আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাইলস্টোন ট্রাজেডি

আজ স্টার সিনেপ্লেক্সের কার্যক্রম বন্ধ

বিনোদন রিপোর্টার
আজ স্টার সিনেপ্লেক্সের কার্যক্রম বন্ধ

মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ নিহতদের স্মরণে আজ মঙ্গলবার সারাদেশের সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের সাথে একাত্বতা জানিয়ে দেশের শীর্ষস্থানীয় মাল্টিপ্লেক্স প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষও আজ তাদের সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘আমরা শোকাহত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা এবং শোকাহত পরিবারগুলোর প্রতি স্টার সিনেপ্লেক্স পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাই।’

বিজ্ঞাপন

তারা আরও জানান, ‘আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। জাতীয় শোক পালনের অংশ হিসেবে, আজ সকল সিনেমা প্রদর্শনীসহ সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।’

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামীকাল বুধবার থেকে তাদের সব শাখায় কার্যক্রম পূর্বের সময়সূচি অনুযায়ী চালু হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন