নায়িকা থেকে আশ্রয়ণ প্রকল্পে

মারা গেছেন ‘সোহরাব-রুস্তুম’-এর সেই বনশ্রী

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ০১

নব্বইয়ের দশকের আলোচিত চিত্রনায়িকা বনশ্রী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকালে মাদারীপুর জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। তিনি জানান, ‘বনশ্রী আপার মর দেহ ইতিমধ্যে শিবচরের কুমিরপাড় তাঁর নানার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে । জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে।’

বিজ্ঞাপন

১৯৯৪ সালে ‘সোহরাব-রুস্তুম’ সিনেমার মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক ঘটে বনশ্রীর। নায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে ব্যবসায় সফল হয় সিনেমাটি। পরিচিতি পান বনশ্রী। এরপর একই বছরে ১৯৯৬ সালে মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা ‘মহা ভূমিকম্প’। সুভাষ ঘোষ পরিচালিত এই সিনেমায় দুই নায়ক মান্না ও আমিন খানের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর আরও এক ডজনের মতো সিনেমায় অভিনয় করেন।

তবে খুব বেশিদিন সেই সুখ সয়নি বনশ্রীর কপালে। ভাগ্যদোষে ছিটকে পড়েন তিনি সিনেমা থেকে। চলচ্চিত্রকার ফারুক ঠাকুরের মাধ্যমে সিনেমার জগতে আসেন বনশ্রী। একটি মামলায় ফারুক ঠাকুর গ্রেপ্তার হলে এই নায়িকার বিরুদ্ধে কুৎসা রটে। ধীরে ধীরে তার থেকে মুখ ফিরিয়ে নেয় প্রযোজকরা। শুরু হয় অভাব আর কষ্টের সংসার। পথে পথে ঘুরে দিন কেটেছে তার। থেকেছেন বস্তিতেও। তার দুই সন্তান ছিল। তার মধ্যে মেয়েটি হারিয়ে গেছে। রেখে গেছেন কেবল এক পুত্রকে। সবশেষ তিনি মাদারীপুরের শিবচরে বাস করতেন সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘরে।

বনশ্রীর পরিবারের মাধ্যমে জানা যায়, গত পাঁচদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বনশ্রী। তার হৃদরোগ, কিডনির সমস্যাসহ একাধিক ব্যাধি ছিল। তিনি চলে যাওয়ার আগে অনেক কষ্ট করেছেন। মৃত্যুর সময় তিনি এক সন্তান রেখে গেছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত