বিনোদন রিপোর্টার
আজ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী ফেরদৌসী রহমানের ৮৪ তম জন্মদিন। জন্মদিন উপলক্ষ্যে চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান ‘গান দিয়ে শুরু’ তে ফেরদৌসী রহমানকে গানে গানে শ্রদ্ধা জানান ক্ষুদে গানরাজ খ্যাত প্রজন্মের শ্রোতাপ্রিয় নন্দিত সঙ্গীতশিল্পী অনন্যা আচার্য্য ও ২০২৩ সালের সেরাকন্ঠ’ প্রতিযোগিতায় ‘সেরাদের সেরা’ হওয়া প্রথম সঙ্গীতশিল্পী সাবরিনা নওশিন টুশি।
ফেরদৌসী রহমানকে নিয়ে ‘গান দিয়ে শুরুর বিশেষ এই পর্বে অনন্যা একে একে শ্রোতা দর্শককে গেয়ে শোনালেন ‘আমি সাগরের নীল’, কথা বলো না বলো’, ‘ও কী গাড়িয়াল ভাই’ ও ‘যার ছায়া পড়েছে’ গানগুলো। টুশি একে একে পরিবেশন করেছেন ‘এই নীল নীল নীল’, ‘কিছু বলা যায়না’, ‘যেজন প্রেমের ভাব জানেনা’ ও ‘গান হয়ে এলে’ গানগুলো।
অনন্যা আচার্য্য বলেন, ‘এতো আমার পরম সৌভাগ্য যে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের অভিভাবক, গুরুজন এবং জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী শ্রদ্ধেয় ফেরদৌসী রহমান ম্যামের জন্মদিনের শুরুটা হয়েছে আমাদের গান গাওয়ার মধ্যদিয়ে, আমাদের গানে গানে শ্রদ্ধাঞ্জলির মধ্যদিয়ে। এটা ভীষণ সত্যি যে জীবনে এমন সুযোগ বারে বারে আসেনা। তাই ভীষণ চেষ্টা করেছি গানগুলো সতর্কতার সাথে সুরে থেকে মন দিয়ে গাইতে। জানি না কেমন গেয়েছি। তবে আমার এবং অন্য যারা গাইলেন তাদের চেষ্টার ত্রুটি ছিল না।’
টুশি বলেন, ‘শ্রদ্ধেয় ফেরদৌসী রহমান বাংলাদেশের গানের ভুবনের অন্যতম মহাতারকা। তিনি আমাদের মাঝে আছেন-এটাই যেন অনেক বড় আশীর্বাদ। আর তাকে নিয়ে আয়োজিত বিশেষ সঙ্গীতানুষ্ঠানে তারই গাওয়া গান গাইতে পেরেছি এটা আমার জন্য সত্যিই অনেক বড় প্রাপ্তি। সত্যি বলতে কী ফেরদৌসী ম্যামের গাওয়া গানগুলোর কথা ও সুর চিরদিনের। তাই এই গানগুলো কোনো আয়োজনে গাইতে পারলেও ভাগ্য লাগে।’
সঙ্গীত পরিবারে জন্ম ফেরদৌসী রহমানের। তিনি পল্লী সম্রাট আব্বাসউদ্দীনের তনয়া। তার ভাই বিখ্যাত কণ্ঠশিল্পী মুস্তাফা জামান আব্বাসী। ফেরদৌসী রহমান ১৯৪১ সালের ২৮ জুন ভারতের কোচবিহারে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় গানে হাতেখড়ি হয় তার পিতার কাছে। পরবর্তীতে ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু, ইউসুফ খান কোরেইশী, কাদের জামেরী, গুল মোহাম্মদ খান প্রমুখ সঙ্গীতজ্ঞের কাছে তালিম নিয়েছেন। মাত্র ৮ বছর বয়সে রেডিওতে খেলাঘর নামের অনুষ্ঠানে অংশ নেন। ১৯৬০ সালে ‘আসিয়া’ নামের চলচ্চিত্রে তিনি প্রথম নেপথ্য কণ্ঠদান করেন। তার প্লেব্যাক করা চলচ্চিত্রের সংখ্যা ২৫০-এর কাছাকাছি। ১৯৪৮ সালে তিনি প্রথম রেডিওতে গান করেন।
আজ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী ফেরদৌসী রহমানের ৮৪ তম জন্মদিন। জন্মদিন উপলক্ষ্যে চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান ‘গান দিয়ে শুরু’ তে ফেরদৌসী রহমানকে গানে গানে শ্রদ্ধা জানান ক্ষুদে গানরাজ খ্যাত প্রজন্মের শ্রোতাপ্রিয় নন্দিত সঙ্গীতশিল্পী অনন্যা আচার্য্য ও ২০২৩ সালের সেরাকন্ঠ’ প্রতিযোগিতায় ‘সেরাদের সেরা’ হওয়া প্রথম সঙ্গীতশিল্পী সাবরিনা নওশিন টুশি।
ফেরদৌসী রহমানকে নিয়ে ‘গান দিয়ে শুরুর বিশেষ এই পর্বে অনন্যা একে একে শ্রোতা দর্শককে গেয়ে শোনালেন ‘আমি সাগরের নীল’, কথা বলো না বলো’, ‘ও কী গাড়িয়াল ভাই’ ও ‘যার ছায়া পড়েছে’ গানগুলো। টুশি একে একে পরিবেশন করেছেন ‘এই নীল নীল নীল’, ‘কিছু বলা যায়না’, ‘যেজন প্রেমের ভাব জানেনা’ ও ‘গান হয়ে এলে’ গানগুলো।
অনন্যা আচার্য্য বলেন, ‘এতো আমার পরম সৌভাগ্য যে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের অভিভাবক, গুরুজন এবং জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী শ্রদ্ধেয় ফেরদৌসী রহমান ম্যামের জন্মদিনের শুরুটা হয়েছে আমাদের গান গাওয়ার মধ্যদিয়ে, আমাদের গানে গানে শ্রদ্ধাঞ্জলির মধ্যদিয়ে। এটা ভীষণ সত্যি যে জীবনে এমন সুযোগ বারে বারে আসেনা। তাই ভীষণ চেষ্টা করেছি গানগুলো সতর্কতার সাথে সুরে থেকে মন দিয়ে গাইতে। জানি না কেমন গেয়েছি। তবে আমার এবং অন্য যারা গাইলেন তাদের চেষ্টার ত্রুটি ছিল না।’
টুশি বলেন, ‘শ্রদ্ধেয় ফেরদৌসী রহমান বাংলাদেশের গানের ভুবনের অন্যতম মহাতারকা। তিনি আমাদের মাঝে আছেন-এটাই যেন অনেক বড় আশীর্বাদ। আর তাকে নিয়ে আয়োজিত বিশেষ সঙ্গীতানুষ্ঠানে তারই গাওয়া গান গাইতে পেরেছি এটা আমার জন্য সত্যিই অনেক বড় প্রাপ্তি। সত্যি বলতে কী ফেরদৌসী ম্যামের গাওয়া গানগুলোর কথা ও সুর চিরদিনের। তাই এই গানগুলো কোনো আয়োজনে গাইতে পারলেও ভাগ্য লাগে।’
সঙ্গীত পরিবারে জন্ম ফেরদৌসী রহমানের। তিনি পল্লী সম্রাট আব্বাসউদ্দীনের তনয়া। তার ভাই বিখ্যাত কণ্ঠশিল্পী মুস্তাফা জামান আব্বাসী। ফেরদৌসী রহমান ১৯৪১ সালের ২৮ জুন ভারতের কোচবিহারে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় গানে হাতেখড়ি হয় তার পিতার কাছে। পরবর্তীতে ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু, ইউসুফ খান কোরেইশী, কাদের জামেরী, গুল মোহাম্মদ খান প্রমুখ সঙ্গীতজ্ঞের কাছে তালিম নিয়েছেন। মাত্র ৮ বছর বয়সে রেডিওতে খেলাঘর নামের অনুষ্ঠানে অংশ নেন। ১৯৬০ সালে ‘আসিয়া’ নামের চলচ্চিত্রে তিনি প্রথম নেপথ্য কণ্ঠদান করেন। তার প্লেব্যাক করা চলচ্চিত্রের সংখ্যা ২৫০-এর কাছাকাছি। ১৯৪৮ সালে তিনি প্রথম রেডিওতে গান করেন।
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ও সমালোচনা। প্রতারণার অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছেন এক নারী উদ্যোক্তা।
৯ ঘণ্টা আগেবিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
১০ ঘণ্টা আগেজাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
১১ ঘণ্টা আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
১১ ঘণ্টা আগে