
বিনোদন রিপোর্টার

দেশের আদর্শ তারকা দম্পতি হিসেবে যাদের বিবেচনা করা হয় তাদের মধ্যে জাহিদ হাসান-মৌ দম্পতি অন্যতম। দুই দশক ধরে সংসার করে যাচ্ছেন কিন্তু তাদের নিয়ে নেই তেমন মুখরোচক গল্প। সম্প্রতি সামাজিক অনুষ্ঠানগুলোতে একসঙ্গে দেখা যায় না এই দম্পতিকে, এতে মিডিয়ায় পাড়ার অনেকে ধরে নেন ভালো নেই তারা।
এ বিষয়ে আজ সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে স্ত্রী-সন্তান সহ একটি ছবি পোস্ট করে জাহিদ হাসান লেখেন, ‘আমরা ভালো আছি। কিছু মানুষ আছে যাদের সবসময় কিছু না কিছু বের করতে হয়। তাই তারা এমন গল্প বানায়। মৌ আমার সবকিছু দেখাশোনা করে। রান্না করে খাওয়ায়ও। সত্যি বলতে কী, আমি মায়ের মতো একটা স্ত্রী পেয়েছি।’
এর আগে, ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’ নামক একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন অভিনেতা জাহিদ হাসান। এ আলাপচারিতায় দাম্পত্য কলহের গুঞ্জন নিয়ে কথা বলেছেন তিনি। সেখানে জানান দাম্পত্য জীবনে ভালো আছেন তারা। এ সময় ‘মৌকে মায়ের মতো বউ’ বলে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘আমরা ভালো আছি। কিছু লোক তো থাকেই এমনটা ভাবার জন্য। কিছু একটা বের করা লাগবে, এজন্য এসব বলে বেড়ায়।
মৌ সম্পর্কে তিনি বলেন, ‘মানুষ এ কথাকে কীভাবে নেবে জানি না। আমি আসলেই মায়ের মতো একটা বউ পেয়েছি। মা যেভাবে আদর করে, টেক কেয়ার করে। আবার মাঝে মাঝে বিরক্তও হয়। আমাদের কখনও ইগোর সংঘাত হয় না। কারণ, সে আমার চেয়ে ভালো মনের মানুষ।’
একসঙ্গে কোথাও না যাওয়া প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘এ বিষয়ে মানুষ আসলে ঠিক কথাই বলে। একসঙ্গে তো কোথাও আসলেই যাই না। আমার শুটিং থাকে রাত করে। এত বছর শুটিংয়ের কারণেই একত্রে কোথাও যেতে পারিনি। যারা মন্তব্য করে, তারা হয়ত জানে না, আমার আপন ভাইয়ের বিয়েতেও আমি যেতে পারিনি। সেদিন আমার “বিচ্ছু” নাটকের শো ছিল বরিশালে। আমার জীবন এভাবেই শুরু হয়েছে। শুটিংয়ের জন্য শিডিউল আগে থেকে নিয়ে রাখা হয়। এর মধ্যে হঠাৎ দাওয়াত এসে পড়ে। তখন আর সেই দাওয়াতে যাওয়া যায় না। আর এখন কোনো ক্লাবে গেলে আড্ডা ছেড়ে আসতে ইচ্ছা করে না। তাই অনুষ্ঠানগুলোয় মৌ একাই যায়। সে দেশে না থাকলে আমি যাওয়ার চেষ্টা করি।’

দেশের আদর্শ তারকা দম্পতি হিসেবে যাদের বিবেচনা করা হয় তাদের মধ্যে জাহিদ হাসান-মৌ দম্পতি অন্যতম। দুই দশক ধরে সংসার করে যাচ্ছেন কিন্তু তাদের নিয়ে নেই তেমন মুখরোচক গল্প। সম্প্রতি সামাজিক অনুষ্ঠানগুলোতে একসঙ্গে দেখা যায় না এই দম্পতিকে, এতে মিডিয়ায় পাড়ার অনেকে ধরে নেন ভালো নেই তারা।
এ বিষয়ে আজ সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে স্ত্রী-সন্তান সহ একটি ছবি পোস্ট করে জাহিদ হাসান লেখেন, ‘আমরা ভালো আছি। কিছু মানুষ আছে যাদের সবসময় কিছু না কিছু বের করতে হয়। তাই তারা এমন গল্প বানায়। মৌ আমার সবকিছু দেখাশোনা করে। রান্না করে খাওয়ায়ও। সত্যি বলতে কী, আমি মায়ের মতো একটা স্ত্রী পেয়েছি।’
এর আগে, ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’ নামক একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন অভিনেতা জাহিদ হাসান। এ আলাপচারিতায় দাম্পত্য কলহের গুঞ্জন নিয়ে কথা বলেছেন তিনি। সেখানে জানান দাম্পত্য জীবনে ভালো আছেন তারা। এ সময় ‘মৌকে মায়ের মতো বউ’ বলে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘আমরা ভালো আছি। কিছু লোক তো থাকেই এমনটা ভাবার জন্য। কিছু একটা বের করা লাগবে, এজন্য এসব বলে বেড়ায়।
মৌ সম্পর্কে তিনি বলেন, ‘মানুষ এ কথাকে কীভাবে নেবে জানি না। আমি আসলেই মায়ের মতো একটা বউ পেয়েছি। মা যেভাবে আদর করে, টেক কেয়ার করে। আবার মাঝে মাঝে বিরক্তও হয়। আমাদের কখনও ইগোর সংঘাত হয় না। কারণ, সে আমার চেয়ে ভালো মনের মানুষ।’
একসঙ্গে কোথাও না যাওয়া প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘এ বিষয়ে মানুষ আসলে ঠিক কথাই বলে। একসঙ্গে তো কোথাও আসলেই যাই না। আমার শুটিং থাকে রাত করে। এত বছর শুটিংয়ের কারণেই একত্রে কোথাও যেতে পারিনি। যারা মন্তব্য করে, তারা হয়ত জানে না, আমার আপন ভাইয়ের বিয়েতেও আমি যেতে পারিনি। সেদিন আমার “বিচ্ছু” নাটকের শো ছিল বরিশালে। আমার জীবন এভাবেই শুরু হয়েছে। শুটিংয়ের জন্য শিডিউল আগে থেকে নিয়ে রাখা হয়। এর মধ্যে হঠাৎ দাওয়াত এসে পড়ে। তখন আর সেই দাওয়াতে যাওয়া যায় না। আর এখন কোনো ক্লাবে গেলে আড্ডা ছেড়ে আসতে ইচ্ছা করে না। তাই অনুষ্ঠানগুলোয় মৌ একাই যায়। সে দেশে না থাকলে আমি যাওয়ার চেষ্টা করি।’

চলতি বছরের জুলাইতে ’দম’ সিনেমায় যুক্ত হন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তখন থেকেই নায়িকা কে হবে তা নিয়ে ছিল ধোঁয়াশা। এবার সেই জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত বুধবার সিনেমার মহরত অনুষ্ঠানে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয় অভিনেত্রী পূজা চেরিকে।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের ব্যান্ডসংগীতের অন্যতম জনপ্রিয় শিল্পী নকীব খান। স্কুলছাত্র থাকা অবস্থায় ব্যান্ডের পথে যাত্রা শুরু করেন। প্রথমে চট্টগ্রামের স্থানীয় ব্যান্ড ‘বালার্ক’, পরবর্তীতে ‘সুরেলা’ থেকে যোগ দেন ‘সোলস’-এ। প্রায় দশ বছর ছিলেন ঐতিহ্যবাহী এই ব্যান্ডে।
১৪ ঘণ্টা আগে
২০২৩ সালের ডিসেম্বরে জানানো হয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনি নির্মাণ করতে যাচ্ছেন ’দম’, আর এই সিনেমায় অভিনয় করবেন অভিনেতা চঞ্চল চৌধুরী। চলতি বছরের জুলাইতে সিনেমাটিতে যুক্ত হন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।
১৪ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার একটি অতিপ্রাকৃত ভৌতিক সিনেমা ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’। গত জুলাইয়ে ইন্দোনেশিয়ায় মুক্তির পর বেশ আলোচনা তৈরি করে সিনেমাটি। এরপর আন্তর্জাতিকভাবে মুক্তি পায় ২৫ সেপ্টেম্বর।
১৪ ঘণ্টা আগে