এডিনবার্গ উৎসবে সৌদি নাটক 'দ্য হুপ'-এর প্রিমিয়ার

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ২০: ৩৭

এডিনবার্গ ফেস্টিভ্যাল ফ্রিংজ এর অংশ হিসেবে স্কটিশ রাজধানীতে ফাহাদ আল-দোসারির পরিচালনায় সৌদি নাটক ‘দ্য হুপ’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।

এডিনবার্গ ফেস্টিভ্যাল হল বিশ্বের বৃহত্তম থিয়েটার পোগ্রামগুলোর মধ্যে একটি। এ বছর এই উৎসবটি উদযাপন করছে সাংস্কৃতিক বৈচিত্র্য, যেখানে ২৫৬টি দেশের ২,০০০ জনেরও বেশি শিল্পী এবং ৩,৩৫০টি পরিবেশনা অংশগ্রহণ করছে।

বিজ্ঞাপন

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি থিয়েটার এবং পারফর্মিং আর্টস কমিশনের সহায়তায়, এই নাটকটি বিশ্ব মঞ্চে রাজ্যের ক্রমবর্ধমান উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক সৃষ্টি করেছে।

৫ আগস্ট পর্যন্ত চলমান, এই প্রযোজনাটি সেতার প্রোগ্রামের একটি অংশ, যা মূলত স্থানীয় থিয়েটারকে সমর্থন করে এবং উদীয়মান সৌদি প্রতিভাকে উৎসাহিত করতে কমিশন কর্তৃক চালু করা হয়।

ইংরেজি অনুবাদে উপস্থাপিত, নাটকটি আধুনিক মানব জীবনের বিষণ্ন মুহূর্তকে তুলে ধরে। বিভিন্ন প্রতীকীর মাধ্যমে নাটকটির অস্তিত্বগত উদ্বেগ তুলে ধরা হয়।

এর আগে নাটকটি ২০২৪ সালে দ্বিতীয় রিয়াদ থিয়েটার ফেস্টিভ্যালে বেস্ট কনটেমপরারি শো পুরস্কার জিতেছিল এবং সম্প্রতি ফ্রান্সের ৭৯তম অ্যাভিগন উৎসবে প্রদর্শিত হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত