বিনোদন প্রতিবেদক
প্রকাশিত হয়েছে জীবনমুখী গানের শিল্পী, সাংবাদিক ও লেখক আমিরুল মোমেনীন মানিকের নতুন মিউজিক্যাল ফিল্ম ‘ইমাম মাহাদী’। তার সঙ্গে গেয়েছেন উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী বশির আহমদ-মীনা বশির দম্পতির পুত্র রাজা বশির। আমিরুল মোমেনীন মানিকের কথা ও সুরে গানটির সংগীত পরিচালনা, মিক্সিং-মাস্টারিং করেছেন পারভেজ জুয়েল। কিশোর নীলের নির্মাণে ‘ইমাম মাহাদী’ প্রকাশিত হয়েছে ‘মানিক মিউজিক’ ইউটিউব চ্যানেলে। গানটির গ্রাফিক্স করেছেন ওমায়ের হোসেইন।
ইমাম মাহাদী প্রসঙ্গে কিশোর নীল বলেন, ‘বিশ্বব্যাপীই এখন আগ্রাসী ও আধিপত্যবাদীদের নিপীড়ন চলছে। বিশেষ করে ফিলিস্তিনে চলছে নির্বিচারে ধ্বংসযজ্ঞ। ইসরাইল কর্তৃক সেখানে গণহত্যা চললেও পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলো একেবারেই নিশ্চুপ। এমনকি এসব হত্যাকাণ্ডে পৃষ্ঠপোষকতাও দিচ্ছে তারা। এরকম পরিস্থিতিতে অনেকে মনে করেন, পৃথিবীর শেষ ইমাম মাহাদী না আসা পর্যন্ত এই জুলুম শেষ হবে না। সেই ইমাম মাহাদীর অপরিহার্য আগমনকে আহ্বান জানিয়ে আমাদের এই ভিজ্যুয়াল প্রয়াস। গানটির কথা-সুর থেকে শুরু করে নির্মাণÑ প্রত্যেকটি কাজ আমরা নিখুঁত করার নিরন্তর চেষ্টা করেছি। এক বছর ধরে এর প্রি-প্রোডাকশন করেছি। আশা করছি সবার হৃদয় ছুঁয়ে যাবে।’
গানটি প্রসঙ্গে শিল্পী আমিরুল মোমেনীন মানিক বলেন, ‘গোটা পৃথিবীজুড়ে ভয়াবহ অস্থিরতা। কোথাও স্বস্তি বা শান্তি নেই। আমরা যারা বিশ্বাসী, তারা অপূর্ব এক রোমান্টিক স্বপ্নে বিভোর থাকি। আশায় থাকি যে, ইমাম মাহাদী আসবেন। তিনি এসে দুনিয়ায় সুশাসন ও সুবিচার প্রতিষ্ঠা করবেন। সে স্বপ্নের অনুরণন সবার মাঝে ছড়িয়ে দিয়ে মানবতাবাদী সব মানুষের মধ্যে জাগরণ তৈরি করতেই ‘ইমাম মাহাদী’ নির্মাণ করা হয়েছে।’
সংগীত পরিচালক পারভেজ জুয়েল বলেন, ‘আমরা দীর্ঘ সময় নিয়ে কাজটি করেছি। কোয়ালিটির সঙ্গে আপস করিনি। মানিক ভাই, রাজা বশির ভাই যেমন অসাধারণ গেয়েছেন, তেমনি কিশোর নীল ভাই নির্মাণও করেছেন দুর্দান্ত।’
গানটিতে দুই শিল্পীর পাশাপাশি অংশ নিয়েছে একঝাঁক শিশুশিল্পী। বিশেষ করে গানের ভিডিওটিতে শিশুশিল্পী আরজু মোমেনীন মাশার অভিনয় সবার হৃদয় কাঁপিয়ে দিয়েছে।
গান নিয়ে আমিরুল মোমেনীন মানিক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। এর আগেও কিংবদন্তি শিল্পী নচিকেতার সঙ্গে ‘আয় ভোর’, ‘নীল পরকীয়া’, ‘সকাল হবে কি’ গানের ভিডিও সাড়া জাগিয়েছে। সম্প্রতি তিনি গেয়েছেন তিতুমীর ফিল্মের গান ‘মায়াটান’। গত ফেব্রুয়ারিতে প্রতিবাদী গান ক্যাটাগরিতে ‘আবু সাঈদ মুগ্ধ/শেষ হয়নি যুদ্ধের’ জন্য মানিক পেয়েছেন ট্র্যাব অ্যাওয়ার্ড-২০২৪।
প্রকাশিত হয়েছে জীবনমুখী গানের শিল্পী, সাংবাদিক ও লেখক আমিরুল মোমেনীন মানিকের নতুন মিউজিক্যাল ফিল্ম ‘ইমাম মাহাদী’। তার সঙ্গে গেয়েছেন উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী বশির আহমদ-মীনা বশির দম্পতির পুত্র রাজা বশির। আমিরুল মোমেনীন মানিকের কথা ও সুরে গানটির সংগীত পরিচালনা, মিক্সিং-মাস্টারিং করেছেন পারভেজ জুয়েল। কিশোর নীলের নির্মাণে ‘ইমাম মাহাদী’ প্রকাশিত হয়েছে ‘মানিক মিউজিক’ ইউটিউব চ্যানেলে। গানটির গ্রাফিক্স করেছেন ওমায়ের হোসেইন।
ইমাম মাহাদী প্রসঙ্গে কিশোর নীল বলেন, ‘বিশ্বব্যাপীই এখন আগ্রাসী ও আধিপত্যবাদীদের নিপীড়ন চলছে। বিশেষ করে ফিলিস্তিনে চলছে নির্বিচারে ধ্বংসযজ্ঞ। ইসরাইল কর্তৃক সেখানে গণহত্যা চললেও পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলো একেবারেই নিশ্চুপ। এমনকি এসব হত্যাকাণ্ডে পৃষ্ঠপোষকতাও দিচ্ছে তারা। এরকম পরিস্থিতিতে অনেকে মনে করেন, পৃথিবীর শেষ ইমাম মাহাদী না আসা পর্যন্ত এই জুলুম শেষ হবে না। সেই ইমাম মাহাদীর অপরিহার্য আগমনকে আহ্বান জানিয়ে আমাদের এই ভিজ্যুয়াল প্রয়াস। গানটির কথা-সুর থেকে শুরু করে নির্মাণÑ প্রত্যেকটি কাজ আমরা নিখুঁত করার নিরন্তর চেষ্টা করেছি। এক বছর ধরে এর প্রি-প্রোডাকশন করেছি। আশা করছি সবার হৃদয় ছুঁয়ে যাবে।’
গানটি প্রসঙ্গে শিল্পী আমিরুল মোমেনীন মানিক বলেন, ‘গোটা পৃথিবীজুড়ে ভয়াবহ অস্থিরতা। কোথাও স্বস্তি বা শান্তি নেই। আমরা যারা বিশ্বাসী, তারা অপূর্ব এক রোমান্টিক স্বপ্নে বিভোর থাকি। আশায় থাকি যে, ইমাম মাহাদী আসবেন। তিনি এসে দুনিয়ায় সুশাসন ও সুবিচার প্রতিষ্ঠা করবেন। সে স্বপ্নের অনুরণন সবার মাঝে ছড়িয়ে দিয়ে মানবতাবাদী সব মানুষের মধ্যে জাগরণ তৈরি করতেই ‘ইমাম মাহাদী’ নির্মাণ করা হয়েছে।’
সংগীত পরিচালক পারভেজ জুয়েল বলেন, ‘আমরা দীর্ঘ সময় নিয়ে কাজটি করেছি। কোয়ালিটির সঙ্গে আপস করিনি। মানিক ভাই, রাজা বশির ভাই যেমন অসাধারণ গেয়েছেন, তেমনি কিশোর নীল ভাই নির্মাণও করেছেন দুর্দান্ত।’
গানটিতে দুই শিল্পীর পাশাপাশি অংশ নিয়েছে একঝাঁক শিশুশিল্পী। বিশেষ করে গানের ভিডিওটিতে শিশুশিল্পী আরজু মোমেনীন মাশার অভিনয় সবার হৃদয় কাঁপিয়ে দিয়েছে।
গান নিয়ে আমিরুল মোমেনীন মানিক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। এর আগেও কিংবদন্তি শিল্পী নচিকেতার সঙ্গে ‘আয় ভোর’, ‘নীল পরকীয়া’, ‘সকাল হবে কি’ গানের ভিডিও সাড়া জাগিয়েছে। সম্প্রতি তিনি গেয়েছেন তিতুমীর ফিল্মের গান ‘মায়াটান’। গত ফেব্রুয়ারিতে প্রতিবাদী গান ক্যাটাগরিতে ‘আবু সাঈদ মুগ্ধ/শেষ হয়নি যুদ্ধের’ জন্য মানিক পেয়েছেন ট্র্যাব অ্যাওয়ার্ড-২০২৪।
আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
১৬ মিনিট আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
৩৩ মিনিট আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৬ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
৬ ঘণ্টা আগে