সৃজিতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য বাঁধনের

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২১: ০৭

অভিনেত্রী আজমেরি হক বাঁধন কলকাতার সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় প্রথম কলকাতায় কাজ করেন ২০২১ সালে ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ সিরিজে।

সিরিজটি দর্শকমহলে বিশেষ প্রশংসিত না হলেও, মুসকান জুবেরি চরিত্রে বাঁধনের অভিনয় ভাল লেগেছিল দর্শকদের। কিন্তু যে কাজ করে এত প্রশংসা, পুরস্কার, তার অভিজ্ঞতা বিশেষ সুমধুর নয় অভিনেত্রী বাঁধনের কাছে । সম্প্রতি সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে এমনটাই বলেছেন তিনি।

বিজ্ঞাপন

বাঁধন বলেন, ‘আমার সৃজিতের সঙ্গে কলকাতায় শুটিংয়ের অভিজ্ঞতা প্রচণ্ড খারাপ। ওই ইউনিটের সঙ্গে আমার অভিজ্ঞতা খুবই খারাপ। কিন্তু সেখানে যদি এমন কেউ থেকে থাকেন, যাঁরা আমাকে সাপোর্ট করেছেন, তাঁরা হলেন সিরিজের সিনেম্যাটোগ্রাফার, কেশবিন্যাসশিল্পি এবং রাহুল বোস। ওঁরা আমার পাশে থেকেছেন। ওঁদের সেই সাপোর্ট আমি সারা জীবন মনে রাখব। কারণ ওই সময়টা তো আমার জীবনে কখনও আসবে না।‘

‘রেহানা মরিয়ম নূর’-এ অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে প্রশংসা কুড়িয়েছিলেন বাঁধন। অন্যদিকে সৃজিত তাঁর ধারালো কাহিনি বলা আর ব্যতিক্রমী চরিত্র নির্মাণের জন্য সমানভাবে সমাদৃত। তাঁদের একসঙ্গে কাজ যে নিঃসন্দেহে এক অনন্য সৃজনশীল মেলবন্ধন, তা নিয়ে নিশ্চিত ছিলেন দর্শক। কিন্তু বাঁধনের এই তিক্ত অভিজ্ঞতার কথা ছিল আড়ালেই।

বাঁধন বাংলাদেশের বিনোদন জগতের এক বহুমুখী প্রতিভা। অল্প বয়সেই তিনি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে সকলের নজর কেড়েছিলেন। এরপর নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘চৈতা পাগলা’, ‘শুভ বিবাহ’, ‘চাঁদ ফুল অমাবস্যা’, ‘রং’ এবং ‘হিজিবিজি নাথিং’।

অভিনয়ের পাশাপাশি বাঁধনের আরেকটি আগ্রহের জায়গা ডেন্টাল প্র্যাকটিস। তবে শিল্পীসত্তাই তাঁকে বেশি করে টেনে এনেছে পর্দার জগতে। সাম্প্রতিক সময়ে তিনি মূলত টেলিভিশন নাটক নিয়ে ব্যস্ত থাকলেও আন্তর্জাতিক অঙ্গনেও নিজের পায়ের তলার জমি শক্ত করেছেন। ২০২৩ সালে বাঁধন বলিউডে অভিষেক করেন বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুফিয়া’ ছবির হাত ধরে। টাবু এবং আলি ফজলের মতো নামী অভিনেতাদের সঙ্গে সমানতালে অভিনয় করে পৌঁছে যান নতুন উচ্চতায়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত