নতুন পরিচয়ে ফাহমিদা নবী

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১: ২৬

পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে দেশবরেণ্য গুণী সংগীতশিল্পী ফাহমিদা নবীর কণ্ঠে নিজের সুর করা দুটি নতুন গান প্রকাশ পেল তারই ইউটিউব চ্যানেল ‘ফাহমিদা নবী’তে। গান দুটি হচ্ছে ‘সেদিনও মুখর ছিলো শব্দহীন কথারা’, লিখেছেন ফারজানা রহমান; আর ‘কাছের মানুষ দূরে যায়, দূরের মানুষ আসে কাছে’ লিখেছেন ইলা মজিদ। দুটি গানেরই সংগীতায়োজন করেছেন সজীব দাস।

তবে গান প্রকাশটা নতুন কিছু নয়, নতুন হল এবারই প্রথম বইমেলায় ফাহমিদা নবীর লেখা কোনো গ্রন্থ প্রকাশ পেল। বিগত কয়েক বছর যাবৎ ফাহমিদা নবী তার নিজের ফেসবুকে নানান বিষয় নিয়ে তার নিজের অনুভূতি-অনুভব নিয়মিত লিখে আসছেন।

বিজ্ঞাপন

তার লেখা কথাগুলো বিভিন্ন সময় সমাজের বিভিন্ন সমস্যা সমাধানেরও দিকনির্দেশনা হিসেবে কাজ করেছে। যে কারণে অনেকেই তাকে বিভিন্ন সময়ে অনুরোধ করেন ওই লেখাগুলো বই আকারে যেন প্রকাশ করা হয়, যাতে চাইলেই কেউ সেই বইটি সংরক্ষণে রাখতে পারেন। ভক্ত-পাঠকদের কথা বিবেচনা করেই ফাহমিদা নবী এবারের বইমেলায় প্রকাশ করেছেন তার নিজের জীবনের প্রথম বই ‘ফাহমিদা নবীর ডায়েরী’।

Fahmida Nabi-8

বইটি সম্পর্কে ফাহমিদা নবী বলেন, ‘গানের গভীরতায় জীবনবোধ আর চারপাশের যাপিত জীবন কোনোটাই জীবনদর্শনের বাইরে নয়। তাই যা দেখি, তা-ই নিজের মতো করে লিখি, ভাবনাগুলো নিয়ে ইতিবাচকতায় সমাধানের পথ খুঁজি আর লিখে ফেলি উপলব্ধি। চলতি পথে জীবনের অনেক অভিজ্ঞতা, উপলব্ধি অনুভব ও অনুধাবনের মাধ্যমে তুলে ধরি।’

প্রথমবার বই প্রকাশ করে ভীষণ উচ্ছ্বসিত তিনি। ‘আগে যখন সিডি বের হতো, তিন চার দিন ধরে ঘুম থাকত না। বইটির জন্যও ঠিক তেমনি অনুভূতি হচ্ছে।’ নিজের বই নিয়ে এভাবেই অনুভূতি ব্যক্ত করলেন ফাহমিদা নবী।

গান নিয়ে কাজের ব্যস্ততা না থাকলে তিনি প্রতিদিনই বইমেলায় যেতেন। কিন্তু সামনে আরো নতুন নতুন গান আসবে বিধায় গানের জন্যও তাকে সময় দিতে হচ্ছে ভয়েজ রেকর্ডিংয়ে কিংবা মিউজিক ভিডিওতে। যে কারণে চাইলেও তিনি প্রতিদিন বইমেলায় যেতে পারেন না।

তিনি আরও বলেন, ‘আমার প্রথম বইটি প্রকাশের পর ভক্ত-শ্রোতাদের কাছ থেকে খুব সাড়া পাচ্ছি। সবার অনুরোধে এ বইটি হঠাৎ করেই প্রকাশ হয়ে গেল। আমি এমনভাবে অনুপ্রাণিত হলাম যে, হয়তো আগামীতে বই প্রকাশের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

নতুন দুই গান প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘নতুন যে দুটি গান প্রকাশ পেল, দুটি গানেরই কথা ভীষণ সুন্দর। বিশেষ করে ‘কাছের মানুষ দূরে যায়’ গানটি প্রসঙ্গে বলতেই হয়Ñ এটা কিন্তু আমাদের জীবন চলার পথে ভীষণ সত্যি যে, এমন অনেক মানুষ আছে যারা একটা সময় ভীষণ কাছের হয়। একটা সময় দূরেও চলে যায়। আবার দূরে থাকা মানুষ তখন কাছে চলে আসে, তখন আপন হয়ে যায়। এই গানটি আমার মনকে বেশি নাড়া দিয়েছে। চেষ্টা করেছি মনের মতো সুর করতে। আশা করছি ভালো লাগবে শ্রোতা-দর্শকের।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত