বিনোদন রিপোর্টার
আবেগ, দ্বন্দ্ব, অপরাধবোধ ও ভালোবাসার টানাপোড়েন ঘিরে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘সুখ পাখি’। একগুচ্ছ অভিনয়শিল্পী নিয়ে পারিবারিক গল্পের এই ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। আরটিভিতে প্রচার হচ্ছে নাটকটি। বিজ্ঞপ্তিতে আরটিভি জানিয়েছে, প্রতি সপ্তাহের শুক্র থেকে রোববার রাত ৯টা ২০ মিনিটে দেখা যাবে নাটকটি।
নাটকের চিত্রনাট্যে দেখানো হয়েছে, ছয় বছর ধরে নিখোঁজ প্রবাসী স্বামী জাহিদের অপেক্ষা করছে মিলি। পরিবারের সবাই ভেবে নিয়েছে জাহিদ আর বেঁচে নেই; বেঁচে থাকলে অন্তত একবার হলেও যোগাযোগ করত। কিন্তু মিলির দৃঢ় বিশ্বাস জাহিদ একদিন না একদিন ফিরে আসবেই। তাদের ছোট একটি মেয়ে রয়েছে যার নাম টিয়া। জন্মের আগেই বাবাকে হারানো টিয়া জানেই না জাহিদের কথা। ছোট চাচা শুভকেই সে বাবা বলে জানে, আর শুভও পিতৃস্নেহ দিয়ে বড় করছে টিয়াকে। কিন্তু মিলির বাবা চান, মেয়েটি নতুন করে জীবন শুরু করুক। তিনি জাহিদের মাকে বোঝান মিলির জীবন থেমে থাকতে পারে না। জাহিদের মা প্রস্তাব দেন মিলির সঙ্গে শুভর বিয়ে দিতে।
এদিকে শুভ ছোটবেলা থেকেই প্রতিশ্রুত ছিল চাচাতো বোন মিমির সঙ্গে। ফলে পরিবারে শুরু হয় দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি ও অশান্তি। কিন্তু শেষ পর্যন্ত ছোট্ট টিয়ার ভবিষ্যতের কথা ভেবে মিলি ও শুভ রাজি হয় বিয়েতে। শুভ কখনো ভাবেনি বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে তার বিয়ে হবে, আর মিলিও শুভকে ছোট ভাইয়ের মতোই জেনেছে সব সময়। কিন্তু বিয়ের মাত্র দুই দিন পরেই ফিরে আসে জাহিদ। ছয় বছর পর পরিবারের দরজায় দাঁড়ানো জাহিদকে দেখে সবাই স্তব্ধ। এভাবেই এগিয়ে যাবে নাটকের গল্প।
পরিচালক বিপ্লব হায়দার বলেন, ‘এমন অনেক ঘটনা মানুষের জীবনে ঘটে যায়। যা অপ্রত্যাশিত, পাশাপাশি আবেগের। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এ্যালেন শুভ্র, মুনতাহা, নাদিয়া আহমেদ, মুকিত জাকারিয়া, মীম চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, ফারুক আহমেদ, শারমিন শর্মীসহ অনেকে।
আবেগ, দ্বন্দ্ব, অপরাধবোধ ও ভালোবাসার টানাপোড়েন ঘিরে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘সুখ পাখি’। একগুচ্ছ অভিনয়শিল্পী নিয়ে পারিবারিক গল্পের এই ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। আরটিভিতে প্রচার হচ্ছে নাটকটি। বিজ্ঞপ্তিতে আরটিভি জানিয়েছে, প্রতি সপ্তাহের শুক্র থেকে রোববার রাত ৯টা ২০ মিনিটে দেখা যাবে নাটকটি।
নাটকের চিত্রনাট্যে দেখানো হয়েছে, ছয় বছর ধরে নিখোঁজ প্রবাসী স্বামী জাহিদের অপেক্ষা করছে মিলি। পরিবারের সবাই ভেবে নিয়েছে জাহিদ আর বেঁচে নেই; বেঁচে থাকলে অন্তত একবার হলেও যোগাযোগ করত। কিন্তু মিলির দৃঢ় বিশ্বাস জাহিদ একদিন না একদিন ফিরে আসবেই। তাদের ছোট একটি মেয়ে রয়েছে যার নাম টিয়া। জন্মের আগেই বাবাকে হারানো টিয়া জানেই না জাহিদের কথা। ছোট চাচা শুভকেই সে বাবা বলে জানে, আর শুভও পিতৃস্নেহ দিয়ে বড় করছে টিয়াকে। কিন্তু মিলির বাবা চান, মেয়েটি নতুন করে জীবন শুরু করুক। তিনি জাহিদের মাকে বোঝান মিলির জীবন থেমে থাকতে পারে না। জাহিদের মা প্রস্তাব দেন মিলির সঙ্গে শুভর বিয়ে দিতে।
এদিকে শুভ ছোটবেলা থেকেই প্রতিশ্রুত ছিল চাচাতো বোন মিমির সঙ্গে। ফলে পরিবারে শুরু হয় দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি ও অশান্তি। কিন্তু শেষ পর্যন্ত ছোট্ট টিয়ার ভবিষ্যতের কথা ভেবে মিলি ও শুভ রাজি হয় বিয়েতে। শুভ কখনো ভাবেনি বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে তার বিয়ে হবে, আর মিলিও শুভকে ছোট ভাইয়ের মতোই জেনেছে সব সময়। কিন্তু বিয়ের মাত্র দুই দিন পরেই ফিরে আসে জাহিদ। ছয় বছর পর পরিবারের দরজায় দাঁড়ানো জাহিদকে দেখে সবাই স্তব্ধ। এভাবেই এগিয়ে যাবে নাটকের গল্প।
পরিচালক বিপ্লব হায়দার বলেন, ‘এমন অনেক ঘটনা মানুষের জীবনে ঘটে যায়। যা অপ্রত্যাশিত, পাশাপাশি আবেগের। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এ্যালেন শুভ্র, মুনতাহা, নাদিয়া আহমেদ, মুকিত জাকারিয়া, মীম চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, ফারুক আহমেদ, শারমিন শর্মীসহ অনেকে।
বিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
২৩ মিনিট আগেজাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
১ ঘণ্টা আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
২ ঘণ্টা আগেআলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৪ ঘণ্টা আগে