বিনোদন রিপোর্টার
বাংলাদেশের নাট্যাঙ্গনের এই প্রজন্মের জনপ্রিয় জুটি নিলয়-হিমি। তাদের অভিনীত বহু নাটকে দর্শক মুগ্ধ হয়েছেন। তারা যেমন ট্রেন্ডি গল্পের নাটকে অভিনয় করেছেন আবার পারিবারিক গল্পের নাটক, রোমান্টিক গল্পের নাটকেও অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছেন।
তাদের অভিনীত নাটকগুলোও ভিউয়ের দিক দিয়েও সর্বোচ্চ ভিউ হচ্ছে। সেই ধারাবাহিকতায় এরই মধ্যে মো. জামাল হোসেনের প্রযোজনায় রঙ্গন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে গত ২৯ জুলাই প্রকাশিত হয়েছে নিলয় হিমি অভিনীত প্রেম বিরহের নাটক ‘চিরকাল তুমি আমার’ নাটকটি। মোহন আহমেদের গল্পে ইশতিয়াক আহমেদের রচনায় ও মোহন আহমেদের পরিচালনায় ‘চিরকাল তুমি আমার’-এ নিলয় হিমির অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক।
এরই মধ্যে নাটকটি ২৫ লক্ষ এর বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। ‘রঙ্গন এন্টারটেইনমেন্ট’ এর কর্ণধার, গীতিকার, প্রযোজক মো. জামাল হোসেন বলেন, ‘নিলয় হিমি এই সময়ের জনপ্রিয় জুটি। তাদের অভিনীত নাটকের প্রতি দর্শকের প্রবল আগ্রহ রয়েছে। ‘চিরকাল তুমি আমার’ দিয়ে তা যেন আবারো প্রমাণিত হচ্ছে। ‘চিরকাল তুমি আমার’ প্রেম বিরহের নাটক। দুজনই যার যার চরিত্রে নিখুঁত অভিনয় করেছেন। তাছাড়া গল্পটাও চমৎকার। যে কারণে দর্শক নাটকটি আগ্রহ নিয়ে দেখছেন।’
নিলয় আলমগীর বলেন, ‘মোহন আহমেদের গল্প সবসময়ই সুন্দর। ‘চিরকাল তুমি আমার’ এর গল্পটা খুব চমৎকার। প্রচলিত গল্পের বাইরের একটি গল্প। যথারীতি আমি আর হিমি চেষ্টা করেছি গল্পের মধ্যে ডুবে যেতে। নাটকটি প্রচারের পর থেকে দর্শকের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি।’
হিমি বলেন, ‘চিরকাল তুমি আমার-এর স্টোরি টেলিংটা আমার কাছে ভীষণ ভালোলেগেছে। আর আমার চরিত্রটিও একটু অন্যরকম। যে কারণে কাজটি করতেও ভীষণ ভালোলেগেছে। নিলয় ভাইয়ের সঙ্গে আমার কাজের বা অভিনয়ের রসায়নটা দর্শক ভীষণ উপভোগও করেন। প্রেম বিরহের এই চিরকাল তুমি আমার দর্শকের মনে গেঁথে রবে এটাই আমার বিশ্বাস। দর্শকের প্রতি সবসময়ই কৃতজ্ঞতা।’
‘চিরকাল তুমি আমার’ নাটকের আবহ সংগীতও বেশ প্রশংসা কুঁড়াচ্ছে। এর আবহ সংগীত করেছেন শাহরিয়ার রাফাত।
বাংলাদেশের নাট্যাঙ্গনের এই প্রজন্মের জনপ্রিয় জুটি নিলয়-হিমি। তাদের অভিনীত বহু নাটকে দর্শক মুগ্ধ হয়েছেন। তারা যেমন ট্রেন্ডি গল্পের নাটকে অভিনয় করেছেন আবার পারিবারিক গল্পের নাটক, রোমান্টিক গল্পের নাটকেও অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছেন।
তাদের অভিনীত নাটকগুলোও ভিউয়ের দিক দিয়েও সর্বোচ্চ ভিউ হচ্ছে। সেই ধারাবাহিকতায় এরই মধ্যে মো. জামাল হোসেনের প্রযোজনায় রঙ্গন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে গত ২৯ জুলাই প্রকাশিত হয়েছে নিলয় হিমি অভিনীত প্রেম বিরহের নাটক ‘চিরকাল তুমি আমার’ নাটকটি। মোহন আহমেদের গল্পে ইশতিয়াক আহমেদের রচনায় ও মোহন আহমেদের পরিচালনায় ‘চিরকাল তুমি আমার’-এ নিলয় হিমির অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক।
এরই মধ্যে নাটকটি ২৫ লক্ষ এর বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। ‘রঙ্গন এন্টারটেইনমেন্ট’ এর কর্ণধার, গীতিকার, প্রযোজক মো. জামাল হোসেন বলেন, ‘নিলয় হিমি এই সময়ের জনপ্রিয় জুটি। তাদের অভিনীত নাটকের প্রতি দর্শকের প্রবল আগ্রহ রয়েছে। ‘চিরকাল তুমি আমার’ দিয়ে তা যেন আবারো প্রমাণিত হচ্ছে। ‘চিরকাল তুমি আমার’ প্রেম বিরহের নাটক। দুজনই যার যার চরিত্রে নিখুঁত অভিনয় করেছেন। তাছাড়া গল্পটাও চমৎকার। যে কারণে দর্শক নাটকটি আগ্রহ নিয়ে দেখছেন।’
নিলয় আলমগীর বলেন, ‘মোহন আহমেদের গল্প সবসময়ই সুন্দর। ‘চিরকাল তুমি আমার’ এর গল্পটা খুব চমৎকার। প্রচলিত গল্পের বাইরের একটি গল্প। যথারীতি আমি আর হিমি চেষ্টা করেছি গল্পের মধ্যে ডুবে যেতে। নাটকটি প্রচারের পর থেকে দর্শকের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি।’
হিমি বলেন, ‘চিরকাল তুমি আমার-এর স্টোরি টেলিংটা আমার কাছে ভীষণ ভালোলেগেছে। আর আমার চরিত্রটিও একটু অন্যরকম। যে কারণে কাজটি করতেও ভীষণ ভালোলেগেছে। নিলয় ভাইয়ের সঙ্গে আমার কাজের বা অভিনয়ের রসায়নটা দর্শক ভীষণ উপভোগও করেন। প্রেম বিরহের এই চিরকাল তুমি আমার দর্শকের মনে গেঁথে রবে এটাই আমার বিশ্বাস। দর্শকের প্রতি সবসময়ই কৃতজ্ঞতা।’
‘চিরকাল তুমি আমার’ নাটকের আবহ সংগীতও বেশ প্রশংসা কুঁড়াচ্ছে। এর আবহ সংগীত করেছেন শাহরিয়ার রাফাত।
আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৫ মিনিট আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
২২ মিনিট আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৬ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
৬ ঘণ্টা আগে