তিন শর্তে চূড়ান্ত পর্বে ভিন ডিজেল

শেষবারের মতো ফিরছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ২০: ০১

হলিউডের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’। ইতিমধ্যে এই সিরিজের মুক্তিপ্রাপ্ত ১০টি সিনেমাই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। পাশাপাশি ব্যবসাসফলও বটে। সম্প্রতি ভিন ডিজেল ভক্তদের জন্য সুখবর দিয়েছেন। বলেছেন, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১’-তে তিনি অভিনয় করছেন। তবে এর জন্য প্রযোজনা প্রতিষ্ঠানকে তার দেওয়া তিনটি শর্ত মানতে হচ্ছে।

গত শনিবার ক্যালিফোর্নিয়ার একটি কার রেসিং অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এই হলিউড তারকা। সেই অনুষ্ঠানেই ভক্তদের সঙ্গে এই চাঞ্চল্যকর তথ্য শেয়ার করেন ভিন ডিজেল। তিনি জানান, ২০২৭ সালের এপ্রিলে সিরিজটির শেষ কিস্তি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

এই অভিনেতা বলেন, ‘প্রযোজনা প্রতিষ্ঠান আমাকে বলল, ‘ভিন, আমরা কি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’র ফাইনাল করতে পারি?’ আমি বলেছি, তিনটি শর্তে। প্রথমত, ফ্র্যাঞ্চাইজিটিকে লস অ্যাঞ্জেলেসে ফিরিয়ে আনতে হবে। দ্বিতীয়ত, গাড়ি সংস্কৃতিতে, বিশেষ করে স্ট্রিট রেসিংয়ে ফিরে আসা। তৃতীয়ত, ডম এবং ব্রায়ান ও’কনারকে পুনরায় একত্রিত করা।’

ছবিতে ব্রায়ান ও’কনর চরিত্রে অভিনয় করেছিলেন পল ওয়াকার। তিনি ২০১৩ সালে একটি মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মারা যান। মৃত্যুর সময় তিনি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ ছবির শুটিংয়ে ছিলেন। সেসময় তার কিছু দৃশ্য সম্পন্ন করতে তার ভাইদের সহায়তায় এবং সিজিআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। ধারণা করা হচ্ছে বিকল্প হিসেবে তাঁকে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের (এআই) সাহায্যে রূপায়ন করা যেতে পারে। যদিও এ বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।

উল্লেখ্য, ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ সিনেমা ‘ফাস্ট এক্স’ ২০২৩ সালের মে মাসে মুক্তি পায়। ৩৪০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটে নির্মিত এ সিনেমাটি বিশ্বব্যাপী ৭০০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করে।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত