ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

আফগান পাচারকারীদের নিশাচর যাত্রা 'ওয়েকিং আওয়ার্স'

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৪০

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত ক্রিটিকস’ উইক-এর প্রতিযোগিতামূলক বিভাগে ৪ সেপ্টেম্বর বিশ্বমঞ্চে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ফেডেরিকো কামারাটা এবং ফিলিপ্পো ফোসকারিনি পরিচালিত নতুন ডকুমেন্টারি ‘ওয়েকিং আওয়ার্স’।

রোমভিত্তিক প্রযোজনা সংস্থা ভোলস ফিল্মস ইতালিয়া এবং রবার্তো মিনারভিনির কসমা ফিল্ম-এর যৌথ প্রযোজনায় নির্মিত এই ডকুমেন্টারি ইউরোপীয় ইউনিয়নের প্রান্তে আফগান মানব পাচারকারীদের সঙ্গে রাতের অন্ধকারে যাত্রার কাহিনি তুলে ধরে।

বিজ্ঞাপন

গল্পের সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে, অবৈধ সীমান্ত পারাপারের জন্য সার্বিয়া এবং ইইউ সদস্য হাঙ্গেরির মধ্যে অবস্থানরত একটি ক্ল্যান রাতের অন্ধকারে অপেক্ষা করছে। নিদ্রাহীন, চিরস্থায়ী রাতের গোলকধাঁধায় ঘুরে বেড়াচ্ছে কিছু মানুষ। যখন দূরে বন্দুকের শব্দ ভেসে আসে, বনের ধারে, ছায়াময় মানব আগুনের চারপাশে জড়ো হয়। বোঝা যায়, খুব বেশি দূরে নয়, ধারালো ধাতুর একটি প্রাচীর ইউরোপের সূচনা করে।

নির্মাতারা বলেন, এই বনশিল্প কেবল পটভূমি নয়, বরং এক জীবন্ত বাস্তবতা—যেখানে বিভ্রান্তি, রূপান্তর এবং এবং ভঙ্গুর আশ্রয়স্থল।

ভোলস ফিল্মস ইতালিয়া-এর স্টেফানো সেনটিনি বলেন, ‘ওয়েকিং আওয়ার্স আমাদের পরিচয় করিয়ে দিচ্ছে এমন এক জগতের সঙ্গে যা আমরা সচরাচর দেখি না। দুইজন পরিচালক বিষয়টিকে আনুষ্ঠানিক গবেষণা এবং চাক্ষুষ পদ্ধতির মাধ্যমে গভীরভাবে উপস্থাপন করেছেন। এটি কেবল চরিত্রের কার্যকলাপ নয়, মানবিক অবস্থার সার্বজনীন দিকও ফুটিয়ে তোলে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত