আজ বাংলাদেশের অমর নায়ক সালমান শাহ’র জন্মদিন। তাঁর জন্মদিন উপলক্ষ্যে আজ রাত ৮.৩০ মিনিটে চ্যানেল টোয়েন্টি ফোর এর আয়োজনে ‘কালারস টুয়েন্টিফোর’-এ জেবিনের উপস্থাপনায় আড্ডায় অংশগ্রহণ করবেন সালমান শাহ’র ঘনিষ্ঠ বন্ধু জনপ্রিয় সঙ্গীতশিল্পী আগুন ও সালমান শাহ’র সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করা বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর।
সালমান শাহ অভিনীত সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় সালমান শাহ’র লিপে আগুনের গান ছিল। আবার সালমান শাহ’র সঙ্গে ‘জীবন সংসার’সহ আরো বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন মিশা সওদাগর। সেসব সিনেমায় গান গাওয়া, অভিনয় করা, সালমান শাহ মানুষ হিসেবে কেমন এসব আলোচনা সহ আরো নানান অজানা বিষয়ে কথা বলেছেন আগুন ও মিশা সওদাগর।
আগুনের কণ্ঠে শ্রোতারা শুনতে পাবেন ‘বাবা বলে ছেলে নাম করবে’, ‘ওগো মোর প্রিয়া জেনে রাখো তুমি’, ‘ও আমার বন্ধুগো চিরসাথী পথ চলার’ গানগুলো। অন্যদিকে মিশা সওদাগর সালমান শাহ অভিনীত ‘আশা ভালোবাসা’ সিনেমার ডায়লগ দেয়া থেকে শুরু করে আরো কিছু কথা বলেছেন। অনুষ্ঠানটি প্রসঙ্গে জেবিন বলেন, ‘ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আগুন ভাই ও মিশা ভাইকে। আমি যতদূর জানি মিশা ভাই কয়েকদিন আগেই দেশে এসেছেন। এসেই তিনি আমাদের নিমন্ত্রণে আমাদের এই আড্ডায় অংশ নিয়েছেন। আবার আগুন ভাইও এখন তার নিজের কাজ নিয়ে আবার ব্যস্ত সময় পার করছেন। যে কারণে তিনিও তার ব্যস্ত সময়ের ফাঁকেই বন্ধুর জন্য ভালোবাসা থেকে তিনি কথা বলতে এসেছিলেন। দু’জনের সেই গল্প আড্ডা আর গান দেখা যাবে আজ রাতে।’
উল্লেখ্য, পুরো অনুষ্ঠানের পরিকল্পনা ও নির্দেশনায় আছেন নাজমুল আলম রানা। এদিকে আজ ঢাকার ঐতিহ্যবাহী সিনেমা হল ‘মধুমিতা’য় টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (টেজাব)-এর উদ্যোগে সালমান শাহ অভিনীত ও শিবলী সাদিক পরিচালিত ‘অন্তরে অন্তরে’ সিনেমাটি সন্ধ্যায় প্রদর্শন করা হবে।

