আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অবশেষে মীমাংসিত ‘অমীমাংসিত’

বিনোদন রিপোর্টার

অবশেষে মীমাংসিত ‘অমীমাংসিত’

অবশেষে মুক্তি পাচ্ছে রায়হান রাফী পরিচালিত বহুল প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। সম্প্রতি প্রকাশিত হয়েছে এর অফিশিয়াল ট্রেলার। ১ মিনিট ৪০ সেকেন্ডের এই ট্রেলারে এক সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডকে ঘিরে নির্মিত রহস্যময় ও থ্রিলার গল্পের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ট্রেলারে দেখা যায়, নিহত দম্পতির বাড়িতে ঘটে যাওয়া নৃশংস ঘটনার তদন্তে নেমেও কোনো স্পষ্ট সূত্র পাচ্ছেন না তদন্তকারী কর্মকর্তা। হত্যার নানা মোটিফ নিয়ে তৎপর থাকা তাদের চর্চা এবং হত্যার নানা তথ্য—যেমন : শিশুটির ঘুম থেকে না ওঠা, প্রতিবেশী ও আত্মীয়দের ক্রাইম জোনের আলামত নষ্ট করা—রহস্যকে আরো জটিল করে তোলে।

বিজ্ঞাপন

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন জানায়, ৪ ডিসেম্বর আইস্ক্রিনে এ ওয়েব ফিল্মটির স্ট্রিমিং শুরু হবে। এর আগে দীর্ঘদিন ধরে সেন্সর জটিলতায় আটকে ছিল চলচ্চিত্রটি। শুটিংসহ সব কাজ সম্পন্ন হলেও সেন্সর বোর্ডের আপত্তির কারণে ২০২৩ সালে নির্ধারিত সময়ে মুক্তি আর হয়নি। জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের কার্যক্রম শুরু হলে আপিলের মাধ্যমে ‘অমীমাংসিত’ মুক্তির অনুমতি আবার পাওয়া যায়। সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৈরি এই ওয়েব ফিল্মে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। এছাড়া ট্রেলারে দেখা গেছে, শহীদুল আলম সাচ্চু, মনোজ প্রামাণিকসহ অনেক পরিচিত মুখ।

গল্পটি সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত কি না, তা নির্মাতারা স্পষ্ট কিছু বলেননি। তবে ট্রেলারের রহস্যময় ইঙ্গিত দর্শকদের কৌতূহল আরো বাড়িয়েছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৪ ডিসেম্বর আইস্ক্রিনে স্ট্রিমিং হবে ‘অমীমাংসিত’। দর্শক এখন অপেক্ষায় আছেন ট্রেলারে উন্মোচিত রহস্য কাহিনিটি আসলে কেমন রূপ নেবে, তা দেখার জন্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন