বিনোদন রিপোর্টার
প্রথম অ্যালবাম নিয়ে আসছেন ‘যদি আবার’ গান দিয়ে সাড়া তোলা গায়ক এনজেল নূর। সাতটি গান নিয়ে তৈরি ‘প্রাণ-ত’ শিরোনামের অ্যালবাম প্রকাশ হবে অক্টোবরের শেষে। ২০১৯ সালের ডিসেম্বর থেকে গান গাওয়া শুরু করেন এনজেল। চার বছরের ক্যারিয়ারে এক বছর আগে ‘যদি আবার’ দিয়ে প্রথম মৌলিক গান প্রকাশ করেন তিনি। প্রথম গান দিয়েই পরিচিতি পান এই শিল্পী। গানটি প্রশংসা পেয়েছে ভারতের সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের কাছ থেকেও।
চলতি বছরের মে মাসে প্রকাশ পায় এই শিল্পীর আরেকটি গান ‘তিল’। এবার অ্যালবাম নিয়ে আসছেন নূর। নূর এখন পর্যন্ত প্রায় ৩৬টি গান লিখেছেন ও সুর করেছেন। এর মধ্যে বাছাই করা সাতটি গান আসছে ‘প্রাণ-ত’ অ্যালবামে। গানগুলো হলো ‘মায়াফুল’, ‘বন্ধুনামা’, ‘ইচ্ছে’, ‘কিছু কথা’, ‘প্রাণ-ত’সহ আরো কিছু গান।
নিজের প্রথম অ্যালবাম নিয়ে নূর বলেন, ‘আমার তো অনেকগুলো গান লেখা রয়েছে, আমি এক-দুটা করে গান দিচ্ছি, এটা নাকি মানুষের চাহিদা পূরণ হচ্ছে না। আমিও ভাবলাম একটা একটা করে গান রেডি করার থেকে অসংখ্য গান একসঙ্গে করে ফেলি। সেই চিন্তা থেকে সাতটি গান নিয়ে একটা অ্যালবাম তৈরি করার ইচ্ছে রয়েছে। অ্যালবামের নাম হচ্ছে প্রাণ-ত, এই শব্দের অর্থ প্রাণের কাছে, আমার গানগুলো যেমন প্রাণ জুড়ানো, সেই জায়গা থেকে নামটি দেওয়া।’
গানের কথা, সুর করেছেন এনজেল নূর; প্রযোজনায় ‘এনজেল নূর অ্যান্ড ব্যান্ড’, সংগীতায়োজনে রয়েছেন আসিফ আহমেদ। গানের প্রচার নিয়ে নূর বলেন, অক্টোবরে আমার জন্মদিন। জন্মদিন ঘিরে অক্টোবরে ২০ থেকে ৩০ তারিখের মধ্যে গানগুলো স্পটিফাইয়ে প্রচারের ইচ্ছে রয়েছে, এরপর মিউজিক ভিডিও আকারে প্রকাশ পাবে। চট্টগ্রামে জন্ম ও বেড়ে ওঠা নূরের। সেখান থেকে স্কুল-কলেজ শেষ করে ২০১৭ সালে ঢাকায় আসেন। নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন নূর।
প্রথম অ্যালবাম নিয়ে আসছেন ‘যদি আবার’ গান দিয়ে সাড়া তোলা গায়ক এনজেল নূর। সাতটি গান নিয়ে তৈরি ‘প্রাণ-ত’ শিরোনামের অ্যালবাম প্রকাশ হবে অক্টোবরের শেষে। ২০১৯ সালের ডিসেম্বর থেকে গান গাওয়া শুরু করেন এনজেল। চার বছরের ক্যারিয়ারে এক বছর আগে ‘যদি আবার’ দিয়ে প্রথম মৌলিক গান প্রকাশ করেন তিনি। প্রথম গান দিয়েই পরিচিতি পান এই শিল্পী। গানটি প্রশংসা পেয়েছে ভারতের সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের কাছ থেকেও।
চলতি বছরের মে মাসে প্রকাশ পায় এই শিল্পীর আরেকটি গান ‘তিল’। এবার অ্যালবাম নিয়ে আসছেন নূর। নূর এখন পর্যন্ত প্রায় ৩৬টি গান লিখেছেন ও সুর করেছেন। এর মধ্যে বাছাই করা সাতটি গান আসছে ‘প্রাণ-ত’ অ্যালবামে। গানগুলো হলো ‘মায়াফুল’, ‘বন্ধুনামা’, ‘ইচ্ছে’, ‘কিছু কথা’, ‘প্রাণ-ত’সহ আরো কিছু গান।
নিজের প্রথম অ্যালবাম নিয়ে নূর বলেন, ‘আমার তো অনেকগুলো গান লেখা রয়েছে, আমি এক-দুটা করে গান দিচ্ছি, এটা নাকি মানুষের চাহিদা পূরণ হচ্ছে না। আমিও ভাবলাম একটা একটা করে গান রেডি করার থেকে অসংখ্য গান একসঙ্গে করে ফেলি। সেই চিন্তা থেকে সাতটি গান নিয়ে একটা অ্যালবাম তৈরি করার ইচ্ছে রয়েছে। অ্যালবামের নাম হচ্ছে প্রাণ-ত, এই শব্দের অর্থ প্রাণের কাছে, আমার গানগুলো যেমন প্রাণ জুড়ানো, সেই জায়গা থেকে নামটি দেওয়া।’
গানের কথা, সুর করেছেন এনজেল নূর; প্রযোজনায় ‘এনজেল নূর অ্যান্ড ব্যান্ড’, সংগীতায়োজনে রয়েছেন আসিফ আহমেদ। গানের প্রচার নিয়ে নূর বলেন, অক্টোবরে আমার জন্মদিন। জন্মদিন ঘিরে অক্টোবরে ২০ থেকে ৩০ তারিখের মধ্যে গানগুলো স্পটিফাইয়ে প্রচারের ইচ্ছে রয়েছে, এরপর মিউজিক ভিডিও আকারে প্রকাশ পাবে। চট্টগ্রামে জন্ম ও বেড়ে ওঠা নূরের। সেখান থেকে স্কুল-কলেজ শেষ করে ২০১৭ সালে ঢাকায় আসেন। নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন নূর।
জাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
৩৩ মিনিট আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
১ ঘণ্টা আগেআলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৩ ঘণ্টা আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
৩ ঘণ্টা আগে