আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অর্থ আত্মসাৎ মামলা থেকে অব্যাহতি পেলেন মেহজাবীন

বিনোদন রিপোর্টার

অর্থ আত্মসাৎ মামলা থেকে অব্যাহতি পেলেন মেহজাবীন

আলোচিত সেই ২৭ লাখ টাকা আত্মসাৎ মামলা থেকে অবশেষে মুক্তি পেলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী। অভিযোগের সত্যতা না পাওয়ায় আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে শুনানি শেষে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার বিষয়ে মেহজাবীন ও আলিশানের জবাব দাখিলের জন্য আজ দিন ধার্য ছিল। জবাব দাখিলের পর উভয় পক্ষের শুনানি গ্রহণ করে আদালত তাদের মামলা থেকে অব্যাহতির আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার বলেন, ‘আমরা দুজনের পক্ষে আদালতে জবাব দাখিল করেছি। আদালতকে স্পষ্ট জানিয়েছি, মামলার এজাহারে বর্ণিত ৭৯ লাইনের বক্তব্য সম্পূর্ণ সাজানো ও মনগড়া। বাদীর সঙ্গে মেহজাবীন চৌধুরী বা তার ভাইয়ের কোনো দেখাই হয়নি। তাই হুমকি-ধমকি বা ভয়ভীতি প্রদর্শনের কোনো প্রশ্নই আসে না। আদালত আমাদের যুক্তি গ্রহণ করে তাদের অব্যাহতি দিয়েছেন।’

মামলাটির বাদী আমিরুল ইসলাম। তিনি ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭(৩) ধারায় মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, বাদী আমিরুল ইসলামের সঙ্গে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর দীর্ঘদিনের পরিচয় ছিল। সেই সূত্রে মেহজাবীনের নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার হওয়ার কথা বলে তিনি ২৭ লাখ টাকা দেন। তবে দীর্ঘদিন পার হলেও ব্যবসায়িক কার্যক্রম শুরু না করায় তিনি টাকা ফেরত চাইতে থাকেন।

পরবর্তী সময়ে গত ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে গেলে তারা ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন। ওইদিন ঘটনাস্থলে গেলে মেহজাবীন ও তার ভাইসহ আরও অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় তারা বাদীকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন।

তখন বাদী বাদী আমিরুল ইসলাম বিষয়টি সমাধানের জন্য ভাটারা থানায় যান। থানা-পুলিশ তাঁকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। এরপর তিনি ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭ (৩) ধারায় মামলাটি করেছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন