মাছরাঙায় চলছে তুর্কি সিরিজ ‘বড়ো ভাই’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৮: ০০

তুর্কি টিভি সিরিজগুলোর জনপ্রিয়তা বিশ্বজুড়ে। বাংলাদেশেও প্রচুর ভক্ত-দর্শক আছেন যারা তুর্কি সিরিজে বুঁদ হয়ে থাকেন। এ যাবৎ বাংলায় ডাবিংকৃত বেশ কিছু তুর্কি সিরিজ জনপ্রিয়তা পেয়েছে দেশে। যার ধারাবাহিকতায় মাছরাঙা টেলিভিশন পর্দায় এনেছে ‘বড়ো ভাই’ নামে একটি সিরিয়াল। তুর্কি ভাষায় এর নাম ‘কারদেসলারিম’। আন্তর্জাতিকভাবে এটি প্রচারিত হচ্ছে ‘মাই ফ্যামিলি’ ও ‘মাই সিবলিংস’ নামে।

সিরিজটি মূলত চার ভাইবোন কাদির, ওমর, আসিয়ে এবং এমেলের সংগ্রামময় জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে। একটি সুখী ও সাধারণ জীবন ছিল তাদের; কিন্তু এক আকস্মিক দুর্ঘটনায় তারা বাবা-মাকে হারায়। এরপর তাদের জীবন কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। এক নিদারুণ কষ্ট ও সংগ্রামের দিনগুলো উঠে আসে গল্পে। কখনো তারা সমাজের নিষ্ঠুরতার শিকার হয়, কখনো আবার নতুন বন্ধু এবং সহানুভূতিশীল মানুষদের সহযোগিতা পায়। তবে তাদের মূল প্রতিপক্ষ হয়ে ওঠে ধনী ও ক্ষমতাবান ব্যক্তিরা, যারা তাদের জীবনে নানান বাধা সৃষ্টি করে।

বিজ্ঞাপন

সিরিজের অন্যতম আকর্ষণ হলো ভাই-বোনদের মধ্যকার গভীর ভালোবাসা এবং একে অপরের প্রতি নিঃস্বার্থ সহায়তা। পুরো গল্পজুড়ে চার ভাই-বোনের অকৃত্রিম ভালোবাসা এবং প্রতিকূলতার বিরুদ্ধে তাদের ঐক্য আবেগপ্রবণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পরিবারের ওপর নেমে আসা দুর্ভাগ্যের জন্য দায়ী ব্যক্তিদের মুখোশ উন্মোচন করার এক তীব্র আকাঙ্খা নিয়ে এগিয়ে যায় তারা।

সিরিয়ালটি তুরস্কের এটিভি চ্যানেলে প্রথম প্রচারিত হয় ২০২১ সালে। অল্প সময়ের মধ্যেই তুরস্ক ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে ওঠে এটি। বর্তমানে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে এটি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত