আবুল হায়াত, দিলারা জামানের ‘বেলা ও বিকেল’

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১০: ৫৭

একুশে পদকপ্রাপ্ত দুই গুণী জীবন্ত কিংবদন্তী শিল্পী দিলারা জামান ও আবুল হায়াতকে নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘বেলা ও বিকেল’। নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন তারা দুজন। দিলারা জামান অভিনয় করেছেন বেলা চরিত্রে, আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে। তাদের সঙ্গে আরো অভিনয় করেছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী নাবিলা বিনতে ইসলাম, গোলাম কিবরিয়া তানভীর প্রমুখ।

গত ৫ ও ৬ আগস্ট রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে এবং তার আশেপাশে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শরীফুল ইসলাম শামীম।

বিজ্ঞাপন

আবুল হায়াত বলেন, ‘মূলত বেলা ও বিকেলের গল্প নিয়েই নাটকটি নির্মিত হয়েছে। গল্পের প্রয়োজনে অন্যান্য চরিত্রও গুরুত্ব পেয়েছে। দিলারা ভাবীর সঙ্গে বহু নাটকে একসঙ্গে অভিনয় করেছি। তবে নাটকের নাম ভূমিকায় এর আগে সম্ভবত আমরা একসঙ্গে কাজ করিনি। যে কারণে এই নাটকে কাজ করতেও বেশ ভালোলেগেছে। নাটকে নাবিলা, তানভীরও বেশ চমৎকার অভিনয় করেছে। সবমিলিয়ে পরিচালক শামীম চেষ্টা করেছে যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করতে। আশা করছি প্রচারে এলে ভালোলাগবে দর্শকের।’

দিলারা জামান বলেন, ‘এখনো সুস্থ আছি ভালো আছি, নাটকে সিনেমাতে বিজ্ঞাপনে কাজ করতে পারছি-এটাই আসলে অনেক বড় বিষয়। কারণ বয়সতো আর কম হলো না। তারপরও ঠিকঠাক মতো এখনো কাজ করতে পারছি এটাই ভালোলাগার। শুধু তাই নয় নির্মাতারা যে এখনো আমাকে নিয়ে ভাবেন, আগ্রহ নিয়ে কাজ করেন-এটাই আসলে ভালোলাগার। শরীফুল ইসলাম শামীমের নির্দেশনায় বেলা ও বিকেল নাটকে কাজ করে বেশ ভালোলেগেছে। আমি বেলার ভূমিকায় অভিনয় করেছি। গল্পটা না হয় আপাতত নাইবা বললাম। নাটকটি প্রচারে এলেই না হয় দর্শক তা দেখতে পারবেন জানতে পারবেন। তবে এতোটুকু বলতে পারি এই সময়ে এসে শামীমের এই ধরনের গল্প নিয়ে নাটক নির্মাণ একটা চ্যালেঞ্জই বলা চলে। এ জন্য বিশেষ ধন্যবাদ শামীমকে।’

নাটকটিতে প্রথমবার আবুল হায়াতের সঙ্গে অভিনয় করার সুযোগ পেলেন নাবিলা। নাবিলা বলেন, ‘এর আগে শ্রদ্ধেয় দিলারা জামান আন্টির সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। কিন্তু এবারই প্রথম হায়াত আঙ্কেলের সঙ্গে অভিনয় করার সুযোগ পেলাম। দেখা যায় যে বাবা, মায়ের জন্মদিন, বিবাহ বার্ষিকী’সহ তাদের জীবনকে ঘিরে আরো অন্যান্য উৎসবের দিনগুলো আমাদের উদযাপন করা হয়না। কিন্তু তাদেরওতো মনে মনে ইচ্ছে জাগে তা উদযাপন করার। এটাই মূলত নাটকের মূল বিষয়বস্তু।’

পরিচালক শরীফুল ইসলাম শামীম জানান, শিগগিরই ‘বেলা ও বিকেল’ নাটকটি এনিগমা টিভিতে প্রচার হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত