বিনোদন রিপোর্টার
গ্রামীন পটভূমির গল্পে নাটক নির্মাণে সালাহ্উদ্দিন লাভলু অদ্বিতীয়। গ্রামীন জীবনের গল্পের নাটক নির্মাণ করেই তিনি এই দেশের কোটি কোটি মানুষের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন। একজন নির্মাতা হিসেবেই সালাহ্উদ্দিন লাভলু ভীষণ জনপ্রিয়। সেই ধারাবাহিকতায় তিনি চ্যানেল আইতে প্রচারের জন্য মাসুম রেজা রচিত ‘ফুলগাঁও’ নামের নতুন একটি ধারাবাহিক নাটক নির্মাণ করছেন।
ফুলের গাঁওয়ের গল্প নিয়েই নির্মিত হচ্ছে ‘ফুলগাঁও’ ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, আখম হাসান, আরফান আহমেদ, রওনক হাসান, সিনথিয়া ইয়াসমিন, তাসদিক নমিরা আহম্মেদ’সহ আরো অনেকে।
এরইমধ্যে কয়েক লটের কাজ শেষ করেছেন সালাহ্উদ্দিন লাভলু, এমনটাই জানালেন তিনি। নাটকে যাকাত আলী চরিত্রে অভিনয় করছেন আরফান আহমেদ, রাকাত আলী চরিত্রে অভিনয় করছেন আখম হাসান, মালা চরিত্রে অভিনয় করছেন নমিরা ও হেপী চরিত্রে অভিনয় করছেন সিনথিয়া।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আখম হাসান বলেন, ‘লাভলু ভাইয়ের নির্দেশনায় আমি নাটকে অভিনয় করছি প্রায় দুই দশক ধরেই। যার কারণে লাভলু ভাইয়ের টিউনের সাথে আমি পরিচিত। লাভলু ভাই যে টোনে সাধারনত কাজ করে থাকেন সেই টোনেই তিনি ফুলগাঁও নির্মাণ করছেন। কোথাও তিনি কোনো ধরনেরই ছাড় দিচ্ছেন না। সত্যি বলতে কী লাভলু ভাইয়ের সেট এ কাজ করলে মনে হয় না যে শুটিং করতে এসেছি। মনে হয় যেন পারিবারিক কোনো আড্ডা দিতেএ এসেছি। তো ফুলগাঁও করতে এসে আমার ঠিক তেমনই মনে হয়েছে। ফুলগা্ওঁ আসলে আমাদের সবার মিলন মেলাও বলা চলে। পারিবারিক একটা বন্ধনের সৃষ্টি হয় বলেই লাভলু ভাইয়ের নাটক প্রাণবন্ত হয় এবং দর্শকের হৃদয় ছুঁয়ে যায়।’
আরফান আহমেদ বলেন, ‘লাভলু ভাইয়ের কাজ মানেই আনন্দ, একটা গুড মুডে থাকা সবসময়। লাভলু ভাইয়ের নির্দেশনায় কাজ করতে আসা মানেই হলো এখানে নতুন কিছু শিখবো। লাভলু ভাই মানেই হলো একজন শিক্ষক, লাভলু ভাইয়ের নির্দেশনায় মানেই হলো প্রতিটি দৃশ্য নিজেকে বুঝতে হবে-নিজের ভেতর লালন করে তারপরেই অভিনয় করতে হবে। এখানে তাড়াহুড়ার কিছু নাই। লাভলু ভাইয়ের কাজ মানেই অপেক্ষায় থাকা একটি ভালো কাজ প্রচারের।’
সিনথিয়া বলেন, ‘আমার সৌভাগ্য হয়েছে লাভলু ভাইয়ের নির্দেশনায় বেশ কিছু ধারাবাহিক ও খ- নাটকে অভিনয় করার। অভিনয়ে তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তার নির্দেশনায় কাজ করতে পারাটা আমার জন্য পরম সৌভাগ্যের।’
নমিরা বলেন, ‘এবারই প্রথম সুযোগ হলো লাভলু ভাইয়ের নির্দেশনায় অভিনয় করার।তার নির্দেশনায় কাজ করে ভীষণ ভালোলাগছে এবং আমি নতুন কিছু শিখছি। বিশেষ করে কুষ্টিয়ার ভাষাটা শিখছি আমি।’
গ্রামীন পটভূমির গল্পে নাটক নির্মাণে সালাহ্উদ্দিন লাভলু অদ্বিতীয়। গ্রামীন জীবনের গল্পের নাটক নির্মাণ করেই তিনি এই দেশের কোটি কোটি মানুষের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন। একজন নির্মাতা হিসেবেই সালাহ্উদ্দিন লাভলু ভীষণ জনপ্রিয়। সেই ধারাবাহিকতায় তিনি চ্যানেল আইতে প্রচারের জন্য মাসুম রেজা রচিত ‘ফুলগাঁও’ নামের নতুন একটি ধারাবাহিক নাটক নির্মাণ করছেন।
ফুলের গাঁওয়ের গল্প নিয়েই নির্মিত হচ্ছে ‘ফুলগাঁও’ ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, আখম হাসান, আরফান আহমেদ, রওনক হাসান, সিনথিয়া ইয়াসমিন, তাসদিক নমিরা আহম্মেদ’সহ আরো অনেকে।
এরইমধ্যে কয়েক লটের কাজ শেষ করেছেন সালাহ্উদ্দিন লাভলু, এমনটাই জানালেন তিনি। নাটকে যাকাত আলী চরিত্রে অভিনয় করছেন আরফান আহমেদ, রাকাত আলী চরিত্রে অভিনয় করছেন আখম হাসান, মালা চরিত্রে অভিনয় করছেন নমিরা ও হেপী চরিত্রে অভিনয় করছেন সিনথিয়া।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আখম হাসান বলেন, ‘লাভলু ভাইয়ের নির্দেশনায় আমি নাটকে অভিনয় করছি প্রায় দুই দশক ধরেই। যার কারণে লাভলু ভাইয়ের টিউনের সাথে আমি পরিচিত। লাভলু ভাই যে টোনে সাধারনত কাজ করে থাকেন সেই টোনেই তিনি ফুলগাঁও নির্মাণ করছেন। কোথাও তিনি কোনো ধরনেরই ছাড় দিচ্ছেন না। সত্যি বলতে কী লাভলু ভাইয়ের সেট এ কাজ করলে মনে হয় না যে শুটিং করতে এসেছি। মনে হয় যেন পারিবারিক কোনো আড্ডা দিতেএ এসেছি। তো ফুলগাঁও করতে এসে আমার ঠিক তেমনই মনে হয়েছে। ফুলগা্ওঁ আসলে আমাদের সবার মিলন মেলাও বলা চলে। পারিবারিক একটা বন্ধনের সৃষ্টি হয় বলেই লাভলু ভাইয়ের নাটক প্রাণবন্ত হয় এবং দর্শকের হৃদয় ছুঁয়ে যায়।’
আরফান আহমেদ বলেন, ‘লাভলু ভাইয়ের কাজ মানেই আনন্দ, একটা গুড মুডে থাকা সবসময়। লাভলু ভাইয়ের নির্দেশনায় কাজ করতে আসা মানেই হলো এখানে নতুন কিছু শিখবো। লাভলু ভাই মানেই হলো একজন শিক্ষক, লাভলু ভাইয়ের নির্দেশনায় মানেই হলো প্রতিটি দৃশ্য নিজেকে বুঝতে হবে-নিজের ভেতর লালন করে তারপরেই অভিনয় করতে হবে। এখানে তাড়াহুড়ার কিছু নাই। লাভলু ভাইয়ের কাজ মানেই অপেক্ষায় থাকা একটি ভালো কাজ প্রচারের।’
সিনথিয়া বলেন, ‘আমার সৌভাগ্য হয়েছে লাভলু ভাইয়ের নির্দেশনায় বেশ কিছু ধারাবাহিক ও খ- নাটকে অভিনয় করার। অভিনয়ে তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তার নির্দেশনায় কাজ করতে পারাটা আমার জন্য পরম সৌভাগ্যের।’
নমিরা বলেন, ‘এবারই প্রথম সুযোগ হলো লাভলু ভাইয়ের নির্দেশনায় অভিনয় করার।তার নির্দেশনায় কাজ করে ভীষণ ভালোলাগছে এবং আমি নতুন কিছু শিখছি। বিশেষ করে কুষ্টিয়ার ভাষাটা শিখছি আমি।’
আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৫ মিনিট আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
২২ মিনিট আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৬ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
৬ ঘণ্টা আগে