এম সাখাওয়াত হোসেন বললেন
স্টাফ রিপোর্টার
নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কোনো দেশ একা টিকে থাকতে পারে না। আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতা ছাড়া জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বাংলাদেশকে সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক স্বার্থনির্ভর সম্পর্ক বজায় রাখতে হবে।
গতকাল বুধবার রাজধানীর বিআইআইএসএসের মিলনায়তনে ‘রিজিওনাল জিওপলিটিক্যাল ল্যান্ডসকেপ : ইমপ্যাক্টস অন দ্য সিকিউরিটি ডায়নামিকস অব বাংলাদেশ অ্যান্ড ওয়েস ফরোয়ার্ড’ শীর্ষক সেমিনারে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সেমিনারটি সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) যৌথভাবে আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বাংলাদেশের সাম্প্রতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক উন্নয়ন, আঞ্চলিক পরিস্থিতি ও রোহিঙ্গা ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এএসএম আলী আশরাফ। এছাড়া অধ্যাপক ড. নিলয় রঞ্জন বিশ্বাস, অধ্যাপক ড. সাহাব এনাম খান প্যানেল আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারটি সঞ্চালনা করেন ক্যাপ্টেন শফিউল মুজনিবীন।
সেমিনারে বক্তরা বাংলাদেশের নিরাপত্তা, পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক ভূরাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিশদ আলোচনা করেন। বক্তারা সাম্প্রতিক বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান, চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিশ্লেষণ করেন। তারা বলেন, দক্ষিণ এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতি বাংলাদেশের কৌশলগত অগ্রাধিকার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেমিনারে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং অপ্রচলিত নিরাপত্তা হুমকি মোকাবিলায় সমন্বিত কৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কোনো দেশ একা টিকে থাকতে পারে না। আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতা ছাড়া জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বাংলাদেশকে সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক স্বার্থনির্ভর সম্পর্ক বজায় রাখতে হবে।
গতকাল বুধবার রাজধানীর বিআইআইএসএসের মিলনায়তনে ‘রিজিওনাল জিওপলিটিক্যাল ল্যান্ডসকেপ : ইমপ্যাক্টস অন দ্য সিকিউরিটি ডায়নামিকস অব বাংলাদেশ অ্যান্ড ওয়েস ফরোয়ার্ড’ শীর্ষক সেমিনারে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সেমিনারটি সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) যৌথভাবে আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বাংলাদেশের সাম্প্রতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক উন্নয়ন, আঞ্চলিক পরিস্থিতি ও রোহিঙ্গা ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এএসএম আলী আশরাফ। এছাড়া অধ্যাপক ড. নিলয় রঞ্জন বিশ্বাস, অধ্যাপক ড. সাহাব এনাম খান প্যানেল আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারটি সঞ্চালনা করেন ক্যাপ্টেন শফিউল মুজনিবীন।
সেমিনারে বক্তরা বাংলাদেশের নিরাপত্তা, পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক ভূরাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিশদ আলোচনা করেন। বক্তারা সাম্প্রতিক বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান, চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিশ্লেষণ করেন। তারা বলেন, দক্ষিণ এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতি বাংলাদেশের কৌশলগত অগ্রাধিকার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেমিনারে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং অপ্রচলিত নিরাপত্তা হুমকি মোকাবিলায় সমন্বিত কৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সনদ বাস্তবায়ন (সংবিধান) আদেশ তৈরির সুপারিশ করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এটি আদেশ হলেও তা হবে আইনের আদলে। ওই আদেশে গণভোট অনুষ্ঠানের জন্য একটি অধ্যাদেশ জারির বিষয় যুক্ত করার কথা বিবেচনা করা হচ্ছে। তবে এর ধারা-উপধারায় কোন কোন বিষয় যুক্ত করা হবে, তা এখনো চূড়ান্ত করতে পারেনি কমিশন।
১৯ মিনিট আগেসনদ বাস্তবায়ন (সংবিধান) আদেশ তৈরির সুপারিশ করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এটি আদেশ হলেও তা হবে আইনের আদলে। ওই আদেশে গণভোট অনুষ্ঠানের জন্য একটি অধ্যাদেশ জারির বিষয় যুক্ত করার কথা বিবেচনা করা হচ্ছে। তবে এর ধারা-উপধারায় কোন কোন বিষয় যুক্ত করা হবে, তা এখনো চূড়ান্ত করতে পারেনি কমিশন।
১ ঘণ্টা আগেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে ৩৬ দফাসম্বলিত একটি বিস্তারিত রূপরেখা তথা প্রস্তাবনা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
১ ঘণ্টা আগেজুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতির সুপারিশ ঠিক করতে আবারও বিশেষজ্ঞদের সঙ্গে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। তবে এর আগে আজ বৃহস্পতিবার নিজেদের মধ্যে বৈঠক করবে তারা।
৫ ঘণ্টা আগে