উইন্ডিজ টি-টোয়েন্টি দল এখন ঢাকায়

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০২: ০০

দ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ দলে যোগ দেন স্পিনার আকিল হোসেইন। প্রায় একই সময়ে ওয়ানডে দলে যোগ দিতে বাংলাদেশে আসার কথা ছিল র‍্যামন্ড সিমন্সের।

বিজ্ঞাপন

তবে ফ্লাইট বিলম্ব হওয়ায় তার নির্ধারিত সময়ে বাংলাদেশে আসা হয়নি। গতকাল সকালে বাংলাদেশে আসেন তিনি। একই ফ্লাইটে টি-টোয়েন্টি স্কোয়াডের সদস্য জেসন হোল্ডার বাংলাদেশে এসেছেন।

এছাড়া গতকাল রাতে উইন্ডিজ টি-টোয়েন্টি স্কোয়াডের সদস্য রভম্যান পাওয়েল বাংলাদেশে দলের সঙ্গে যোগ দিয়েছেন। এছাড়া আজ টি-টোয়েন্টি স্কোয়াডের আরো কয়েকজন ক্রিকেটারের বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত