বিনোদন রিপোর্টার
অভিনয় জীবনের সফলতার এক যুগে বহু চ্যালেঞ্জিং গল্পের নাটকে অভিনয় করেছেন এই প্রজন্মের অন্যতম আলোচিত জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। বহুমাত্রিক চরিত্রে অনবদ্য অভিনয় করে তিনি দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন। তবে এবারই প্রথম তানিয়া বৃষ্টি তার মনের মতো চরিত্রে অভিনয় করেছেন।
আওরঙ্গজেবের রচনায় ও মেধাবী নাট্যনির্মাতা তুহিন হোসেনের পরিচালনায় ‘জয়িতার দিনরাত্রি’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। নাটকে আরো অভিনয় করেছেন জীবন, প্রান্ত আবিদ, আশরাফুল আশিষসহ আরো অনেকেই।
নাটকটি আগামীকাল সোমবার বিকেল তিনটায় এনটিভির ইউটিউব চ্যানেলে নাকটি প্রচারে আসবে।
তানিয়া বৃষ্টি বলেন, ‘এবারই প্রথম আমি নারী কেন্দ্রিক গল্পের নাটকে অভিনয় করেছি। তুহিন ভাই সবসময়ই চেয়েছেন আমি যেন একটু ভিন্ন ঘরানার গল্পের নাটকে কাজ করি। তিনি ঠিক তেমনই স্ক্রিপ্ট নিয়ে এসেছেন আমার কাছে যা আমার কাছেও প্রত্যাশার থাকে তার কাছে। তো জয়িতার দিনরাত্রি নাটকটির গল্প তেমনি চ্যালেঞ্জিং। আমি নাটকে কয়েকটি চরিত্রে নিজেকে ভেঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি। যেহেতু প্রথম বার নারীকেন্দ্রিক গল্পের নাটকে কাজ করেছি, তাই আমারও পূর্ণ মনোযোগ ছিল কাজটি নিয়ে। একটুও ছাড় দেইনি আমি গল্পটা শতভাগ ফুটিয়ে তুলতে। তুহিন ভাইও অনেক শ্রম দিয়েছেন।‘
এই নাটকটি নিয়ে বৃষ্টির প্রত্যাশা ভীষণ রকমের। তিনি বলেন, ‘আমার বিশ্বাস নাটকটি দর্শকের ভীষণ ভালোলাগবে। ধন্যবাদ পুরো টিমকে, কারণ গল্পটা শতভাগ ফুটিয়ে তোলার জন্য পুরো টিমও অনেক কষ্ট করেছে। দর্শকের ভালোলাগার জন্যই আমি আমরা অনেক কষ্ট করি। দর্শকের যদি এই গল্প, এই নির্মাণ এবং সর্বোপরি আমার অভিনয় ভালোলাগে, তাহলেও কষ্ট স্বার্থক।’
এরইমধ্যে বৃষ্টি নাজমুল রনির নির্দেশনায় ‘পার্সেল’ নামের একটি নাটকের কাজ শেষ করেছেন। এছাড়াও তিনি এরইমধ্যে অনন্য ইমন, মহিন খানের নির্দেশনাতেও আরো দুটি নাটকের কাজ শেষ করেছেন।
অভিনয় জীবনের সফলতার এক যুগে বহু চ্যালেঞ্জিং গল্পের নাটকে অভিনয় করেছেন এই প্রজন্মের অন্যতম আলোচিত জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। বহুমাত্রিক চরিত্রে অনবদ্য অভিনয় করে তিনি দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন। তবে এবারই প্রথম তানিয়া বৃষ্টি তার মনের মতো চরিত্রে অভিনয় করেছেন।
আওরঙ্গজেবের রচনায় ও মেধাবী নাট্যনির্মাতা তুহিন হোসেনের পরিচালনায় ‘জয়িতার দিনরাত্রি’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। নাটকে আরো অভিনয় করেছেন জীবন, প্রান্ত আবিদ, আশরাফুল আশিষসহ আরো অনেকেই।
নাটকটি আগামীকাল সোমবার বিকেল তিনটায় এনটিভির ইউটিউব চ্যানেলে নাকটি প্রচারে আসবে।
তানিয়া বৃষ্টি বলেন, ‘এবারই প্রথম আমি নারী কেন্দ্রিক গল্পের নাটকে অভিনয় করেছি। তুহিন ভাই সবসময়ই চেয়েছেন আমি যেন একটু ভিন্ন ঘরানার গল্পের নাটকে কাজ করি। তিনি ঠিক তেমনই স্ক্রিপ্ট নিয়ে এসেছেন আমার কাছে যা আমার কাছেও প্রত্যাশার থাকে তার কাছে। তো জয়িতার দিনরাত্রি নাটকটির গল্প তেমনি চ্যালেঞ্জিং। আমি নাটকে কয়েকটি চরিত্রে নিজেকে ভেঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি। যেহেতু প্রথম বার নারীকেন্দ্রিক গল্পের নাটকে কাজ করেছি, তাই আমারও পূর্ণ মনোযোগ ছিল কাজটি নিয়ে। একটুও ছাড় দেইনি আমি গল্পটা শতভাগ ফুটিয়ে তুলতে। তুহিন ভাইও অনেক শ্রম দিয়েছেন।‘
এই নাটকটি নিয়ে বৃষ্টির প্রত্যাশা ভীষণ রকমের। তিনি বলেন, ‘আমার বিশ্বাস নাটকটি দর্শকের ভীষণ ভালোলাগবে। ধন্যবাদ পুরো টিমকে, কারণ গল্পটা শতভাগ ফুটিয়ে তোলার জন্য পুরো টিমও অনেক কষ্ট করেছে। দর্শকের ভালোলাগার জন্যই আমি আমরা অনেক কষ্ট করি। দর্শকের যদি এই গল্প, এই নির্মাণ এবং সর্বোপরি আমার অভিনয় ভালোলাগে, তাহলেও কষ্ট স্বার্থক।’
এরইমধ্যে বৃষ্টি নাজমুল রনির নির্দেশনায় ‘পার্সেল’ নামের একটি নাটকের কাজ শেষ করেছেন। এছাড়াও তিনি এরইমধ্যে অনন্য ইমন, মহিন খানের নির্দেশনাতেও আরো দুটি নাটকের কাজ শেষ করেছেন।
বিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
২১ মিনিট আগেজাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
১ ঘণ্টা আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
২ ঘণ্টা আগেআলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৪ ঘণ্টা আগে