এখনও শঙ্কামুক্ত বলতে পারছেন না।
এমন অবস্থায় আহত নুরের জন্য দোয়া চেয়েছেন তার পরিবার ও নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নুরের প্রতি সহানুভূতি জানিয়ে অনেকে পোস্ট করেছেন, তার সুস্থতা কামনা করেছেন।
অন্যদিকে, শনিবার ভোরে এক স্ট্যাটাসে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সাক্ষাৎকার নেয়ার ইচ্ছে পোষণ করেন শাহরিয়ার নাজিম জয়। সেখানে তিনি লেখেন, ‘ভিপি নুর ভাইয়ের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, আউটডোরে। কিন্তু টানা বৃষ্টির কারণে তা ক্যান্সেল হয়েছে। আপনি সুস্থ হয়ে ওঠেন। এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ।’
জয়ের এই পোস্ট নেটিজেনদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জুয়েল মাহমুদ নামে একজন লিখেছেন, ‘মিয়া মানুষের দুঃসময়ে মজা লন।’
এন এস হাসান নামে একজন লিখেছেন, ‘আরেক সুবিধাবাদী আছে ধান্ধা নিয়া, মানুষ হইলেন না।’
একজন লিখেছেন, ‘এই সময়ে ইন্টারভিউয়ের চাইতে দোয়া দরকার নুর ভাইয়ের জন্য।’ কারো মন্তব্য, ‘আপনার লেখা দেখে মনে হচ্ছে, মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে আসলেই।’
চৌধুরি ইকবাল নামে একজন লিখেছেন, ‘সবসময় আলোচনায় থাকতেই এসব পোস্ট দেন জয়।’
আবার কারো মতে, তাকে এখনো গ্রেফতার করা হয়নি কেন সেই প্রশ্ন।
আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৫ মিনিট আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
২২ মিনিট আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৬ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
৬ ঘণ্টা আগে