আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নায়িকা নিঝুমকে অপহরণ চেষ্টায় আটক এক

স্টাফ রিপোর্টার

নায়িকা নিঝুমকে অপহরণ চেষ্টায় আটক এক

চিত্রনায়িকা নিঝুমকে অপহরণের চেষ্টায় এক উবার চালককে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে তাকে আটক করে। তবে পুলিশ তার নাম জানায়নি। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান জানান, নায়িকা নিঝুম অপহরণ চেষ্টায় জড়িত উবার চালককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সম্প্রতি রাইড শেয়ারিং অ্যাপে গাড়ি ডেকে রাজধানীর বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার পথে অপহরণের চেষ্টার শিকার হন নায়িকা নিঝুম রুবিনা। পরে তিনি হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। এনিয়ে ফেসবুকে ভুক্তভোগী ওই নায়িকা পোস্টেও করেন।

বিজ্ঞাপন

পোস্টে তিনি জানান, তিনি উবার কল করেন বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার জন্য। কিন্তু উবার চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে। এক পর্যায়ে বিষয়টি নিয়ে তার কাছে সন্দেহ লাগে। তিনি তাকে নামিয়ে দিতে বললে, গাড়ি চালক তাকে বলেন, ‘‘চুপ থাক, কোনো কথা বলবি না।’’ একটা পর্যায়ে গাড়ির গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যান নিঝুম।

২০১৩ সালে নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আসেন নিঝুম রুবিনা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন