অর্ধশত পর্ব পার করল ‘শাদী মোবারক’

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১৭: ২৫

পাঁচ ভাই-বোনের পারিবারিক গল্পে চলতি বছরের আগস্টে ‘শাদী মোবারক’ নামের যে নাটকটি প্রচার হয়েছিল তা অর্ধশত পর্ব পার করেছে। মাছরাঙা টেলিভিশনে চলছে নাটকটি। বিজ্ঞপ্তিতে মাছরাঙা জানিয়েছে, গতকাল প্রচার হয়েছে নাটকের ৫১তম পর্ব।

‘শাদী মোবারক’ নাটক পরিচালনা করেছেন শামীম জামান। রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন। নাটকের প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, শামীম জামান এবং আ খ ম হাসান। নাটকে দেখাচ্ছে, পাঁচ ভাই-বোনের সংসারে শামীম জামান সবার বড়। মেজো ভাই মোশাররফ করিম আর সেজো হচ্ছে আ খ ম হাসান। বড় ভাইয়ের গাত্রবর্ণ কালো হওয়ায় বিয়ে হচ্ছে না তার। বড় ভাইয়ের কারণে ছোট দুই ভাইও বিয়ে করতে পারছে না। কারণ তাদের বাবা বলে দিয়েছেন, বড় ভাই বিয়ে না করলে ছোট ভাইরা বিয়ে করতে পারবে না। যা নিয়ে বাধে বিপত্তি।

বিজ্ঞাপন

নাটকটি নিয়ে শামীম জামান জানিয়েছেন, ‘শাদী মোবারক’ একটি পারিবারিক হাস্যরসাত্মক গল্প, যেখানে দৈনন্দিন সম্পর্ক, ভুল বোঝাবুঝি ও মমতার গল্পে সাজানো হয়েছে। ‘শাদী মোবারকের’ বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন রোবেনা রেজা জুঁই, সমাপ্তি, মিম চৌধুরী, লাবণ্য লিজা, রিজমিন সেতু, জয় রাজ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত