ওয়েবফিল্মে মৌ-এর অভিষেক

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১৫: ১১

মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ হালের দুনিয়ায় ঢুকে পড়লেন। অর্থাৎ ওয়েব দুনিয়ায় কাজ করছেন তিনি। নির্মাতা আকা রেজা গালিব মৌকে মূল চরিত্রে রেখে বানিয়েছেন ওয়েব ফিল্ম ‘গহীন অতল’। সিনেমার গল্প প্রয়াত লেখক কাজী আনোয়ার হোসেনের লেখা উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে। শুটিং শেষে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে বলে জানিয়েছেন গালিব। তিনি বলেন, গহীন অতল’র ডাবিং ও এডিটিংয়ের কাজ চলছে। মুক্তি নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

গালিব বলেছেন, পুরোটাই পারিবারিক গল্প, থ্রিলারের ছোঁয়া রাখা হয়েছে। তিনি বলেন, ‘মা ও মেয়ের গল্প। মেয়ের উপর একটা বিপদ নেমে আসে, সেই বিপদ থেকে মেয়েকে উদ্ধার করতে মায়ের ভূমিকা। নানা বাধা অতিক্রম করে মেয়েকে বাঁচানোর গল্প নিয়েই গহীন অতল।’ সিনেমায় মায়ের চরিত্রে দেখা যাবে মৌকে। তাকে ঘিরেই এই চরিত্রটি ভাবা হয়েছে। মৌয়ের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা বেশ ভালো বলে জানিয়েছেন গালিব।

বিজ্ঞাপন

নির্মাতা বলেন, ‘মৌ বেশ প্রফেশনাল, তার সঙ্গে কাজ করা যে কোনো পরিচালকের জন্য একটা ভালো সুযোগ। ঠিক সময়ে রেডি হয়ে শুটিংয়ে আসা, চরিত্রটা বোঝা, যা যা দরকার তার থেকে বেশি এফোর্ট দেওয়া। মৌ থাকায় কাজটা বেশ সহজ হয়েছে, তাকে ছাড়া এই চরিত্রটা হতো না। কাজটা বেশ ভালো হয়েছে, আশা করছি দর্শকের মন ছুঁয়ে যাবে।’

প্রায় ৯৯ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমায় আরো অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি, একে আজাদ সেতু, ইহতেশাম আহমেদ টিংকুসহ অনেকে। ঢাকার বিভিন্ন লোকেশনে হয়েছে শুটিং। ‘আর্তনাদ’ উপন্যাসের গল্পে সত্তর দশকের প্রেক্ষাপট থাকলেও এই সময়ের উপযোগী করে লেখা হয়েছে চিত্রনাট্য। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর। প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত