‘দেনা পাওনা’য় অভূতপূর্ব সাড়া

৬ পর্বের নাটক এখন ৬৬ পর্বে

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ২১: ২৩

ইউটিউব চ্যানেলে এই সময়ে প্রচার চলতি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’ । কেএম সোহাগ রানা রচিত ও পরিচালিত ‘সিনেমাওয়ালা এন্টারটেইম্যান্ট’ ইউটিউব চ্যানেলে নাটকটির ৬৬’তম পর্ব গতকাল প্রচারিত হয়েছে।

নাটকে নাট্যাঙ্গনের জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী শিল্পী সরকার অপু অভিনয় করছেন এই সময়ের আরেক গুণী ভার্সেটাইল অভিনেত্রী সুষমা সরকারের শ্বাশুড়ির চরিত্রে। সুষমা সরকারেরই ছোট বোনের চরিত্রে অভিনয় করছেন এই প্রজন্মের নবাগত আলোচিত অভিনেত্রী তাবাসসুম ছোঁয়া। নাটকটিতে আরো বহু গুণী শিল্পী অভিনয় করছেন। প্রত্যেকেই যার যার চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য ভীষণ সাড়া পাচ্ছেন। সাড়া পাচ্ছেন শিল্পী সরকার অপু, সুষমা সরকার, তাবাসসুম ছোঁয়াও।

বিজ্ঞাপন

নির্মাতা কে এম সোহাগ রানা বলেন, ‘নাটকটি যখন নির্মাণ শুরু করি তখন পরিকল্পনা ছিল ছয় পর্ব প্রচারের। কিন্তু নাটকটি প্রচার হওয়ার পর থেকে এতো বিশে সাড়া পাচ্ছিলাম যে প্রযোজক পরিচালক বাধ্য হয় এই ধারাবাহিকের পর্ব সংখ্যা বাড়াতে। তা বাড়তে বাড়তে এরইমধ্যে ৬৬তম পর্বও প্রচার হয়েছে। সত্যি বলতে কী দর্শকের যদি কোনো নাটকের গল্প এবং এতে শিল্পীদের অভিনয় অনেক বেশি ভালোলেগে যায় গল্পের ধারাবাহিকতা বজায় রেখে তা বাড়ালে দর্শকও তা উপভোগ করেন, আমাদের সিনেমাওয়ালার দেনা পাওনা’ই তার প্রমাণ।’

শিল্পী সরকার অপু বলেন, ‘দেনা পাওনা এই সময়ে আমার অভিনীত সবচেয়ে বেশি সাড়া পাওয়া ধারাবাহিক নাটক। এতে যারা অভিনয় করছেন প্রত্যেকেই ভীষণ আন্তরিকতা নিয়ে অভিনয় করছেন। দেনা পাওনা’কে নিজের পরিবার মনে করেই মন দিয়ে অভিনয় করছেন। আমিও আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। কিছুদিন আগেও আমি দেশের বাইরে গিয়েছিলাম, দেশের বাইরেও এই নাটকের বহু দর্শক। তাদের কাছ থেকেও অবিশ্বাস্য রকম সাড়া পেয়েছি।’

সুষমা সরকার বলেন, ‘যখন যেখানে যাচ্ছি এই নাটকের মৌ ভাবী চরিত্রে অভিনয়ের জন্য অভূতপূর্ব সাড়া পাচ্ছি। অনেক দর্শক আমাকে দেখে বলেন, মৌ ভাবী ভালো হয়ে যান আপনি, খায়রুলের সাথে এমনটা কইরেন না। সত্যি, নাটকের চরিত্র যে মানুষকেও প্রভাবিত করে তা দেনা পাওনা করে আবারো প্রমাণ পেলাম।’

তাবাসুম ছোঁয়া বলেন, ‘দেনা পাওনায় আমার চরিত্রের নাম নিপা। সুষমা দিদি আমার বড় বোনের চরিত্রে অভিনয় করছেন। আমাদের মায়ের চরিত্রে অভিনয় করছেন মুনিরা মিঠু আপা। কিছুদিন আগেই আরো কয়েক পর্বের শুটিং সম্পন্ন হলো। আপাতত ‘দেনা পাওনা’তেই বুঁদ হয়ে আছি। নতুন শিল্পী হিসেবে আমি যে কী পরিমাণ সাড়া পাচ্ছি তা আসলেই ভাষায় প্রকাশের নয়। আমি নির্মাতা রানা ভাই’সহ পুরো সিনেমাওয়ালা টিমের প্রতি আন্তকরিকভাবে কৃতজ্ঞ।’

‘দেনা পাওনা’ নাটকে আরো অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, ডা. এজাজুল ইসলাম, মনিরা আক্তার মিঠু, চাষী আলম, এবি রোকন’সহ আরো অনেকে। উল্লেখ্য, সুষমা সরকার অভিনীত আরো একটি ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’ মাছরাঙ্গা টিভিতে প্রচার শুরু হয়েছে। এরইমধ্যে তিনি শেষ করেছেন ওমর ফারুকের ‘শেষ ইচ্ছে’ নামক খন্ড নাটকের কাজ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত