রাজধানীতে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৩: ২১

রাজধানীর বনানী ও ধানমন্ডি এলাকা থেকে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বুধবার সকালে ধানমন্ডি লেকের পানসি রেস্তোরাঁর পেছন থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ২৫ বছর হতে পারে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এর আগে গত মঙ্গলবার রাজধানীর বনানী এলিভেটেড এক্সপ্রেসওয়ে সড়কের পাশ থেকে অজ্ঞাত আরেক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তার বয়স আনুমানিক ২৩ বছর।

ঢাকা বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বজলুর রশীদ বলেন, উদ্ধারকৃত লাশের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে। ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত