‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫
বিনোদন রিপোর্টার
ভক্তদের তুমুল আগ্রহ আর উত্তেজনাকে সঙ্গী করে বঙ্গ-তে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর একবারে নতুন ৮টি পর্ব (২৫-৩২) । আগের পর্বগুলোর রেশ যেখানে হয়েছিল, সেখান থেকেই শুরু হতে যাচ্ছে আরও বেশি হাসি, নাটকীয়তা আর অপ্রত্যাশিত সব ঘটনা।
এবারের পর্বগুলোর অন্যতম আকর্ষণ ‘নেহাল’ চরিত্রে তৌসিফ মাহবুবের প্রত্যাবর্তন।তার ফিরে আসাটা ব্যাচেলরদের ফ্ল্যাটে কি নতুন সমীকরণ তৈরি করবে? কাবিলা-পাশাদের সাথে তার সম্পর্ক কোন দিকে মোড় নেবে-তা দেখার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।
নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর প্রথম দুটি সিজনে কাবিলা, হাবু, পাশা, শুভদের পাশাপাশি নেহাল চরিত্রে অভিনয় করেছিলেন তৌসিফ মাহবুব। চরিত্রটি নিয়ে বেশ প্রশংসিত হয়েছিলেন। কিন্তু তৃতীয় ও চতুর্থ সিজনে অন্যান্য চরিত্র থাকলেও ছিল না নেহাল!
তখন থেকেই অনেকেই বলছিলেন, নেহাল চরিত্রটিকে তারা মিস করছেন। সেই দর্শকদের জন্যই যে হঠাৎ চমক লাগা খবর দিলেন অমি!
নতুন পর্ব নিয়ে পরিচালক কাজল আরেফিন অমি বলেন, ‘নেহালের ফিরে আসাটা একটা বড় চমক। তবে এর পাশাপাশি আরও কিছু চরিত্র যেমন 'নতুন কাজের মেয়ে' বা 'পাগলা সুজন'-এর মতো চরিত্র আনা হয়েছে যা এবারকার পর্বগুলোর বিনোদনের মাত্রা এক অন্য লেভেলে নিয়ে যাবে আশা করছি।’
মঙ্গলবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। যেখানে তৌসিফ মাহবুবসহ উপস্থিত ছিলেন কাজল আরেফিন অমি, বঙ্গের চিফ অব কনটেন্ট মুশফিকুর রহমান মঞ্জুসহ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অন্যান্য শিল্পীরা।
এই প্রসঙ্গে বঙ্গের চিফ অফ কন্টেন্ট, মুশফিকুর রহমান উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমরা ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত পর্বগুলো থেকে অভাবনীয় সাড়া পেয়েছি। দর্শকদের এই ভালোবাসা আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা বিশ্বাস করি, নতুন পর্বগুলোর গল্প এবং বিশেষ করে নতুন চরিত্রের আগমন এই সিজনকে একটি ভিন্ন মাত্রা দেবে এবং দর্শকদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে।”
বর্তমানে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাতে বুম ফিল্মের ইউটিউব এবং পরে চ্যানেল আইতে প্রচার হচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫। এছাড়া প্রতিমাসের দ্বিতীয় বৃহস্পতিবার বঙ্গের ওটিটি প্ল্যার্টফমে একসঙ্গে আটপর্ব করে দেখা যাচ্ছে।
এই সিজনে প্রধান চরিত্রগুলোতে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলমের পাশাপাশি এবার যুক্ত হয়েছেন তৌসিফ মাহবুব। এছাড়াও আগের মতোই থাকছেন শিমুল শর্মা, লামিয়া লাম'সহ তাদের সুপরিচিত সঙ্গীরা।
ভক্তদের তুমুল আগ্রহ আর উত্তেজনাকে সঙ্গী করে বঙ্গ-তে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর একবারে নতুন ৮টি পর্ব (২৫-৩২) । আগের পর্বগুলোর রেশ যেখানে হয়েছিল, সেখান থেকেই শুরু হতে যাচ্ছে আরও বেশি হাসি, নাটকীয়তা আর অপ্রত্যাশিত সব ঘটনা।
এবারের পর্বগুলোর অন্যতম আকর্ষণ ‘নেহাল’ চরিত্রে তৌসিফ মাহবুবের প্রত্যাবর্তন।তার ফিরে আসাটা ব্যাচেলরদের ফ্ল্যাটে কি নতুন সমীকরণ তৈরি করবে? কাবিলা-পাশাদের সাথে তার সম্পর্ক কোন দিকে মোড় নেবে-তা দেখার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।
নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর প্রথম দুটি সিজনে কাবিলা, হাবু, পাশা, শুভদের পাশাপাশি নেহাল চরিত্রে অভিনয় করেছিলেন তৌসিফ মাহবুব। চরিত্রটি নিয়ে বেশ প্রশংসিত হয়েছিলেন। কিন্তু তৃতীয় ও চতুর্থ সিজনে অন্যান্য চরিত্র থাকলেও ছিল না নেহাল!
তখন থেকেই অনেকেই বলছিলেন, নেহাল চরিত্রটিকে তারা মিস করছেন। সেই দর্শকদের জন্যই যে হঠাৎ চমক লাগা খবর দিলেন অমি!
নতুন পর্ব নিয়ে পরিচালক কাজল আরেফিন অমি বলেন, ‘নেহালের ফিরে আসাটা একটা বড় চমক। তবে এর পাশাপাশি আরও কিছু চরিত্র যেমন 'নতুন কাজের মেয়ে' বা 'পাগলা সুজন'-এর মতো চরিত্র আনা হয়েছে যা এবারকার পর্বগুলোর বিনোদনের মাত্রা এক অন্য লেভেলে নিয়ে যাবে আশা করছি।’
মঙ্গলবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। যেখানে তৌসিফ মাহবুবসহ উপস্থিত ছিলেন কাজল আরেফিন অমি, বঙ্গের চিফ অব কনটেন্ট মুশফিকুর রহমান মঞ্জুসহ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অন্যান্য শিল্পীরা।
এই প্রসঙ্গে বঙ্গের চিফ অফ কন্টেন্ট, মুশফিকুর রহমান উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমরা ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত পর্বগুলো থেকে অভাবনীয় সাড়া পেয়েছি। দর্শকদের এই ভালোবাসা আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা বিশ্বাস করি, নতুন পর্বগুলোর গল্প এবং বিশেষ করে নতুন চরিত্রের আগমন এই সিজনকে একটি ভিন্ন মাত্রা দেবে এবং দর্শকদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে।”
বর্তমানে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাতে বুম ফিল্মের ইউটিউব এবং পরে চ্যানেল আইতে প্রচার হচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫। এছাড়া প্রতিমাসের দ্বিতীয় বৃহস্পতিবার বঙ্গের ওটিটি প্ল্যার্টফমে একসঙ্গে আটপর্ব করে দেখা যাচ্ছে।
এই সিজনে প্রধান চরিত্রগুলোতে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলমের পাশাপাশি এবার যুক্ত হয়েছেন তৌসিফ মাহবুব। এছাড়াও আগের মতোই থাকছেন শিমুল শর্মা, লামিয়া লাম'সহ তাদের সুপরিচিত সঙ্গীরা।
আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৫ মিনিট আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
২১ মিনিট আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৬ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
৬ ঘণ্টা আগে