আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অনির্বাণে ইকবাল খন্দকারের অতিথি ফারুক আহমেদ

বিনোদন রিপোর্টার
অনির্বাণে ইকবাল খন্দকারের অতিথি ফারুক আহমেদ

জিটিভির এই ব্যতিক্রমধর্মী আয়োজনটি উপস্থাপনা করছেন কথাসাহিত্যিক ইকবাল খন্দকার। শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিত্বদের জীবন ও কর্ম নিয়ে ধারাবাহিকভাবে সাজানো হচ্ছে অনুষ্ঠানটি। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে এবারের পর্বে অতিথি হিসেবে এসেছেন ফারুক আহমেদ, যিনি দীর্ঘদিন ধরে মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে সুনামের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন। আজ জিটিভিতে প্রচারিত হচ্ছে ইকবাল খন্দকারের উপস্থাপনায় নিয়মিত অনুষ্ঠান শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ-এর ৩৪তম পর্ব।

আলোঘর প্রকাশনা নিবেদিত এই অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত থাকছেন জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ। জিটিভির এই ব্যতিক্রমধর্মী আয়োজনটি উপস্থাপনা করছেন কথাসাহিত্যিক ইকবাল খন্দকার। শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিত্বদের জীবন ও কর্ম নিয়ে ধারাবাহিকভাবে সাজানো হচ্ছে অনুষ্ঠানটি। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে এবারের পর্বে অতিথি হিসেবে এসেছেন ফারুক আহমেদ, যিনি দীর্ঘদিন ধরে মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে সুনামের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন।

বিজ্ঞাপন

এই পর্বে একান্ত আলাপচারিতায় ফারুক আহমেদ তুলে ধরেছেন অভিনয়ের সঙ্গে তার নিবিড় সম্পৃক্ততার নেপথ্যের নানা গল্প। অভিনয় জীবনের অভিজ্ঞতা, ব্যক্তিগত ভাবনা এবং শিল্পী হয়ে ওঠার পথচলার কিছু অজানা অধ্যায়ও উঠে এসেছে এই আলোচনায়, যা দর্শকদের জন্য হতে পারে ভিন্নরকম এক অভিজ্ঞতা।

অনুষ্ঠানটির উদ্দেশ্য প্রসঙ্গে ইকবাল খন্দকার বলেন, ‘আমরা আমাদের শিল্প-সংস্কৃতি অঙ্গনের বরেণ্য মানুষগুলোর সৃষ্টিশীল কাজের সঙ্গেই কেবল পরিচিত। তবে তাদের ব্যক্তিজীবন সম্পর্কে একটু কমই জানি। এই অনুষ্ঠান মূলত তাদের কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিজীবন সম্পর্কে জানানোর আয়োজন। যে কারণে ইতোমধ্যেই অনুষ্ঠানটি দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। আশা করি এই পর্বটিও দর্শকপ্রিয়তা পাবে।’ অন্যদিকে, অতিথি ফারুক আহমেদ বলেন, ‘আমরা যারা অভিনয়ের মানুষ, তারা অভিনয় করেই একজীবন কাটিয়ে দিই। নিজের কথা আর সেভাবে শোনানো হয় না। তবে এই অনুষ্ঠানটিতে নিজের কথা বলেছি মন খুলে। আশা করি দর্শকের ভালো লাগবে।’

উল্লেখ্য, শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ-এর এই বিশেষ পর্বটি আগামীকাল রাত ৮টা ৩০ মিনিটে জিটিভিতে প্রচারিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন