ইমরানের গানের মডেল কেয়া পায়েল

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৯: ৫৪
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৯: ৫৬
কেয়া পায়েল ও ইমরান

বাংলাদেশের সংগীতাঙ্গনের এ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়ক, সুরকার ও সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। ‘পারব না তোমাকে ছাড়তে’ শিরোনামে একটি গান লিখেছেন, সুর-সংগীত ও প্রোগ্রামিং করেছেন ইমরান মাহমুদুল। গানটিতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ২০১৬ সালের ‘ক্ষুদে গানরাজ’ খ্যাত সংগীতশিল্পী হুমায়রা ঈশিকা।

গত শনিবার দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় এই গানের মিউজিক ভিডিও হয়েছে। আর এতে অষ্টমবারের মতো ইমরানের সঙ্গে তার গানের মিউজিক ভিডিওতে মডেল হলেন এ প্রজন্মের অন্যতম আলোচিত দর্শকপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। মিউজিক ভিডিওটি নির্মাণ করছেন তরুণ মেধাবী মিউজিক ভিডিও নির্মাতা সৈকত রেজা।

বিজ্ঞাপন

ইমরান ও কেয়া পায়েলের সবচেয়ে বেশি ভিউ হাওয়া গানের ভিডিও হচ্ছে জামাল হোসেনের লেখা ‘এতো ভালোবাসি’। এটি নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটি এখন পর্যন্ত ৩ কোটি ৮০ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।

এছাড়া ইমরান-কেয়া পায়েলের জনপ্রিয় মিউজিক ভিডিওগুলো হচ্ছে ‘আলো’, ‘পরাণ বন্ধুরে’, ‘কে তোমাকে এতো ভালোবাসতে পারে’, ‘মন ছুটে যায়’ ইত্যাদি।

গানটি প্রসঙ্গে ইমরান মাহমুদুল বলেন, ‘অনেকেই প্রশ্ন রাখতে পারেন যে, কেয়া পায়েলের সঙ্গেই এত মিউজিক ভিডিও কেন? এ প্রশ্নটা মাথায় রেখেই বলছি, আসলে তার সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা অনেক ভালো। আমাদের আগের প্রায় সবগুলো কাজই অনেক জনপ্রিয়তা পেয়েছে। ২০২১ সালে আমরা সর্বশেষ একসঙ্গে কাজ করেছি। কিন্তু বিগত চার বছরে দর্শক-শ্রোতার অনেক অনুরোধ ছিল আমাদের নতুন কাজে দেখার। যে কারণে আবারও কেয়া পায়েলের সঙ্গে কাজ করা।’

কেয়া পায়েল বলেন, ‘দর্শকের ভালো লাগে বলেই আমরা একের পর এক মিউজিক ভিডিওতে কাজ করেছি। ইমরানের গান সব সময়ই আমার ভীষণ ভালো লাগে। শুধু তার গানে আমি মডেল হই—বিষয়টি এমন নয়। আমি এটাও চাই যে, আমার নাটকে তার কণ্ঠের গান থাকুক। আমার অভিনীত ‘উড়াল পাখি’ নাটকে ইমরান ও কণা আপুর গাওয়া ‘সখী তোমারে বাঁধিব’ গানটি আমার খুবই প্রিয়। ‘পারবো না তোমাকে ছাড়তে’ একটি গল্পনির্ভর মিউজিক ভিডিও। আশা করছি ভালো লাগবে সবার।’

ঈশিকা বলেন, ‘গানটি শুরুতে ইমরান ভাইয়ার একক গানই ছিল। পরবর্তীতে আসলে হঠাৎ করেই গানটি দ্বৈত হয়ে গেল। ইমরান ভাইয়া বাংলাদেশের একজন মেধাবী গায়ক, খুব ভালো একজন গায়ক। তার সঙ্গে দ্বৈত গান করতে পারা সত্যিই অনেক বড় একটি পাওয়া। আমি খুব আশাবাদী গানটি নিয়ে।’

শিগগিরই গানটি ‘ইমরান মাহমুদুল’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত