বিনোদন রিপোর্টার
একটি প্রতিষ্ঠান শিশু-কিশোরদের জন্য ‘হিটম্যান’ শিরোনামে একটি নতুন কমিকস বের করতে যাচ্ছে। কার্টুনিস্ট সোহানি এই কমিকসের অন্যসব চরিত্রের কার্টুন ফেস ফাইনাল করেন। শুধু অপেক্ষায় ছিলেন কমিকসের মূল চরিত্র ‘হিটম্যান’-এর জন্য। অবশেষে অনেক দিন পর সে তার কাঙ্ক্ষিত চরিত্রের লুক পেয়ে গেছেন। সোহানির সেই ‘হিটম্যান’-এর কাঙ্ক্ষিত চরিত্রের লুকে আছেন রাকিব। এই রাকিব অন্য কেউ না, তিনি হলেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর।
‘হিটম্যান’ শিরোনামের একটি নাটকে এভাবে দর্শকের সামনে আসবেন এই অভিনেতা। সোহানি চরিত্রে আছেন জনপ্রিয় অভিনেত্রী হিমি। গল্পে দেখা যাবে, রাকিব চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার সময় রাস্তায় একটা ঝামেলায় জড়িয়ে পড়ে এবং বেশকিছু মানুষের সঙ্গে তর্কে জড়িয়ে যায়। সে সময় অফিসে যাওয়ার পথে জ্যামে পড়ে সোহানির গাড়ি। সে বাইরে তাকিয়ে দেখে একটি ছেলে বেশকিছু মানুষের সঙ্গে ঝগড়া করছে। প্রচণ্ড রাগ দেখা যাচ্ছে তার এবং রাগের মাথায় একজনকে উত্তম-মধ্যম দিচ্ছে। ছেলেটির কথা বলার ভঙ্গি বেশ ইন্টারেস্টিং লাগলে সোহানি দ্রুত তার ক্যামেরা বের করে রাকিবের বেশকিছু ছবি ও অ্যাকশন মোমেন্ট ক্লিক করে এবং চলে যায়। রাকিবকেই সোহানি তার ‘হিটম্যান’ কমিকসের প্রধান চরিত্রে নির্বাচন করে। এরপর গল্প নতুন দিকে মোড় নেয়। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনায় আছেন তারিক মোহাম্মদ হাসান।
নির্মাতা বলেন, ‘বেশ মজার একটি গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছি। নিলয়কে একটু নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি এ নাটকে। দর্শক নিলয়ের অন্যসব নাটক থেকে এখানে তাকে ভিন্নভাবে দেখবেন।’ প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে শিগগির নাটকটি প্রকাশ পাবে।
একটি প্রতিষ্ঠান শিশু-কিশোরদের জন্য ‘হিটম্যান’ শিরোনামে একটি নতুন কমিকস বের করতে যাচ্ছে। কার্টুনিস্ট সোহানি এই কমিকসের অন্যসব চরিত্রের কার্টুন ফেস ফাইনাল করেন। শুধু অপেক্ষায় ছিলেন কমিকসের মূল চরিত্র ‘হিটম্যান’-এর জন্য। অবশেষে অনেক দিন পর সে তার কাঙ্ক্ষিত চরিত্রের লুক পেয়ে গেছেন। সোহানির সেই ‘হিটম্যান’-এর কাঙ্ক্ষিত চরিত্রের লুকে আছেন রাকিব। এই রাকিব অন্য কেউ না, তিনি হলেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর।
‘হিটম্যান’ শিরোনামের একটি নাটকে এভাবে দর্শকের সামনে আসবেন এই অভিনেতা। সোহানি চরিত্রে আছেন জনপ্রিয় অভিনেত্রী হিমি। গল্পে দেখা যাবে, রাকিব চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার সময় রাস্তায় একটা ঝামেলায় জড়িয়ে পড়ে এবং বেশকিছু মানুষের সঙ্গে তর্কে জড়িয়ে যায়। সে সময় অফিসে যাওয়ার পথে জ্যামে পড়ে সোহানির গাড়ি। সে বাইরে তাকিয়ে দেখে একটি ছেলে বেশকিছু মানুষের সঙ্গে ঝগড়া করছে। প্রচণ্ড রাগ দেখা যাচ্ছে তার এবং রাগের মাথায় একজনকে উত্তম-মধ্যম দিচ্ছে। ছেলেটির কথা বলার ভঙ্গি বেশ ইন্টারেস্টিং লাগলে সোহানি দ্রুত তার ক্যামেরা বের করে রাকিবের বেশকিছু ছবি ও অ্যাকশন মোমেন্ট ক্লিক করে এবং চলে যায়। রাকিবকেই সোহানি তার ‘হিটম্যান’ কমিকসের প্রধান চরিত্রে নির্বাচন করে। এরপর গল্প নতুন দিকে মোড় নেয়। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনায় আছেন তারিক মোহাম্মদ হাসান।
নির্মাতা বলেন, ‘বেশ মজার একটি গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছি। নিলয়কে একটু নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি এ নাটকে। দর্শক নিলয়ের অন্যসব নাটক থেকে এখানে তাকে ভিন্নভাবে দেখবেন।’ প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে শিগগির নাটকটি প্রকাশ পাবে।
আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৫ মিনিট আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
২২ মিনিট আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৬ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
৬ ঘণ্টা আগে