
বিনোদন রিপোর্টার

আসছে বিয়ের মৌসুম। রীতি–রেওয়াজের পাশাপাশি বিয়ের প্রতিটি আয়োজনে সংগীত এখন অন্যতম প্রধান অনুষঙ্গ। আর তাই নতুন গান নিয়ে এসেছেন সময়ের আলোচিত তরুণ সংগীতশিল্পী মুজা। গানের নাম ’মাইয়া’। সঙ্গে আছেন আরেক তরুণ শিল্পী সানজানা।
গানটির কথা এমন-‘মাইয়ার কথা আমার এতো ভালো লাগিল/ পোলা আমার কথা শুইনা প্রেম জাগিল’। মুজা জানান, গানটিতে একজন নারীর সৌন্দর্যের চেয়ে ব্যক্তিত্বকে প্রাধান্য দেওয়ার চেষ্টা রয়েছে। তিনি বলেন, ‘আমরা সাধারণত কারও সৌন্দর্যে আবিষ্ট হই। কথা বলার পর সেই ভালোলাগা আরও বেড়ে যেতে পারে ব্যক্তিত্বর কারণে। সেটাই গানের কথায় রাখতে চেয়েছি আমরা।’
‘মাইয়া’ গানটি তৈরির গল্পটা জানাতে গিয়ে মুজা বলেন, ‘উৎসব (বিয়ে) মৌসুমের কথা চিন্তা করেই গানটি করা। এটি আমার কাছে খুবই স্পেশাল, কারণ গানটিতে আমার কণ্ঠে কোনো প্রতিধ্বনি ব্যবহার করা হয়নি। নতুন আওয়াজটা শ্রোতাদের শোনাতে চেয়েছি। গানটি পপ জনরার, সঙ্গে কাওয়ালির ভাবটা আছে। সানজানার কণ্ঠ আমার কাছে ভালো লেগেছে জন্যই তার সঙ্গে কাজ করা। তবে আমি জানতাম না যে সে একজন অসাধারণ নৃত্যশিল্পী!’
সংগীতশিল্পী হিসেবে মুজা আরও আগেই পরিচিতি পেয়েছেন। কিছুটা নতুন হলেও দর্শকদের নজর কেড়েছেন ‘মাইয়া’ গানের কণ্ঠশিল্পী ও মডেল সানজানা। তরুণ ও নবীন এ শিল্পী তার সম্পর্কে জানান, ছয় বছর বয়স থেকে গান শিখছেন সানজানা। এখন ব্যবসার কাজে ব্যস্ত থাকলেও সুযোগ পেলেই গানের চর্চা করেন। গানটি তৈরির পরিকল্পনার কথা জানিয়ে সানজানা বলেন, ’মুজার প্রথম গান প্রকাশের সময় থেকেই আমরা পরিচিত। ”মাইয়া” গান তৈরির শুরুটা সিনেমার দৃশ্যের মতোই। হঠাৎ কেউ অন্ধকার স্টুডিওর দরজা খুলে বের হলেন, সঙ্গে সঙ্গে আমাদের শুভেচ্ছা বিনিময় হলো, তারপরেই দেখলাম আমরা গানটি নিয়ে কাজ শুরু করে দিয়েছি।’
‘মাইয়া’ গানটির কথা লিখেছেন মুজা ও বাঁধন। এর সংগীত প্রযোজনা করেছেন মুজা ও ডেডবানি, সংগীতায়োজন করেছেন মুজা। সহ নৃত্যশিল্পীরা ছিলেন আরএস প্রোডাকশন থেকে। গানটি প্রকাশ পেয়েছে ৮ নভেম্বর। এই প্রতিবেদন লেখা গানটি দেখেছেন ও শুনেছেন ৫০ হাজার দর্শক–শ্রোতা।

আসছে বিয়ের মৌসুম। রীতি–রেওয়াজের পাশাপাশি বিয়ের প্রতিটি আয়োজনে সংগীত এখন অন্যতম প্রধান অনুষঙ্গ। আর তাই নতুন গান নিয়ে এসেছেন সময়ের আলোচিত তরুণ সংগীতশিল্পী মুজা। গানের নাম ’মাইয়া’। সঙ্গে আছেন আরেক তরুণ শিল্পী সানজানা।
গানটির কথা এমন-‘মাইয়ার কথা আমার এতো ভালো লাগিল/ পোলা আমার কথা শুইনা প্রেম জাগিল’। মুজা জানান, গানটিতে একজন নারীর সৌন্দর্যের চেয়ে ব্যক্তিত্বকে প্রাধান্য দেওয়ার চেষ্টা রয়েছে। তিনি বলেন, ‘আমরা সাধারণত কারও সৌন্দর্যে আবিষ্ট হই। কথা বলার পর সেই ভালোলাগা আরও বেড়ে যেতে পারে ব্যক্তিত্বর কারণে। সেটাই গানের কথায় রাখতে চেয়েছি আমরা।’
‘মাইয়া’ গানটি তৈরির গল্পটা জানাতে গিয়ে মুজা বলেন, ‘উৎসব (বিয়ে) মৌসুমের কথা চিন্তা করেই গানটি করা। এটি আমার কাছে খুবই স্পেশাল, কারণ গানটিতে আমার কণ্ঠে কোনো প্রতিধ্বনি ব্যবহার করা হয়নি। নতুন আওয়াজটা শ্রোতাদের শোনাতে চেয়েছি। গানটি পপ জনরার, সঙ্গে কাওয়ালির ভাবটা আছে। সানজানার কণ্ঠ আমার কাছে ভালো লেগেছে জন্যই তার সঙ্গে কাজ করা। তবে আমি জানতাম না যে সে একজন অসাধারণ নৃত্যশিল্পী!’
সংগীতশিল্পী হিসেবে মুজা আরও আগেই পরিচিতি পেয়েছেন। কিছুটা নতুন হলেও দর্শকদের নজর কেড়েছেন ‘মাইয়া’ গানের কণ্ঠশিল্পী ও মডেল সানজানা। তরুণ ও নবীন এ শিল্পী তার সম্পর্কে জানান, ছয় বছর বয়স থেকে গান শিখছেন সানজানা। এখন ব্যবসার কাজে ব্যস্ত থাকলেও সুযোগ পেলেই গানের চর্চা করেন। গানটি তৈরির পরিকল্পনার কথা জানিয়ে সানজানা বলেন, ’মুজার প্রথম গান প্রকাশের সময় থেকেই আমরা পরিচিত। ”মাইয়া” গান তৈরির শুরুটা সিনেমার দৃশ্যের মতোই। হঠাৎ কেউ অন্ধকার স্টুডিওর দরজা খুলে বের হলেন, সঙ্গে সঙ্গে আমাদের শুভেচ্ছা বিনিময় হলো, তারপরেই দেখলাম আমরা গানটি নিয়ে কাজ শুরু করে দিয়েছি।’
‘মাইয়া’ গানটির কথা লিখেছেন মুজা ও বাঁধন। এর সংগীত প্রযোজনা করেছেন মুজা ও ডেডবানি, সংগীতায়োজন করেছেন মুজা। সহ নৃত্যশিল্পীরা ছিলেন আরএস প্রোডাকশন থেকে। গানটি প্রকাশ পেয়েছে ৮ নভেম্বর। এই প্রতিবেদন লেখা গানটি দেখেছেন ও শুনেছেন ৫০ হাজার দর্শক–শ্রোতা।

আগামীকাল ১৩ নভেম্বর নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী। প্রয়াত এই কিংবদন্তীর বহু নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন ডা. এজাজ।
১ ঘণ্টা আগে
ছোট পর্দায় আবারো জুটি হিসেবে দেখা মিলল তাসনুভা তিশা ও আরশ খানের। সম্প্রতি এ জুটির নতুন নাটক ‘কেউ একজন তুমি’ প্রকাশ পেয়েছে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে।
২ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বেড়েছে পাকিস্তানি তারকাদের আনাগোনা। গত সেপ্টেম্বরে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বাংলাদেশে এসেছিলেন। অন্যদিকে আগামী ১৪ নভেম্বর বাংলাদেশে পারফর্ম করবেন পাকিস্তানি ব্যান্ড জুনুন। আর এবার আলোচনায় পাকিস্তানি আরেক জনপ্রিয় মুখ আহাদ রাজা মীর।
২ ঘণ্টা আগে
রাজধানীর অদূরে পূবাইলের একটি শুটিং হাউজে গুনী নাট্যনির্মাতা সকাল আহমেদ নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘আবীরের বাড়ি ফেরা’। নাটকটি রচনা করেছেন সেজান নূর। নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা তন্ময় সোহেল।
১ দিন আগে