ঝামেলাপূর্ণ জীবনের গল্প ‘লিটল মিস ক্যাওয়াস’

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২: ১৫

ফুড আর ফ্যাশনের মুখোমুখি অবস্থানের কথা শোনা যায় না বরং এ দুটি বিষয়ের মিল পাওয়া যায় অনেকখানে। ফুড বা খাবার অনেকভাবেই এসেছে ফ্যাশন বা সাজপোশাকে, আবার ফ্যাশন সচেতনরা যা কিছু মেনে চলেন, তার মধ্যে খাবার অন্যতম। ফুড আর ফ্যাশনের এমন সব সহাবস্থানের পরও একটি ওটিটি প্ল্যাটফর্ম জানাচ্ছিল খুব তাড়াতাড়ি নাকি এ দুইয়ের মধ্যে ক্যাওস বা ঝামেলা তৈরি হবে। ১৬ সেপ্টেম্বর থেকে এ ধরনের ইঙ্গিত দিয়ে আসছিল প্ল্যাটফর্মটি। বুধবার জানা গেল এর কারণ। চরকি অরিজিনাল ফিল্মের ঘোষণা দিতেই এতসব আয়োজন। ফিল্মটির নাম ‘লিটল মিস ক্যাওয়াস’। এর গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে ফুড আর ফ্যাশন। নির্মাণ করেছেন মাহমুদা সুলতানা রীমা। তরুণ ও নবীন এ নির্মাতার এটিই প্রথম ওয়েব ফিল্ম। বিশ্ববিদ্যালয় জীবনের দুষ্টু-মিষ্টি সময়কে একটু অন্যরকমভাবে পর্দায় আনার চেষ্টা করেছেন তিনি।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় পড়ুয়া ইরাকে কেন্দ্র করে ফিল্মটির কাহিনি। খুবই ফ্যাশনেবল এই তরুণীর ঝামেলাপূর্ণ (ক্যাওটিক) জীবনের গল্প বলেই ফিল্মটির নাম ‘লিটল মিস ক্যাওয়াস’। নির্মাতা ও গল্পকার মাহমুদা সুলতানা রীমা জানান, মেট্রোপলিটনের এই ক্যাওটিক জীবনে সবারই আছে অতীতের কিছু ট্রমা আর ব্যাগেজ। সেগুলো কাটিয়ে সামনে এগিয়ে যাওয়াই জীবনের অংশ। কিন্তু এই ক্যাওটিক জার্নিতে যদি পেয়ে যাওয়া যায় একটুখানি আশ্রয় আর ভরসার জায়গা, তাহলে কেমন হয়? সেই গল্পই দেখা যাবে ফিল্মটিতে। মাহমুদা সুলতানা রীমা বলেন, ‘এ গল্পে বন্ধুত্ব, প্রেম, হিউমার পাবেন দর্শকরা। প্রজন্মের মধ্যকার সম্পর্ক ও তার টানাপোড়েনের প্রসঙ্গও এসেছে। এ সময়ের দর্শকরা যেভাবে ভাবতে ভালোবাসেন, সেই ঢঙে কাজটি করা হয়েছে। লিটল মিস ক্যাওয়াস একটি রোমান্টিক ঘরানার ফিল্ম।’

ইরা চরিত্রে অভিনয় করেছেন তরুণ-নবীন অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান। ২৪ সেপ্টেম্বর প্রকাশিত পোস্টারে বেলুন হাতে উড়ে যাওয়ার মতো অবস্থায় পাওয়া গেছে তাকে। আর ইরাকে ধরে রেখেছেন মারুফ। এ চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী। পোস্টারে যেমন তাকে একটু শান্ত লাগছে, ফিল্মের চরিত্রেও এমন তিনি। এলোমেলা ইরাকে ধরে রাখার চেষ্টা করেন মারুফ। তরুণ নির্মাতা তার তরুণ অভিনয়শিল্পী এবং কুশলীদের দিয়ে কেমন কাজ করিয়েছেন সেটা দেখা যাবে পর্দাতেই। রীমা মনে করেন, একটা গল্পের যে সব বিষয় থেকে দর্শকরা বিনোদিত হয়, তার সবই আছে ‘লিটল মিস ক্যাওস’ ফিল্মে। নবীন অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান জানান, যেমন চরিত্রে তিনি অভিনয় করেছেন, বাস্তবে তার ঠিক উল্টো তিনি। এই চ্যালেঞ্জটা আছে বলেই কাজটি করতে বেশি আগ্রহী হন সাদনিমা। অভিনেত্রী বলেন, ‘অডিশন, স্ক্রিপ্ট রিডিং যখন হয় তখনও বুঝতে পারছিলাম না কী হবে। তবে সব খুব দ্রুতই চলছিল এবং একসময় আমাকে চূড়ান্ত করা হলো। কাজটি করতে ভালো লাগল কারণ, আমরা যে দৃশ্যগুলো করছিলাম এবং যে সংলাপ বলছিলাম, সেগুলোতে আমরাই মজা পাচ্ছিলাম। আমার মনে হয় এই রিফ্লেকশনটা দর্শকরাও পাবেন।’ সময়ের উদীয়মান অভিনেতা সাদ সালমি নাওভী একমত তার সহশিল্পী সাদনিমার সঙ্গে। তিনি মনে করেন, গল্পে এমন অনেক কিছু আছে, যেগুলো সমসাময়িক। এ সময়ের দর্শকরা খুব ভালোভাবে কানেক্ট করতে পারবে। নাওভি বলেন, ‘আমরা যখন স্ক্রিপ্ট পড়ি তখন থেকেই মজাগুলো টের পাচ্ছিলাম। এই সময়ে কথা বলার অনেক টার্মস ব্যবহার করা হয়েছে, তাই আমরাও খুব ভালোভাবে কানেক্ট করতে পারছিলাম। আমার মনে হয় দর্শকরাও খুব মজা নিয়ে ফিল্মটি দেখবেন। আর এখানে আমি আমার উল্টো জনরার চরিত্রে অভিনয় করেছি। গল্পের মতো আমি বাস্তবে এতটা শান্ত না।’ জানা গেছে, শিগগির সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত