দেশের প্রথম সিটকম সিরিজ ‘ক্যাফে সোসাইটি’

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১৬: ২২

দেশের টেলিভিশন ও ওটিটি দুনিয়ায় যুক্ত হতে যাচ্ছে এক নতুন ঘরানাÑসিচুয়েশনাল কমেডি বা সিটকম। সেই ধারার পথিকৃৎ হিসেবে আসছে ‘ক্যাফে সোসাইটি’। সিরিজটি পরিচালনা করছেন নির্মাতা মাসুদ আল জাবের, যিনি একে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ সিটকম সিরিজ বলেই দাবি করেছেন। সম্প্রতি রাতে রাজধানীর কারওয়ানবাজারের এক রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে ‘ক্যাফে সোসাইটি’র আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সিটকম অর্থাৎ সিচুয়েশনাল কমেডি, এমন এক ধরনের ধারাবাহিক যেখানে একদল চরিত্রকে নির্দিষ্ট একটি পরিবেশে দেখা যায়, যেমন অফিস, ক্যাফে বা একটি পরিবারে। তাদের দৈনন্দিন জীবনের হাস্যরস, দ্বন্দ্ব ও সম্পর্কই হয়ে ওঠে গল্পের মূল প্রাণ। ‘ক্যাফে সোসাইটি’র গল্প এগোবে একটি ক্যাফেকে ঘিরে, যেখানে চার বন্ধুর অবসর সময়ের আড্ডা রূপ নেবে হাস্যরসাত্মক গল্পে। সিরিজের অন্যতম চরিত্রে আছেন অভিনেতা সোহেল মণ্ডল। সাধারণত সিরিয়াস চরিত্রে দেখা গেলেও এবার নতুন অভিজ্ঞতার জন্য তিনি বেশ উৎসাহী। তিনি বলেন, ‘কমেডিতে কাজ করার সুযোগ খুব একটা হয় না। সিটকম আমাদের কাছে এখনো নতুন ধারণা। গল্পটা পড়েই ভালো লেগেছে, চরিত্রটিও মজারÑদর্শক নতুন এক অভিজ্ঞতা পাবেন।’

চার বন্ধুর একজন হিসেবে অভিনয় করছেন সৈয়দ শাওন। নিজের চরিত্রের বিস্তারিত না জানালেও তিনি বলেন, ‘আমরা চার বন্ধু একটি ক্যাফেতে নিয়মিত আড্ডা দিই। সেখানে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ আসেÑকেউ নিয়মিত, কেউ হঠাৎ। তাদের জীবনের গল্প, চিন্তা আর সংকট হাস্যরসের মধ্য দিয়ে ফুটে উঠবে। এই সিটকমে আমাদের সমাজের ছোট ছোট বাস্তব চিত্রই মজারভাবে দেখা যাবে। এই সিরিজের মাধ্যমে বাংলাদেশে প্রযোজনাপ্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করছে যুক্তরাষ্ট্রভিত্তিক নোরাহ গ্লোবাল মিডিয়া। প্রথম সিজনে থাকছে ১৫টি পর্ব, প্রতিটির দৈর্ঘ্য প্রায় ১৮ মিনিট। বর্তমানে ঢাকায় চলছে শুটিং। প্রযোজক রাজু মহাজন বলেন, ‘আমরা ক্যাফে সোসাইটিকে সময়ের প্রতিচ্ছবি হিসেবে উপস্থাপন করছি। যাতে ভবিষ্যতে কেউ এটি দেখে ২০২৫ সালের সমাজ, সংস্কৃতি ও মানুষের ভাবনা চিনতে পারেন। রাজনীতি, সংস্কৃতি, খাদ্যাভ্যাসÑসবই থাকবে, একেবারে মজার উপস্থাপনায়।’ ‘রাজা মাস্তান’, ‘স্পর্শে আছো তুমি’, ‘তখন এই সময়ে’, ‘জেরিন’, ‘ইতি শিউলি’ এবং জনপ্রিয় ধারাবাহিক ‘ফার্মগেট’ নির্মাণের পর মাসুদ আল জাবের এবার ভিন্ন স্বাদের কাজে হাত দিলেন।

বিজ্ঞাপন

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত