আসছে তরুণদের নতুন ভাবনার সিনেমা 'লিটল মিস ক্যাওস'

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১৮: ২৭
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১৮: ৫১

তরুণ নির্মাতা মাহমুদা সুলতানা রীমা নির্মিত চরকি অরিজিনাল ’লিটল মিস ক্যাওস’ ফিল্মটি মুক্তি পাচ্ছে আগামীকাল ৮ অক্টোবর রাত ১২টা ১ মিনিটে (৯ অক্টোবর)। এক ঝাঁক নবীন শিল্পীদের নিয়ে ওয়েব ফিল্মটিতে রোমান্স, কমেডি এবং ক্যাওসের গল্প উঠে এসেছে নতুন ভাবনায়।

ফিল্মটিতে অভিনয় করেছেন হোসনে আরা আলি নার্গিস, আছেন দীপা খন্দকার, রফিউল কাদের রুবেল, সাদিকা স্বর্ণা, মহাম্মাদ বাদল শিকদার, নাহিন শফিক, ফারিহা রাহমান। তবে সিনেমাটির প্রাণ ভ্রমরা ইরা, মারুফ এবং তার বন্ধুরা।

বিজ্ঞাপন

চরকি অরিজিনাল ফিল্ম ’লিটল মিস ক্যাওস’ এর গল্প ইরাকে নিয়ে। মেয়েটি বয়সে ছোট, স্বাভাবিকভাবে তার অভিজ্ঞতাও কম। তার চারপাশের জগৎটা বেশ ক্যাওটিক, তার বেড়ে ওঠাটাও। তাই সে নিজেও খানিকটা ক্যাওটিক। এসব কারণেই ফিল্মটির নাম ’লিটল মিস ক্যাওস’। গল্পে ইরা খুব ফ্যাশন সচেতন। মেয়েটি মূলত তার ক্যাওস স্বভাবটা সাজ–পোশাকে আড়াল করতে চায়।

ইরা চরিত্রে অভিনয় করেছেন সাদনিমা বিনতে নোমান। এটি তার প্রথম ওয়েব ফিল্ম। নবীন এ অভিনেত্রী জানান, গল্পটি তরুণদের খুব ভালো লাগবে। সাদনিমা বলেন, ’এ জেনারেশনের দর্শকদের মধ্যে আমিও একজন। আমি ছাড়া অন্যরা জারা কাজ করেছেন তারাও তরুণ। এ গল্পে রোমান্স আছে, কমেডি–সার্কাজম আছে। আর আমিই যেহেতু ’লিটল মিস কেওস’, শুটিংয়ের সময় অনস্ক্রিন–অফস্ক্রিন ক্যাওস করে বেরিয়েছি। মজা করে কাজটি করেছি, আশা করছি ভালোও হয়েছে।

ইরার সঙ্গে একই বিশ্ববিদ্যালয়ে পড়ে মারুফ। সচ্ছল পরিবারের সন্তান হলেও মারুফ নিজে কিছু করতে চায়। তাই লেখাপড়ার পাশাপাশি ফুড কার্টে (খাবারের গাড়ি) খাবার বিক্রি করে সে। বিশ্ববিদ্যালয়ে ইরার ক্যাওস তৈরির একমাত্র উপলক্ষ্য সে। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ’লিটল মিস ক্যাওস’–এর ট্রেলার ও স্পার্ক। সেসব ভিডিওতে কিছুটা হলেও পাওয়া গেছে ইরা ও মারুফের রসায়ন। বন্ধুত্ব, ঝগড়া, ভুল বোঝাবুঝি– সবই প্রকাশ পেয়েছে তাদের সংলাপে।

মারুফ চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী। তিনি মনে করেন রোমান্স, কমেডি একটু ভিন্নভাবে এসেছে এই ফিল্মে। নাওভী বলেন, ’এই ফিল্মে একটু একটু করে সবকিছুই এসেছে। ফান, ড্রামা, দুষ্টুমি, রোমান্স, বন্ধুত্বসহ নানা অনুভূতির সুন্দর মিশ্রণ হয়েছে সিনেমায়। দর্শকদের চোখ ফেরাবার সুযোগ নেই। আশা করছি দর্শকদের খুবই ভালো লাগবে। এটা বলার সাহস পাচ্ছি, কারণ আমরা যখন শুটিং করেছি তখনই মনে হচ্ছিল কাজটা মজা হচ্ছে। আমার চরিত্রটাও ডিফরেন্ট এখানে। আমি সাধারণত এনার্জিটিক, ফান লাভিং কাজ করেছি। কিন্তু ’লিটল মিস ক্যাওস’– এ আমি একটু ধীরস্থির। চ্যালেঞ্জ ছিল, তাই কাজটি করে মজা লেগেছে।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত