সিনেমায় গান ছাড়ার সিদ্ধান্ত প্রিন্স মাহমুদের

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১৮: ১১

চলচ্চিত্রের গান নিয়ে আগামীতে কাজ করতে আর আগ্রহী নন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। তিনি মনে করছেন, সিনেমার গানে তার ‘নতুন করে কিছু আর করার নেই’; বরং অডিওর গানেই মনোযোগী হবেন বলে জানিয়েছেন। এর মধ্যে কয়েকটি সিনেমার কাজ ফিরিয়ে দিয়েছেন জানিয়ে ফেসবুকে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন প্রিন্স মাহমুদ। সেখানে তিনি লিখেছেন, ‘অনেকগুলো সিনেমার কাজ ফিরিয়ে দিয়েছি, যা অনেকেই ভাবতে পারেন না। সিনেমায় আসলে আমার নতুন কিছু দেওয়ার নেই। যে যাই বলুন, সিনেমার গান আসলে নায়ক, পরিচালকের গান হয়, আমার গান হয় না। অকারণ ক্রেডিট নেওয়ার কোনো মানে হয় না।’ সিনেমার গান তৈরিতে এক ধরনের চাপ অনুভব করেছেন বলে জানিয়েছেন প্রিন্স মাহমুদ। তিনি বলেন, ‘প্রত্যেকটা গান ঠিকঠাক করতে হবে নিজ তাগিদেই, কোনো ছাড় দেওয়া যাবে না। এ এক মানসিক চাপ। তবে সিনেমার গান করতে গিয়ে সম্মান পেয়েছি, এটা বলতেই হবে।’ অডিওর গানেই তিনি সক্রিয় থাকবেন বলে জানিয়েছেন প্রিন্স মাহমুদ।

তিনি লিখেছেন, “আমি অডিওর গানে থাকব যেখানে ‘মা’, ‘এত কষ্ট কেন ভালোবাসায়’, ‘আজ জন্মদিন তোমার’, ‘বাবা’, ‘বাংলাদেশ’, ‘তুমি বরুনা হলে’, ‘মাটি হব মাটি’, ‘আমার ছিপ নৌকোয় এসো’, ‘সোনার মেয়ে ভুবন ডাঙার হাসি’, ‘আলো’, ‘অনাগত’, ‘কবি’, ‘একাকিত্বের কোনো মানে নেই’-এর মতো গানগুলো আমার গান হবে।” অডিওর গানগুলোই তাকে পরিচিত করে তুলেছে বলে মন্তব্য করেছেন প্রিন্স মাহমুদ। ‘অডিওর গান যদি না চলে, তাহলে অনেক কিছুই নষ্ট হবে। আমাদের সেই গান বানাতে হবে, যে গান একটা লিরিক্স ভিডিওতে মানুষের কাছে পৌঁছে যাবে। নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, নিজের ভালো লাগা গান করতে হবে।’

বিজ্ঞাপন

প্রিন্স মাহমুদের লেখা-সুরে বহু গান নব্বইয়ের দশক থেকে এ পর্যন্ত শ্রোতাদের মুগ্ধ করেছে। আইয়ুব বাচ্চুর কণ্ঠে ‘বেলাশেষে ফিরে এসে’, ‘বারো মাস’; জেমসের ‘মা’, ‘বাবা’, ‘বাংলাদেশ’; হাসানের ‘এত কষ্ট কেন ভালোবাসায়’, কুমার বিশ্বজিতের ‘এক মুঠো জোছনা’ অ্যালবাম, খালিদের ‘আকাশ নীল’, পার্থ বড়ুয়ার ‘সময় আর কাটে না’ কিংবা পপগুরু আজম খানের ‘জীবনের শেষ কটা দিন’সহ কিছু জনপ্রিয় গানের স্রষ্টা প্রিন্স। বেশ কয়েক বছর বিরতির পর ২০২৩ সালে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমায় গান দিয়ে সিনেমার গানে ফেরেন তিনি। এ সিনেমার ‘ঈশ্বর’ গানটি বেশ আলোচিত হয়। এরপর একই নির্মাতার ‘রাজকুমার’ সিনেমায় তার ‘বরবাদ’ গানটিও বেশ সাড়া ফেলেছে। এরপর চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমার চারটি গান সুর করেছেন তিনি। এর মধ্যে ‘মায়া পাখি’ ও ‘যদি আলো আসতো’ গান দুটিও আলোচিত হয়েছিল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত