
বিনোদন রিপোর্টার

২০২৩ সালের ডিসেম্বরে জানানো হয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনি নির্মাণ করতে যাচ্ছেন ’দম’, আর এই সিনেমায় অভিনয় করবেন অভিনেতা চঞ্চল চৌধুরী। চলতি বছরের জুলাইতে সিনেমাটিতে যুক্ত হন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।
‘দম’ সিনেমায় যুক্ত হওয়ার পর ২৯ অক্টোবর, মহরতের মাধ্যমে আফরান নিশোও প্রথমবার আসলেন ক্যামেরার সামনে। প্রস্তুতি আর রিহার্সেলের মধ্যে আছেন তিনিও। শারীরিক ও মানসিক প্রস্তুতি তাকে মাঝে মধ্যেই ক্লান্ত করে তুলছে।
আর যখনই তিনি ক্লান্ত হচ্ছেন তখনই প্রযোজক, পরিচালক, চঞ্চল চৌধুরী, পূজা চেরির সঙ্গে কথা বলে হালকা হওয়ার চেষ্টা করছেন। এক মাসের মধ্যে আফরান নিশো নিজের ওজন কমিয়েছেন ১২ থেকে ১৪ কেজি।
অভিনেতা বলেন, ’প্রথম সিনেমায় আমার ওজন ছিল ৮৪ কেজি। দ্বিতীয় সিনেমার সময় ওজন হয়েছিল ৯৫–৯৭ কেজি। ‘দম’ সিনেমার জন্য পরিচালক আমার ওজন করতে বলছেন ৭৫ কেজি। কিন্তু এক–দেড় মাসে ২০ কেজি ওজন কমানো সম্ভব না। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি। এখন আমার ওজন ৮৩ কেজি।’
‘দম’ সিনেমার পরিচালক রেদওয়ান রনি জানান, কাজাখস্তান থেকে শুটিং শুরু হবে। এরই মধ্যে সেখানে লোকেশন দেখে এসেছেন নির্মাতা, প্রযোজক, অভিনেতা।
কাজাখস্তানে শ্যুটিং প্রসঙ্গে নিশো বলেন, ‘আমরা দুর্গম কিছু লোকেশনে শুটিং করতে যাচ্ছি এবং সেখানে এখন আবহাওয়াটাও প্রতিকূল। এই সিনেমায় অভিনয়টা বেশ চ্যালেঞ্জিং হবে মনে হচ্ছে।‘

২০২৩ সালের ডিসেম্বরে জানানো হয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনি নির্মাণ করতে যাচ্ছেন ’দম’, আর এই সিনেমায় অভিনয় করবেন অভিনেতা চঞ্চল চৌধুরী। চলতি বছরের জুলাইতে সিনেমাটিতে যুক্ত হন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।
‘দম’ সিনেমায় যুক্ত হওয়ার পর ২৯ অক্টোবর, মহরতের মাধ্যমে আফরান নিশোও প্রথমবার আসলেন ক্যামেরার সামনে। প্রস্তুতি আর রিহার্সেলের মধ্যে আছেন তিনিও। শারীরিক ও মানসিক প্রস্তুতি তাকে মাঝে মধ্যেই ক্লান্ত করে তুলছে।
আর যখনই তিনি ক্লান্ত হচ্ছেন তখনই প্রযোজক, পরিচালক, চঞ্চল চৌধুরী, পূজা চেরির সঙ্গে কথা বলে হালকা হওয়ার চেষ্টা করছেন। এক মাসের মধ্যে আফরান নিশো নিজের ওজন কমিয়েছেন ১২ থেকে ১৪ কেজি।
অভিনেতা বলেন, ’প্রথম সিনেমায় আমার ওজন ছিল ৮৪ কেজি। দ্বিতীয় সিনেমার সময় ওজন হয়েছিল ৯৫–৯৭ কেজি। ‘দম’ সিনেমার জন্য পরিচালক আমার ওজন করতে বলছেন ৭৫ কেজি। কিন্তু এক–দেড় মাসে ২০ কেজি ওজন কমানো সম্ভব না। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি। এখন আমার ওজন ৮৩ কেজি।’
‘দম’ সিনেমার পরিচালক রেদওয়ান রনি জানান, কাজাখস্তান থেকে শুটিং শুরু হবে। এরই মধ্যে সেখানে লোকেশন দেখে এসেছেন নির্মাতা, প্রযোজক, অভিনেতা।
কাজাখস্তানে শ্যুটিং প্রসঙ্গে নিশো বলেন, ‘আমরা দুর্গম কিছু লোকেশনে শুটিং করতে যাচ্ছি এবং সেখানে এখন আবহাওয়াটাও প্রতিকূল। এই সিনেমায় অভিনয়টা বেশ চ্যালেঞ্জিং হবে মনে হচ্ছে।‘


চলতি বছরের জুলাইতে ’দম’ সিনেমায় যুক্ত হন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তখন থেকেই নায়িকা কে হবে তা নিয়ে ছিল ধোঁয়াশা। এবার সেই জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত বুধবার সিনেমার মহরত অনুষ্ঠানে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয় অভিনেত্রী পূজা চেরিকে।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের ব্যান্ডসংগীতের অন্যতম জনপ্রিয় শিল্পী নকীব খান। স্কুলছাত্র থাকা অবস্থায় ব্যান্ডের পথে যাত্রা শুরু করেন। প্রথমে চট্টগ্রামের স্থানীয় ব্যান্ড ‘বালার্ক’, পরবর্তীতে ‘সুরেলা’ থেকে যোগ দেন ‘সোলস’-এ। প্রায় দশ বছর ছিলেন ঐতিহ্যবাহী এই ব্যান্ডে।
৭ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার একটি অতিপ্রাকৃত ভৌতিক সিনেমা ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’। গত জুলাইয়ে ইন্দোনেশিয়ায় মুক্তির পর বেশ আলোচনা তৈরি করে সিনেমাটি। এরপর আন্তর্জাতিকভাবে মুক্তি পায় ২৫ সেপ্টেম্বর।
৭ ঘণ্টা আগে
সম্প্রতি রাজধানীর একটি ক্লাবে হয়ে গেল ’দম’ সিনেমার মহরত। অনেকদিন পর ঘটা করে আয়োজিত হলো কোনো সিনেমার মহরত।
১১ ঘণ্টা আগে