আসছে আসিফের ‘মন জানে’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ২২: ০১

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর নতুন বছর ভক্তদের জন্য নিয়ে আসছেন মন জানে শিরোনামের একটি গান। গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। মন জানে শিরোনামের গানটি শিগগিরই প্রচার হবে ধ্রুব মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে।

বিজ্ঞাপন

ধ্রুব মিউজিক স্টেশনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বছরের প্রথম সপ্তাহে প্রকাশ হবে ‘মন জানে’ গানটি। গান নিয়ে ইমরান বলেন, ‘আসিফ ভাই দুই যুগ ধরে সমান জনপ্রিয়। তার জন্য গান করাটা বেশ চ্যালেঞ্জের। আসিফ ভাইয়ের শ্রোতারা যে ধরনের গান পছন্দ করেন সেভাবেই গানটি করা হয়েছে। আশা করছি সবার পছন্দ হবে।’

গীতিকার স্নেহাশীষ ঘোষ বলেন, ‘এটা আমাদের তিনজনের একসঙ্গে করা দ্বিতীয় গান। তবে এই গানের মিউজিক ভিডিওতে আসিফ ভাই ও ইমরান ভাইকে একসঙ্গে দেখা যাবে। রোমান্টিক ঘরানার গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেই বিশ্বাস আমার।’

মন জানে গানের ভিডিও তৈরি করেছেন সৈকত রেজা। ভিডিওতে মডেল হয়েছেন আহমেদ বিন সজীব, মহতারাম ও জিম। পাশাপাশি দেখা যাবে আসিফ আকবর ও ইমরান মাহমুদুলকে।

এর আগে ইমরানের সুর ও সংগীতে ‘এত কেন ভালোবাসি’শিরোনামের গানে কণ্ঠ দিয়েছিলেন আসিফ।

বিষয়:

আসিফ আকবর
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত