স্পোর্টস রিপোর্টার
অস্বচ্ছতার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া ক্লাবগুলো ডাক দিয়েছিল লিগ বয়কটের। ফলে আদতে খেলা মাঠে গড়াবে কি না- তা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। তবে শঙ্কা আর সেই কালো মেঘ এখন কেটে যাওয়ার অপেক্ষায়। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বরে প্রথম বিভাগ ক্রিকেট দিয়ে শুরু হবে ঢাকার ক্লাব ক্রিকেটের এবারের মৌসুম। গতকাল দুপুরে বিসিবি কার্যালয়ে প্রথম বিভাগ লিগের ক্লাবগুলোর সঙ্গে বৈঠকের পর এমনটাই জানান ক্রিকেট কমিটি ফর ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চেয়ারম্যান আদনান রহমান দীপন।
প্রথম বিভাগ ক্রিকেটে অংশ নেয় ২০ ক্লাব। এর মধ্যে ১৬ ক্লাব গতকাল সিসিডিএমের ডাকা সভায় উপস্থিত ছিল। বাকি চার ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত হননি বৈঠকে। জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা ওই সভায় অংশ নেননি। তবে তারা লিগ খেলার ব্যাপারে ইতিবাচক বলে জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান। বৈঠকে অংশ নেওয়া ১৬ ক্লাব লিগে খেলার ব্যাপারে আশাবাদী বলেও জানিয়েছেন তিনি।
লিগে অংশ নিতে ইতিবাচক হলেও টুর্নামেন্ট আয়োজনের সময় নিয়ে খানিকটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে তারা। সাধারণত ঢাকার ক্লাব ক্রিকেট শুরু হয় তৃতীয় বিভাগ দিয়ে। তৃতীয়, দ্বিতীয় বিভাগ লিগের পর মাঠে গড়ায় প্রথম বিভাগ ও প্রিমিয়ার লিগ। এবার প্রথম বিভাগ লিগ দিয়ে শুরু হবে ঘরোয়া ক্রিকেট মৌসুম। এ নিয়ে আপত্তি জানিয়েছে বেশ কয়েকটি ক্লাব।
কেন প্রথম বিভাগ দিয়ে লিগ শুরু করা হচ্ছে- এর ব্যাখ্যায় সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন বলেন, ‘কোনো ক্রিকেটার প্রথম বিভাগে দল না পেলে দ্বিতীয় কিংবা তৃতীয় বিভাগে খেলার সুযোগ পাবে। দল পাওয়ার সম্ভাবনা থাকে। তবে দ্বিতীয় কিংবা তৃতীয় বিভাগে দল না পেলে প্রথম বিভাগে দল পেয়ে খেলবে এমন সম্ভাবনা খুবই ক্ষীণ। ক্রিকেটারদের এ ব্যাপারটি মাথায় রেখে এবার প্রথম বিভাগ দিয়ে লিগ শুরু করতে চাচ্ছি আমরা।’
এছাড়া এবার প্রথম বিভাগ লিগে অংশগ্রহণ ফি ও প্রাইজমানিও বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। এ ব্যাপারে আমার দেশকে আদনান রহমান বলেন, ‘সিসিডিএমের অধীনে সবগুলো লিগেই এবার অংশগ্রহণ ফি ও প্রাইজমানি বাড়ানোর আলোচনা চলছে।’
অস্বচ্ছতার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া ক্লাবগুলো ডাক দিয়েছিল লিগ বয়কটের। ফলে আদতে খেলা মাঠে গড়াবে কি না- তা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। তবে শঙ্কা আর সেই কালো মেঘ এখন কেটে যাওয়ার অপেক্ষায়। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বরে প্রথম বিভাগ ক্রিকেট দিয়ে শুরু হবে ঢাকার ক্লাব ক্রিকেটের এবারের মৌসুম। গতকাল দুপুরে বিসিবি কার্যালয়ে প্রথম বিভাগ লিগের ক্লাবগুলোর সঙ্গে বৈঠকের পর এমনটাই জানান ক্রিকেট কমিটি ফর ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চেয়ারম্যান আদনান রহমান দীপন।
প্রথম বিভাগ ক্রিকেটে অংশ নেয় ২০ ক্লাব। এর মধ্যে ১৬ ক্লাব গতকাল সিসিডিএমের ডাকা সভায় উপস্থিত ছিল। বাকি চার ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত হননি বৈঠকে। জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা ওই সভায় অংশ নেননি। তবে তারা লিগ খেলার ব্যাপারে ইতিবাচক বলে জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান। বৈঠকে অংশ নেওয়া ১৬ ক্লাব লিগে খেলার ব্যাপারে আশাবাদী বলেও জানিয়েছেন তিনি।
লিগে অংশ নিতে ইতিবাচক হলেও টুর্নামেন্ট আয়োজনের সময় নিয়ে খানিকটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে তারা। সাধারণত ঢাকার ক্লাব ক্রিকেট শুরু হয় তৃতীয় বিভাগ দিয়ে। তৃতীয়, দ্বিতীয় বিভাগ লিগের পর মাঠে গড়ায় প্রথম বিভাগ ও প্রিমিয়ার লিগ। এবার প্রথম বিভাগ লিগ দিয়ে শুরু হবে ঘরোয়া ক্রিকেট মৌসুম। এ নিয়ে আপত্তি জানিয়েছে বেশ কয়েকটি ক্লাব।
কেন প্রথম বিভাগ দিয়ে লিগ শুরু করা হচ্ছে- এর ব্যাখ্যায় সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন বলেন, ‘কোনো ক্রিকেটার প্রথম বিভাগে দল না পেলে দ্বিতীয় কিংবা তৃতীয় বিভাগে খেলার সুযোগ পাবে। দল পাওয়ার সম্ভাবনা থাকে। তবে দ্বিতীয় কিংবা তৃতীয় বিভাগে দল না পেলে প্রথম বিভাগে দল পেয়ে খেলবে এমন সম্ভাবনা খুবই ক্ষীণ। ক্রিকেটারদের এ ব্যাপারটি মাথায় রেখে এবার প্রথম বিভাগ দিয়ে লিগ শুরু করতে চাচ্ছি আমরা।’
এছাড়া এবার প্রথম বিভাগ লিগে অংশগ্রহণ ফি ও প্রাইজমানিও বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। এ ব্যাপারে আমার দেশকে আদনান রহমান বলেন, ‘সিসিডিএমের অধীনে সবগুলো লিগেই এবার অংশগ্রহণ ফি ও প্রাইজমানি বাড়ানোর আলোচনা চলছে।’
আগামী ২৪ ও ২৭ অক্টোবর ব্যাংককে থাইল্যান্ডের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। এরই মধ্যে ব্যাংককে পৌঁছে আসন্ন ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করছেন আফঈদা খন্দকার, ঋতুপর্ণারা।
৫ ঘণ্টা আগেদ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ দলে যোগ দেন স্পিনার আকিল হোসেইন। প্রায় একই সময়ে ওয়ানডে দলে যোগ দিতে বাংলাদেশে আসার কথা ছিল র্যামন্ড সিমন্সের।
৬ ঘণ্টা আগে