বিনোদন রিপোর্টার
৭ বছরের ক্যারিয়ারে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী রাজ রিপা। সম্প্রতি নিজের ফেসবুকে ইফতেখার চৌধুরী পরিচালিত মুক্তি সিনেমা নিয়ে বিপত্তির কথা জানিয়েছেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, ক্ষোভ থেকে নিজেকে মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
সামাজিক মাধ্যমে রাজ রিপার দেয়া পোস্ট শেয়ার করেছেন নায়িকা বর্ষা। তিনিও অভিনয়কে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন।
নিজের ফেসবুকে রাজ রিপার উদ্দেশ্যে বর্ষা লেখেন, ‘স্বপ্ন মাটি চাপা দিবা দাও কিন্তু এমন স্বপ্ন মাটি চাপা দিও না যে স্বপ্ন জেগে আছে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে। তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, যার কেউ নেই তার জন্য আল্লাহ আছেন। তোমার মতো কেউ কেউ এমন কঠিন জীবন যাপন করছে এই মিডিয়ায় তা তুমি আমি ভালো করে জানি।’
তিনি আরো লেখেন, ‘আমাকে নিয়ে ভেবে দেখবা, আমি ইচ্ছা করলে নিজেই সিনেমায় ইনভেস্ট করতে পারি কিন্তু আমার কাছে এসব কিছুই আর ভালো লাগে না। আসলে ভালো মন, নরম মনের মেয়েদের জন্য এই রঙিন জীবন না রিপা! চামড়া যাদের অনেক শক্ত শত শত কমেন্টের জন্য যাদের কিছু আসে যায় না তারাই এই জীবনে ভালো থাকবে। মিলিয়ে নিও, তুমিও জানো ভালো করে কী করলে কী হয়।’
রাজ রিপাকে নামাজ পরার পরামর্শ দিয়ে বর্ষা লেখেন, ‘নামাজ পড়ে আল্লাহ পাককে বলো, তোমার মনে যেন শান্তি পায়। আর আমিও গিয়েছিলাম তোমার এই মুক্তি সিনেমার মহরতে, অবাক হলাম এই সিনেমা এখনও শুটিং শেষ হয়নি? যদি ভুল না হয়, ২০২০ সালের অক্টোবর কিংবা ডিসেম্বরে মহরত হয়েছিল।’
সবশেষে রাজ রিপাকে পরামর্শ দিয়ে বর্ষা লেখান, ‘নতুন শুরু দিয়ে নতুন স্বপ্ন নিয়ে জীবনকে আবার ভাবতে শিখতে পার। হেরে যাওয়া কিন্তু সমাধান নয়। দোয়া রইলো তোমার জন্য বয়স আর কত তোমার, অনেক সময় পড়ে আছে তোমার জন্য, নিজেকে নতুনভাবে সাজাও। বোকা মেয়ে তুমি, ব্যর্থ তুমি হওনি, ব্যর্থ সেই যে তার ওয়াদা রক্ষা করতে পারেনি!’
গতকাল রাতে মিডিয়া ছাড়ার ইঙ্গিত দিয়ে নায়িকা রাজ রিপা নিজের ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন।
৭ বছরের ক্যারিয়ারে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী রাজ রিপা। সম্প্রতি নিজের ফেসবুকে ইফতেখার চৌধুরী পরিচালিত মুক্তি সিনেমা নিয়ে বিপত্তির কথা জানিয়েছেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, ক্ষোভ থেকে নিজেকে মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
সামাজিক মাধ্যমে রাজ রিপার দেয়া পোস্ট শেয়ার করেছেন নায়িকা বর্ষা। তিনিও অভিনয়কে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন।
নিজের ফেসবুকে রাজ রিপার উদ্দেশ্যে বর্ষা লেখেন, ‘স্বপ্ন মাটি চাপা দিবা দাও কিন্তু এমন স্বপ্ন মাটি চাপা দিও না যে স্বপ্ন জেগে আছে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে। তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, যার কেউ নেই তার জন্য আল্লাহ আছেন। তোমার মতো কেউ কেউ এমন কঠিন জীবন যাপন করছে এই মিডিয়ায় তা তুমি আমি ভালো করে জানি।’
তিনি আরো লেখেন, ‘আমাকে নিয়ে ভেবে দেখবা, আমি ইচ্ছা করলে নিজেই সিনেমায় ইনভেস্ট করতে পারি কিন্তু আমার কাছে এসব কিছুই আর ভালো লাগে না। আসলে ভালো মন, নরম মনের মেয়েদের জন্য এই রঙিন জীবন না রিপা! চামড়া যাদের অনেক শক্ত শত শত কমেন্টের জন্য যাদের কিছু আসে যায় না তারাই এই জীবনে ভালো থাকবে। মিলিয়ে নিও, তুমিও জানো ভালো করে কী করলে কী হয়।’
রাজ রিপাকে নামাজ পরার পরামর্শ দিয়ে বর্ষা লেখেন, ‘নামাজ পড়ে আল্লাহ পাককে বলো, তোমার মনে যেন শান্তি পায়। আর আমিও গিয়েছিলাম তোমার এই মুক্তি সিনেমার মহরতে, অবাক হলাম এই সিনেমা এখনও শুটিং শেষ হয়নি? যদি ভুল না হয়, ২০২০ সালের অক্টোবর কিংবা ডিসেম্বরে মহরত হয়েছিল।’
সবশেষে রাজ রিপাকে পরামর্শ দিয়ে বর্ষা লেখান, ‘নতুন শুরু দিয়ে নতুন স্বপ্ন নিয়ে জীবনকে আবার ভাবতে শিখতে পার। হেরে যাওয়া কিন্তু সমাধান নয়। দোয়া রইলো তোমার জন্য বয়স আর কত তোমার, অনেক সময় পড়ে আছে তোমার জন্য, নিজেকে নতুনভাবে সাজাও। বোকা মেয়ে তুমি, ব্যর্থ তুমি হওনি, ব্যর্থ সেই যে তার ওয়াদা রক্ষা করতে পারেনি!’
গতকাল রাতে মিডিয়া ছাড়ার ইঙ্গিত দিয়ে নায়িকা রাজ রিপা নিজের ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন।
আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৫ মিনিট আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
২১ মিনিট আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৬ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
৬ ঘণ্টা আগে